আল ফিতন

ما يقدم إلى الناس في خروج الدجال

পৃষ্ঠা - ১৪৬০
– হযরত ছালেম তার পিতা থেকে বর্ণনা করে বলেন যে, একবার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের মাঝে দাড়ালেন। অতপর আল্লাহ তা’লার যথাযথ প্রশংসা করলেন। অতপর দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। অতপর বললেন আমি তোমাদেরকে তার সম্পর্কে সতর্ক করছি। কোন নবী তার কওমকে সতর্ক করে নাই। নূহ আ. তার কওমকে তার ব্যাপারে সতর্ক করেছে। কিন্তু আমি তোমাদেরকে এমন কথা বলবো যা কোন নবী তার কওমকে বলেন নাই। তোমরা জান যে সে হবে অন্ধ। আর নিশ্চই আল্লাহা তা’ আলা অন্ধ নন।
حدثنا عبد الرزاق عن معمر عن
الزهري عن سالم
عن أبيه قال قام رسول الله صلى الله عليه وسلم في الناس فأثنى
على الله بما هو أهله ثم ذكر الدجال ثم قال إني أنذرتكموه وما من نبي إلا أنذر قومه
لقد أنذره نوح قومه ولكن سأقول لكم فيه قولا لم يقله نبي لقومه تعلمون أنه أعور وأن
الله ليس بأعور