আল ফিতন

قدر بقاء الدجال

পৃষ্ঠা - ১৫৬৬
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন যখন দাজ্জাল হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণের কথা শুনবে তখন সে পালাবে। অতপর হযরত ঈসা আলাইহিস সালাম তার পিছু নিবেন। অতপর তাকে বাবে লুদÑএ পাবেন এবং তাকে হত্যা করবেন। ফলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। তবে দাজ্জালের অনুসারীদের উপর প্রমানিত হবে। অতপর তিনি বলবেন হে মুমিন এই হল কাফের।
حدثنا ضمرة عن يحيى بن أبي عمرو السيباني
عن كعب قال
إذا سمع الدجال نزول عيسى ابن مريم هرب فيتبعه عيسى فيدركه عند باب لد فيقتله فلا
يبقى شيء إلا دل على أصحاب الدجال فيقول يا مؤمن هذا كافر