আল ফিতন

ما يقدم إلى الناس في خروج الدجال

পৃষ্ঠা - ১৪৪৯
হযরত আবু কিলাবা থেকে বর্ণিত যে, তিনি বলেন আমি মানুষদেরকে এক ব্যাক্তির নিকট ভিড় জমাতে দেখলাম। মানুষ অনেক ভিড় করলো এমনকি আমি তার দিকে মুক্তি পেলাম। অতপর তার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। উত্তরে লোকজন বলল তিনি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন সাহাবী। অতপর আমি তাকে বলতে শুনলাম, নিশ্চই তোমাদের পরে একজন বড় মিথ্যাবাদী, ভ্রান্তকারী আসবে। আর তার মাথায় উপর থেকে কোকড়ানো কোকড়ানো হবে। আর সে নিশ্চই বলবে আমি তোমদের রব। অতপর যে বলবে তুমি মিথ্যা বলছ, তুমি আমাদের রব নও। বরং আল্লাহ তা’লাই আমাদের রব। আমরা তর উপরই ভরসা করি। আর আমরা তার দিকেই প্রত্যাবর্তন করবো। আমরা তোমার থেকে আল্লাহ তা’লার নিকট আশ্রয় পার্থনা করি। তাহলে তার উপর দাজ্জালের কোন কর্তৃত্ব থাকবে না।
حدثنا عبد الوهاب بن عبد المجيد عن
أيوب عن أبي قلابة قال
رأيت الناس قد ازدحموا على رجل فزاحمت الناس حتى خلصت
إليه فسألت عنه
فقالوا رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم فسمعته يقول
إن من بعدكم الكذاب المضل وإن رأسه من ورائه حبكا حبكا وإنه سيقول أنا ربكم فمن
قال كذبت لست بربنا ولكن الله ربنا عليه توكلنا وإليه أنبنا ونعوذ بالله منك فلا
سبيل له عليه