আল ফিতন

العلامات قبل خروج الدجال

পৃষ্ঠা - ১৪৮৫
হযরত আরতাত থেকে বর্ণিত যে, তিনি বলেন কুস্তুনতুনিয়া বিজীত হবে। অতপর তাদের নিকট দাজ্জালের অবির্ভাবের খবর আসবে। উক্ত খবরটা হবে ভুল। অতপর তারা তিনটি বিপদে অবস্থান করবে। অতপর তার প্রথম বছর আকাশ তার এক তৃতীয়অংশ বর্ষণ এবং যমীন তার এক তৃতীয়াংশ উৎপাদন বন্ধ রাখবে। দ্বিতীয় বৎসর আকাশ দুই তৃতীয়াংশ বর্ষণ এবং যমীণ দুই তৃতীয়াংশ উৎপাদন বন্ধ রাখবে। আর শেষ তৃতীয় বৎসর আকাশ তার সমস্ত বর্ষন এবং যমীন তার সমুদয়ে উৎপাদন বন্ধ রাখবে। ফলে প্রত্যেক নখ ও দাঁত বিশিষ্ট প্রাণী ধ্বংশ হয়ে যাবে। দূভিক্ষ হবে। ফলে এমন হারে মৃত্যু হবে যে, প্রত্যেক সত্তরজনে দশ জনও জিবীত থাকবে না। আর মানুষ ইন্তেকিয়ার দিকস্থ জওফ পাহাড়ের দিকে ভেগে যাবে। আর দাজ্জালের অবির্ভাবের নিদর্শন হলো, পূর্ব দিকের বাতাশ যেটা গরমও হবেনা আবার ঠান্ডাও না। যে বাতাশটা আস্কান্দারিয়ার মূর্তিকে ধ্বংশ করে দিবে। পশ্চিম ও সিরিয়ার যাইতুন গাছকে মূল থেকে কেটে ফেলবে। ফুরাত সহ ঝর্ণা ও নদীর পানি শুকিয়ে ফেলবে। মানুষ তার কারণে দিন ও মাসের সময়ের হিসাব এবং চাঁদের সময়ের হিসাব।
حدثنا الحكم بن نافع عن جراح
عن
أرطاة قال تفتح القسطنطينية ثم يأتيهم الخبر بخروج الدجال فيكون باطلا ثم يقيمون
ثلث سبع سابوعا فتمسك السماء في تلك السنة ثلث قطرها وفي السنة الثانية ثلثيها وفي
الثالثة تمسك قطرها أجمع فلا يبقى ذو ظفر ولا ناب إلا هلك ويقع الجوع فيموتون حتى
لا يبقى من كل سبعين عشرة ويهرب الناس إلى جبال الجوف إلى أنطاكية ومن علامات خروج
الدجال ريح شرقية ليست بحارة ولا باردة تهدم صنم أسكندرية وتقطع زيتون المغرب
والشام من أصولها وتيبس الفرات والعيون والأنهار وينسألها مواقيت الأيام والشهور
ومواقيت الأهلة