আল ফিতন

ما بقي من الأعماق وفتح القسطنطينية

পৃষ্ঠা - ১৩৭৭
হযরত কা’ব রহঃ থেকে বর্ণিত, তিনি বলেন, যদি তিনটি বিষয় না হতো তাহলে আমি জীবিত থাকা পছন্দই করতামনা। তার মধ্যে একটি হচ্ছে, বড় যুদ্ধ, যেহেতু সেদিন আল্লাহ আল্লাহতাআলা প্রত্যেক অস্ত্রধারী লোকের উপর কাপুরুষতা অবলম্বন করাকে হারাম করে দিয়েছেন। তখন কেউ যদি তার তলোয়ারের উপরের অংশ ধারা শত্রুর আঘাত করে তাহালেও সে শত্রু দ্বিখন্ডিত হয়ে যাবে।
দ্বিতীয় হচ্ছে, কাফেরদের একটি শহরকে জয় করা। কেননা এশহর জয় করা ছাড়া অন্যগুলো একেবারে নগন্য মনে হবে, যেগুলো যতবড় যুদ্ধই হোক না কেন।
حدثنا أبو أيوب عن أرطاة عن المفرح بن محمد وشريح ابن عبيد
عن كعب قال لولا
ثلاث لأحببت ألا أحيا إحداهن الملحمة العظمى فإن الله تعالى يحرم فيها يومئذ على كل
حديدة أن تجبن ولو ضرب رجل بسفود لقطع
والأخرى لولا أن أشهد فتح مدينة الكفر
وإن دون فتحها لصغار وهوان كبير