আল ফিতন

ما يروى في الأسكندرية وأطراف مصر ومواحيز في خروج الروم

পৃষ্ঠা - ১৪৪২
হযরত আবু ফিরাস থেকে বর্ণিত যে, তিনি বলেন ইস্কান্দারিয়ায় আমরা একবার আব্দুল্লাহ ইবনে আমর এর সাথে ছিলাম। তখন তাকে বলা হলো মানুষ ভয় পাচ্ছে। অতপর তিনি তার অস্ত্র ও ঘোড়া সম্পর্কে আদেশ দিলেন। অতপর তার নিকট একজন লোক আসলো। এবং বলল, কোন দিক থেকে এই ভয়টা আসবে? তিনি বললেন, অনেক নৌকা যেটা দেখা যাবে কাবরাস এর দিক থেকে । অতপর বললেন আমার ঘোড়া থেকে পৃথক হও। তিনি বলেন আমরা বললাম আপনার সাথি আল্লাহ। আর মানুষ আরোহণ করেছে। অতপর তিনি বললেন, এটা ইস্কান্দারিয়ার যুদ্ধ নয়। কেননা সেটা আসবে আরবের আনতাবিলিসের দিক থেকে। অতপর আসবে একশ তারপর একশ এভাবে সাতশ পর্যস্ত।
حدثنا ابن وهب ورشدين جميعا عن ابن لهيعة عن عمران بن أبي
جميل عن أبي فراس قال
كنا عند عبد الله بن عمرو بالأسكندرية
فقيل له إن
الناس قد فزعوا
فأمر بسلاحه وفرسه فجاءه رجل فقال
من أين هذا الفزع
قال
سفين ترايت من ناحية قبرس
قال انزعوا عن فرسي
قال فقلنا أصلحك الله إن
الناس قد ركبوا
فقال ليس هذا بملحمة الأسكندرية إنما يأتون من نحو المغرب من
نحو أنطابلس فيأتي مائة ثم مائة حتى عد سبع مائة