আল ফিতন

ما يروى في الأسكندرية وأطراف مصر ومواحيز في خروج الروم

পৃষ্ঠা - ১৪৪৫
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আমি আশা করি যে, আস্কান্দারিয়ার দিন না দেখা পর্যন্ত মৃত্য বরণ কররো না। তাকে বলা হলো আস্কান্দারিয়া কি বিজীত হয় নি? তিনি বললেন, না এটা আস্কন্দারিয়ার বিজয়ের দিন নয়। বরং তার বিজয় হলো যখন তার দিকে একশ নৌকা বা জাহাজ আসবে। এবং তার পরপরই আরো একশ নৌকা বা জাহাজ আসবে। এভাবে সাতশ পূর্ণ হবে। এভাবে একের পর এক আসবে। আর সেদিনই হবে তার (বিজয়) দিন। ঐ সত্বার কসম যার হাতে কা’বের জীবন সেদিন এমন যুদ্ধ হবে যে, মানুষের রক্ত ঘোড়ার পায়ের গোছার নিচে হবে।
حدثنا عبد الله بن مروان عن أرطاة
عن كعب قال وددت لا أموت حتى أشهد يوم الأسكندرية
قيل له أليس قد فتحت
قال ليس هذا يومها إنما يومها إذا جاءها مائة سفينة في أثرها مائة سفينة حتى
يتم سبع مائة وفي أثر ذلك مثل ذلك فذلك يومها والذي نفس كعب بيده لتقتتلن حتى يبلغ
الدم أرساغ الخيل
ما يقدم إلى الناس في خروج الدجال