আল ফিতন

ما بقي من الأعماق وفتح القسطنطينية

পৃষ্ঠা - ১৪২৮
হযরত যাররাহ তিনি আরতাত থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, মাহদী আ. ও রোমের অত্যাচারীদের মাছে এবটি চুক্তি হবে। সুফয়ানী হত্যার ও বিকারগ্রস্থের লুণ্ঠের পর। এমনকি তোমাদের ব্যবসা তাদের দিকে পরিবর্তিত হবে। এবং তাদের ব্যবসা তোমাদের দিকে। তারা তাদের জাহাজ তৈরীতে তিন বছর নিবে। অতপর মাহদী আ. ধ্বংশ করে দিবে। অতপর তার পরিবার থেকে এমন একটি ব্যক্তি তার মালিক হবে যে কম ন্যায় বিচার করবে। অতপর উহা চালাবে। অতপর তাকে হত্যা করা হবে। এবং তার আলোচনা শেষ হবে না। এমতবস্থায় রোম (সৈন্য) সুওর ও থেকে আসা পর্যস্ত স্থানে অবস্থান নিবে। আর সেটাই মালাহেম বা যুদ্ধ।
حدثنا الحكم بن نافع عن جراح
عن أرطاة قال
يكون بين
المهدي
وبين طاغية الروم
صلح
بعد قتله
السفياني ونهب كلب حتى يختلف تجاركم إليهم وتجارهم إليكم ويأخذون
في صنعة سفنهم ثلاث سنين
ثم يهلك المهدي
فيملك رجل من أهل بيته
يعدل قليلا ثم يجور
فيقتل قتلا ولا ينطفي ذكره
حتى ترسى الروم فيما بين صور إلى عكا
فهي الملاحم