আল ফিতন

ما يروى في الأسكندرية وأطراف مصر ومواحيز في خروج الروم

পৃষ্ঠা - ১৪৩৪
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্র্ণিত তিনি বলেন যখন তুমি আরবের সরদারদের মধ্য থেকে দুইজন সরদারকে রোমের দিকে পালাতে দেখবে তখন মনে রেখ সেটাই ইস্কন্দারিয়ার ঘটনার আলামত।
حدثنا الوليد بن مسلم ورشدين عن ابن لهيعة عن يزيد بن حبيب عن
أبي فراس
عن عبد الله بن عمرو قال إذا رأيت دهقانين من دهاقين العرب هربا إلى
الروم فذلك علامة وقعة الأسكندرية