আল ফিতন

ما يقدم إلى الناس في خروج الدجال

পৃষ্ঠা - ১৪৫৯
হযরত আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন এমন একজন ব্যক্তি আছে যে, ঘটনা প্রবাহ তাকে হীন করে দিবে। যখনই যখনই কোন ঘটনা ঘটবে সেটাকে সে মিথ্যা করে মিথ্যা প্রতিপন্ন করবে। তার থেকে আগ বাড়িয়ে তার উদ্দেশ্যেকে বিলিন করে দিবে।আর যদি সে দাজ্জাল কে পায় তাহলে তার অনুসরণ করবে।
حدثنا عبد الرزاق عن سفيان عن عمران بن ظبيان عن
حكيم بن سعد
عن علي قال رجل قد استخفته الأحاديث كلما وضع أحدوثة كذب وانقطعت
مدها بأطول منها إن يدرك الدجال يتبعه