আল ফিতন

خروج الدجال وسيرته وما يجري على يديه من الفساد

পৃষ্ঠা - ১৫৫৩
হযরত জানাদা ইবনে আবু উমাইয়া থেকে বর্ণিত যে, তিনি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীদের মধ্য থেকে কোন এক সাহাবীকে বলতে শুনেছেন যে, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে দাড়ালেন। অতপর আমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করলেন। অতপর বললেন তার সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে। আর বস্তবতা হল তার জাহান্নাম হল জান্নাত। আর তার জান্নাত হল জাহান্নাম। আর তার সাথে রুটির পাহাড় ও পানির নদী থাকবে। সে বৃষ্টি বর্ষণ করবে এবং যমিনে শস্য ফলাবে। আর সে একজন মানুষের উপর কব্জা করে নিবে, ফলে সে তাকে হত্যা করবে তারপর জীবিত করবে। উক্ত মানুষ ব্যতীত অন্য মানুষের উপর সে কব্জা করতে পারবে না।
দাজ্জালের স্থায়ীত্বের পরিমান
حدثنا جرير بن عبد الحميد عن
منصور بن المعتمر عن مجاهد عن جنادة بن أبي أمية
سمع رجلا من أصحاب رسول الله
صلى الله عليه وسلم يقول قام فينا رسول الله صلى الله عليه وسلم فأنذرنا الدجال ثم
قال إن معه جنة ونار [ ا ] فناره جنة وجنته نار وإن معه جبلا من خبز ونهرا من ماء
وأنه يمطر المطر وينبت الأرض وإنه يسلط على نفس فيقتلها ثم يحييها لا يسلط على
غيرها
قدر بقاء الدجال