আল ফিতন

قدر بقاء الدجال

পৃষ্ঠা - ১৫৫৪
হযরত আবু উমামা আল বাহেলী রাযিয়াল্লাহু আনহু রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে, দাজ্জালের স্থায়ীত্বের সময় হবে চল্লিশ দিন। সুতরাং এক দিন হবে এক বছরের সমান। এবং আরেক দিন তার চেয়ে কম। এভাবে এক দিন হবে এক মাসের সমান এবং আরেক দিন তার চেয়ে কম। এভাবে এক দিন হবে এক শপ্তাহের সমান এবং আরেক দিন তার চেয়ে কম। এভাবে এক দিন হবে দীর্ঘ সময়ের এবং আরেক দিন তার চেয়ে কম। আর তার শেষ দিন হবে কাগজে আগুণের স্ফুলিঙ্গের সময়ের মত। এমনকি এক ব্যক্তি সকাল বেলায় মদীনার এক গেট দিয়ে প্রবেশ করবে আর সে অন্য গেটে পৌছতে পারবে না তার পূর্বেই সূর্যাস্ত হয়ে যাবে। তারা বললেন হে আল্লাহ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমরা সেই ক্ষুদ্র সময়গুলিতে কিভাবে নামাজ আদায় করবো? উত্তরে তিনি বললেন তোমরা সে সময়গুলোতে নামাজের সময় নির্ধারণ করবে যেমনিভাবে বর্তমান দীর্ঘ সময়ে করে থাক। অতপর নামাজ আদায় করবে।
حدثنا ضمرة بن ربيعة عن يحيى بن أبي عمرو
السيباني عن عمرو بن عبد الله الحضرمي
عن أبي أمامة الباهلي رضى الله عنه عن
رسول الله صلى الله عليه وسلم قال أيام الدجال أربعون يوما فيوم كالسنة ويوم دون
ذلك ويوم كالشهر ويوم دون ذلك ويوم كالجمعة ويوم دون ذلك ويوم كالأيام ويوم دون ذلك
وآخر أيامه كالشررة في الجريدة فيصبح الرجل بباب المدينة فلا يبلغ بابها الآخر حتى
تغيب الشمس
قالوا يا رسول الله فكيف نصلي في تلك الأيام القصار
قال تقدرون
كما تقدرون في هذه الأيام الطوال ثم تصلون