আল ফিতন

ما بقي من الأعماق وفتح القسطنطينية

পৃষ্ঠা - ১৩৭৮
হযরত আলী ইবনে রবাহ রহঃ থেকে বর্ণিত, তিনি বলেন, আজলান নামক স্থানে হযরত আব্দুল্লাহ ইব্্নে আমর ইবনুল আ’স রাযিঃ তার ক্ষেতে কাজ করাকালীন ফিলিস্তিনের কায়সারিয়া এলাকার পার্শ্বে থাকা অবস্থায় তার কাছে ঘোড়ার উপর আরোহন করতঃ একেবারে ধুসরিত অবস্থায় একজন লোক আসে, তার নিজের তলোয়ারে চুমো খেয়ে বলে উঠলো, লোকজন আতংকগ্রস্থ হয়ে পড়েছে, সে কায়সারিয়া যুদ্ধে শরীক হতে আশাবাদি। তিনি বললেন, সেটা তো আমার বা তোমার যুগে হবে না। যতক্ষণ না জালেম এক শাসককে মিশরের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত না দেখবে। অতঃপর গণ আন্দোলনের মুখে যে রোমের দিকে পলায়ন করবে। অতঃপর কিছুদিন যেতে না যেতেই সে রোমানদের সহায়তায় মিশরের উপর আক্রমন করে বসবে। এটিই হবে সর্বপ্রথম যুদ্ধ।
حدثنا الوليد عن ابن لهيعة عن يزيد
بن أبي حبيب عن علي بن رباح قال
بينما عبد الله بن عمرو في مزرعته بالعجلان إلى
جانب قيسارية فلسطين إذ مر به رجل مغبر على فرسه مستلما في سلاحه يخبره أن الناس قد
فزعوا يرجو أن يشهد ملحمة قيسارية
فقال إن ذلك ليس في زماني ولا زمانك حتى ترى
رجلا من أبناء الجبابرة بمصر يغلب على سلطانه فيفر إلى الروم فيجيء بالروم فذلك أول
الملاحم