আল ফিতন

ما يقدم إلى الناس في خروج الدجال

পৃষ্ঠা - ১৪৫৪
হযরত উবাদা ইবনে সমেত রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি তোমাদের দাজ্জাল সম্পর্কে বলেছি আমার ভয় হয় যে, তোমরা তা উপলব্ধি করতে পার নাই। মাসীহে দাজ্জাল হলো খাটো, পায়ের নলা লম্বা লম্বা। চুল কোকড়ানো কোকড়ানো, এক চক্ষু কানা, অপর চক্ষু সমান। অথবা একেবারে ভিতরেও ডুবে থাকবে না। এবং বাহিরেও থাকবে না। এরপরও যদি তোমাদের সংশয় হয় তাহলে জেনে রাখ তোমাদের রব অন্ধ নন। আর তোমাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত তােমাদের রবকে দেখতে পারবে না।
حدثنا بقية عن بحير بن سعد عن خالد بن معدان حدثنا عمرو بن
الأسود عن جنادة بن أبي أمية أنه حدثهم
عن عبادة بن الصامت رضى الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إني قد حدثتكم عن الدجال حتى خشيت أن لا تعقلوا
إن مسيح الدجال رجل قصير أفحج جعد أعور مطموس العين ليست بناتئة ولا حجرا فإن التبس
عليكم فاعلموا أن ربكم ليس بأعور وإنكم لن تروا ربكم حتى تموتوا