আল ফিতন

ما بقي من الأعماق وفتح القسطنطينية

পৃষ্ঠা - ১৩৫৪
হযরত উমাইর ইবনে মালেক রহঃ থেকে বর্ণিত তিনি বলেন, আমরা একদিন হযরত আব্দুল্লাহ ইব্নে আমর ইবুনুল আস রাযিঃ এর নিকট ইস্কান্দরিয়া এলাকায় উপস্থিত ছিলাম। সেখানে কুস্তুনতুনিয়া এবং রোমান এলাকার বিজয় নিয়ে আলোচনা করা হলে কেউ কেউ বললেন কুস্তুনতিনিয়া এলাকা গ্রীকের আগে জয় করা হবে, আবার কেউ বলেন, না গ্রীক আগে বিজয় করা হবে, এরপর হবে কুস্তুনতুনিয়া, এসব শুনে হযরত আব্দুল্লাহ ইব্নে আমর ইবনুল আ’স রাযিঃ একটি বাক্স আনতে বললেন, যার মধ্যে লিখিত কিছু কাগজপত্র ছিল। এসব দেখে তিনি বললেন গ্রীকের পূর্বে কুস্তুনতিনিয়া জয় করা হবে। এরপর মূলতঃ রোম বিজয় করা হবে। না হলে আমি আব্দুল্লাহ ইব্নে আমর ইবনুল আ’স মিথ্যাবাদিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একথা তিনি তিনবার বলেছেন।
حدثنا ابن وهب عن ابن لهيعة عن أبي قبيل عن
عمير ابن مالك قال
كنا عند عبد الله بن عمرو بن العاص بالأسكندرية يوما فذكروا
فتح القسطنطينية ورومية
فقال بعض القوم تفتح القسطنطينية قبل رومية
وقال
بعضهم تفتح رومية قبل القسطنطينية فدعا عبد الله بن عمرو بصندوق له فيه
كتاب
فقال تفتح القسطنطينية قبل
رومية ثم تغزون رومية بعد القسطنطينية فتفتحونها وإلا فأنا عبد الله من الكاذبين
يقولها ثلاث مرات