আল ফিতন

ما بقي من الأعماق وفتح القسطنطينية

পৃষ্ঠা - ১৩৬২
বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইব্্নে আমর ইবনুল আ’স রাযিঃ থেকে বর্ণিত, তিনি বলেন, ইলিয়া নামক এলাকার অলি-গলিতে রোমানদের হৃদয়ে মারাত্মকভাবে কম্পন সৃষ্টি হবে। বর্ণনাকারী বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আ’স রাযিঃ কে বললাম, সেটা কি প্রথমে একবার ধ্বংস হয়ে যায়নি। তিনি জবাব দিলেন হ্যাঁ, ফলে তাদের কোনো যাতায়াতের রাস্তা থাকবেনা। তিনি বলেন, রোমানরা বলবে, এটা ঐসময় পর্যন্ত চলবে, যতক্ষণ না তোমাদের পর্বতের বিভিন্ন অংশ থেকে খেতে থাকবে। অতঃপর তোমাদের খতীব দাড়িয়ে যাবে। এরপর তোমাদের কতক লোক বলবে, তোমরা কিছুক্ষণ ধৈর্য্যধারন করতে হবে এবং কিছু সময়ের জন্য তোমরা একটু পিছু হটতে থাকবে, যতক্ষণ না তোমাদের পতাকা দেখতে পাবে। আবার তোমাদের কেউ কেউ বলবে, বরং দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এগিয়ে যাও। যতক্ষণ না আল্লাহ তা’আলা আমাদের এবং তাদের মাঝে সিদ্ধান্ত গ্রহণ না করবেন। তোমাদের একদল বের হয়ে যাবে এবং আরেকদল তাদের প্রতি এগিয়ে এসে পানি বিশিষ্ট একটি এলাকায় এসে যুদ্ধ করবে। তার কথা শুনে আমি বললাম, আমি এমন এক এলাকা সম্বন্ধে জানি যেখানে কোনো পানি নেই, তবে সেখানে একটি নদী রয়েছে। একথা শুনে তিনি বললেন, আল্লাহ তাআলা যদি তাকে প্রকাশ করতে চান তাহলে অবশ্যই প্রকাশ করবেন, তিনি বলেন, অতঃপর আল্লাহ তা’আলা তাদেরকে পরাজিত করবেন। এভাবে তারা চলতে থাকবে, কেউ কাউকে পরাজিত করতে পারবেনা এবং সেদিন খচ্চর সহ অনেক পশুর দাম বৃদ্ধি পেয়ে যাবে। অথচ ইতিপূর্বে এমন বৃদ্ধি কোনো সময় হয়নি। এক পর্যায়ে তারা একটি শহরে প্রবেশ করবে এবং দিনের মধ্যে একটি দল চলে গেলেও অন্য দল বাকি থাকবে। অতঃপর ঐ শহরও তারা জয় করবে এবং প্রত্যেক বাহিনী নিজেদের সামনের দিকে চলতে থাকবে।
حدثنا رشدين عن ابن لهيعة عن بكر بن سوادة أن جندبا حدثه عن الحارث بن
حرمل قال
سمعت عبد الله بن عمرو يقول
لتخفقن جعاب الروم في أزقة إيلياء
قال قلت
لعبد الله بن عمرو ليس قد أخربت مرة
قال نعم حتى لا يكون لهم من الريف مجرى
سكة
قال يقول الروم حتى متى يأكل هؤلاء من أطراف ريفكم
قال فيقوم خطباؤكم
فيقول بعضكم اصبروا واستأخروا عن عدوكم حتى تروا رأيكم ويقول بعضكم بل تقدموا عليهم
حتى يقضي الله بيننا وبينهم فيذهب منكم طائفة ويقبل إليهم طائفة فيقتتلون بوادي فيه
نهر ماء
فقلت أنا قد عرفت الوادي فليس فيه ماء إلا أن به نهرا
قال إذا شاء
الله أن يظهره أظهره قال فيهزمهم الله
قال فيسيرون لا يردهم أحد و
تغلوا البغال
يومئذ غلاء
لم تغل قط ولا تغلوا أبدا
حتى يبلغوا المدينة
وقد ذهب النهار منها
بطائفة ويبقى طائفة فيفتحونها ويأخذ كل قوم على جهتهم