আল ফিতন

العلامات قبل خروج الدجال

পৃষ্ঠা - ১৪৭১
হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন সমুদ্রে একবার যুদ্ধ হবে। যে ঐ যুদ্ধ করবে সে মুক্তি পাবে। সে কখনো গরীব বা অভাবগ্রস্থ হবে না। আর যে ঐ যুদ্ধ করবে না তার মাল সম্পদ তার পর বাড়বে না। পূর্বে যেমন ছিল তেমনই থাকবে। উক্ত যুদ্ধের পর সমুদ্র ছয় বছর কঠিন (শুকিয়ে) থাকবে। অতপর ছয় বছর পর সমুদ্র ফিরে আসবে। যেমন ছয় বছর ছিল। অতপর আবার ছয় বছর কঠিন (শুকিয়ে) থাকবে। এভাবে আঠারো বছর হবে। অতপর দাজ্জালের অবির্ভাব হবে।
حدثنا رشدين عن ابن لهيعة عن سعيد بن راشد
عن عثمان بن المسيتفع
الحميري قال حدثني أبي قال
حدثنا حذيفة بن اليمان قال تكون غزوة في البحر من
غزاها استغنى فلم يفتقر أبدا ومن لم يغزها لم يثرى ماله بعدها إلا ما كان قبل ذلك
ثم يستصعب البحر بعد الغزو ست سنين كما كان ثم يعود البحر بعد ست سنين كما كان ست
سنين ثم يستصعب ستا فذلك ثمان عشرة ثم يخرج الدجال