আল ফিতন

من أين يكون مخرج الدجال

পৃষ্ঠা - ১৫০৬
হযরত শাহর ইবনে হাউসাব হযরত আব্দুুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহু হতে শুনেছেন তিনি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছেন যে, অচিরেই মানুষ পূর্বদিক হতে বাহির হবে। তারা কুরআন তিলাওয়াত করবে যা তাদের হুলকুম অতিক্রম করবে না। যখনই তাদের থেকে সাথী বাহির হবে কেটে দেওয়া হবে। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উক্ত কথাটা দশ বারের বেশি আবৃতি করেন। যখনই তাদের থেকে সাথী বাহির হবে কেটে দেওয়া হবে। এমনকি দাজ্জালের অবির্ভাব হবে তাদের বাকী থাকা অবস্থায়।
قال معمر وأخبرنا قتادة عن شهر
بن حوشب
سمع عبد الله بن عمرو رضى الله عنهما سمع النبي صلى الله عليه وسلم
يقول سيخرج ناس من قبل المشرق ويقرأون القرآن لا يجاوز تراقيهم كلما خرج منهم قرن
قطع حتى عدها النبي صلى الله عليه وسلم زيادة على عشر مرات كلما خرج منهم قرن قطع
حتى يخرج الدجال في بقيتهم
خروج الدجال وسيرته وما يجري على يديه من الفساد