আল ফিতন

ما بقي من الأعماق وفتح القسطنطينية

পৃষ্ঠা - ১৩৯৬
হযরত আউফ ইব্নে মালেক আল-আশজাঈ রাযিঃ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেন, ৬ষ্ঠ ফিতনা হবে মূলতঃ যুদ্ধবিরতী চুক্তির মাধ্যমে। যা তোমাদের এবং রোমানদের মাঝে সংগঠিত হবে। অতঃপর তারা আশি দলে বিভক্ত হয়ে তোমাদের দিকে আগিয়ে আসবে। সাহাবায়ে কেরাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাঃ গায়াহ কি জিনিস, জবাবে রাসূলুল্লাহ সাঃ বলবেন গায়াহ হচ্ছে, ঝান্ডার নাম। প্রত্যেক ঝান্ডার অধীনে বার হাজার করে সৈন্য থাকবে।
حدثنا الوليد وبقية بن الوليد وأبو المغيرة والحكم بن نافع
عن صفوان بن عمرو عن عبد الرحمن بن جبير بن نفير عن أبيه
عن عوف بن مالك
الأشجعي قال قال رسول الله صلى الله عليه وسلم
الفتنة السادسة
هدنة
تكون بينكم وبين بني الأصفر فيسيرون
إليكم على ثمانين غاية
قلت وما الغاية
قال الراية تحت كل راية اثنا عشر
ألفا