আল ফিতন

خروج الدجال وسيرته وما يجري على يديه من الفساد

পৃষ্ঠা - ১৫২৯
হযরত উবাইদ ইবনে উমাইর আল লাইসী থেকে বর্ণিত যে, তিনি বলেন দাজ্জাল বাহির হবে। আর তাকে এমন একদল মানুস অনুসরণ করবে যারা বলবে আমরা সাক্ষ্য দেই যে, সে (দাজ্জাল) কাফের। আর আমরা তাকে অনুসরণ করি যাতে আমরা তার খাদ্য থেকে খেতে পারি। আর আমরা গাছ থেকে রক্ষা পেতে পারি। আর যখন আল্লাহ তা’আলা গযব নাযিল করবেন তখন তাদের সকলের উপর ( দাজ্জাল ও তাকে কাফের স্বীকৃতি দানকারী দল) গযব নাযিল করবেন।
حدثنا
عبدة بن سليمان عن هشام بن عروة عن وهب بن كيسان
عن عبيد بن عمير الليثي قال
يخرج الدجال فيتبعه ناس يقولون نحن نشهد أنه كافر وإنما نتبعه لنأكل من طعامه ونرعى
من الشجر فإذا نزل غضب الله نزل عليهم جميعا