আল ফিতন

خروج الدجال وسيرته وما يجري على يديه من الفساد

পৃষ্ঠা - ১৫৩৬
হযরত ইবনে উমর রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত যে, তিনি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দাজ্জালের এক চক্ষু হবে নিঃশ্চিন্থ আরেক চক্ষু হবে রক্ত মিশ্রিত কেমন যেন গোলাপ। আর তার সাথে দুটি পাহাড় চলবে একটি পাহাড় হল নদী ও ফলমূল এর আরেকটি পাহাড় হল ধোঁয়া ও আগুনের। সে চুলকে খন্ড বিখন্ড করার মত সূর্য্যকে খন্ড বিখন্ড করবে। এবং পাখিকে বাতাশে সামিল করবে।
حدثنا الحكم
بن نافع عن سعيد بن سنان عن أبي الزاهرية عن كثير بن مرة
عن ابن عمر رضى الله
عنهما عن النبي صلى الله عليه وسلم قال الدجال إحدى عينيه مطموسة والأخرى ممزوجة
بالدم كأنها الزهرة ويسير معه جبلان جبل من أنهار وثمار وجبل دخان ونار يشق الشمس
كما يشق الشعرة ويتناول الطير في الهواء