আল ফিতন

خروج الدجال وسيرته وما يجري على يديه من الفساد

পৃষ্ঠা - ১৫৪৪
হুসাইন ইবনে আলী রাযিয়াল্লাহু আনহু রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছেন যে, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ইবনে ছাইয়াদের থেকে ’দুখান’ গোপন করেন। অথবা তাকে যা তিনি গোপন করেছেন তা সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তরে ইবনে ছাইয়াদ বলল ’দাখ’। অতপর রাসুূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি দূর হও। তুমি কখনও নিজের সীমার বাহিরে যেতে পারবে না। অতপর যখন ইবনে ছাইয়াদ চলে গেল, তখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন যে, সে কি উত্তর দিয়েছে? তখন তাদের কেউ বলল ’দাখ’। আর কেউ বলল ’যবাহ’ অথবা ’দাখ’। অতপর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায় তোমরা মতানৈক্যতা করছ। সুতরাং তোমরা আমার পরে প্রচন্ড মতানৈক্যতায় পড়বে।
قال الزهري عن سنان بن أبي سنان
سمع حسين بن علي رضى الله عنهما يحدث أن رسول الله صلى الله عليه وسلم خبأ لابن
صياد دخانا أو سأله عما خبأ له
فقال دخ
فقال رسول الله صلى الله عليه وسلم
إخسأ فلن تعدو قدرك فلما ولى
قال النبي ما قال
قال بعضهم دخ وقال بعضهم ذبح
أو دخ
فقال النبي صلى الله عليه وسلم قد اختلفتم وأنا بين أظهركم فأنتم بعدي
أشد اختلافا