আল ফিতন

خروج الدجال وسيرته وما يجري على يديه من الفساد

পৃষ্ঠা - ১৫৪২
হযরত ছালেম তার পিতা থেকে তার পিতা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করে বলেন যে, একবার রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবী সহকারে ইবনে ছাইয়াদের পাশ দিয়ে গেলেন। আর সাহাবীগণের মধ্যে হযরত উমর রাযিয়াল্লাহু আনহু ছিলেন। আর ঐসময় ইবনে ছাইয়াদ অন্যান্য বালকদের সাথে বনী মাগালার টিলার নিকটে খেলাধুলা করতে ছিল। আর সে ছিল বালক। কিন্তু সে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমন অনুভব করতে পারে নাই, অবশেষে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পিঠে হাত মারলেন এবং বললেন তুমি কি সাক্ষ্য প্রদান কর যে, আমি আল্লাহর রাসূল? তখন ইবনে ছাইয়াদ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দিকে দেখল। এবং বলল আমি সাক্ষ্য দেই যে, আপনি উম্মীদের রাসূল। অতপর ইবনে ছাইয়াদ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলল, আপনি কি সাক্ষ্য দেন যে, আমি আল্লাহর রাসূল? অতপর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন আমি আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান এনেছি। অতপর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন তোমার নিকট কি আসে? ইবনে ছাইয়াদ বলল আমার নিকট সত্যবাদী (ফেরেশতা) ও মিথ্যাবাদী (শয়তান) আসে। অতপর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমার নিকট প্রকৃত ব্যাপার এলোমেলো হয়ে গেছে। অতপর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি (আমার অন্তরে) একটি বিষয় তোমার নিকট গোপন করেছি। (যদি পার তাহলে বল) (আর বর্ণনাকারী বলেন) আর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার থেকে يوم تأتي السماء بدخان مبين গোপন রাখলেন। ইবনে ছাইয়াদ বলল উহা হল দাখ বা ধোঁয়া। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি দূর হও। তুমি কখনও নিজের সীমার বাহিরে যেতে পারবে না। তখন উমর রাযিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে অনুমতি প্রদান করুন আমি তার গর্দানে মেরে দেই (হত্যা করে দেই)।অতঃপর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এই যদি সেই (দাজ্জাল) হয় তাহলে তুমি তাকে কব্জা করতে সক্ষম হবে না। আর যদি সে (দাজ্জাল) না হয় তাহলে তার হত্যা করায় তোমার কোন কল্যাণ নেই।
حدثنا عبد الرزاق
عن معمر عن الزهري عن سالم
عن أبيه عن رسول الله صلى الله عليه وسلم أنه مر
بابن صياد في نفر من أصحابه فيهم عمر رضى الله عنه وهو يلعب مع الغلمان عند أطم بني
مغالة وهو غلام فلم يشعر حتى ضرب رسول الله صلى الله عليه وسلم ظهره بيده
ثم قال أتشهد أني رسول الله
فنظر إليه ابن صياد وقال أشهد أنك رسول
الأميين
ثم قال ابن صياد للنبي صلى الله عليه وسلم أتشهد أني رسول الله
فقال له رسول الله صلى الله عليه وسلم آمنت بالله وبرسله
ثم قال له رسول
الله صلى الله عليه وسلم ما يأتيك
قال ابن صياد يأتيني صادق وكاذب
فقال
رسول الله صلى الله عليه وسلم خلط عليك الأمر
ثم قال رسول الله صلى الله عليه
وسلم قد خبأت لك خبيئا وخبأ له يوم تأتي السماء بدخان مبين
قال ابن صياد هو
الدخ
قال رسول الله صلى الله عليه وسلم اخسأ فلن تعدو قدرك
قال عمر يا رسول
الله ائذن لي فأضرب عنقه
فقال رسول الله صلى الله عليه وسلم إن يكن هو فلن تسلط
عليه وإلا يكن هو فلا خير لك في قتله