আল ফিতন

ما بقي من الأعماق وفتح القسطنطينية

পৃষ্ঠা - ১৩৫৩
হযরত আবু কুবাইল রহঃ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু ফাররাস, মুসানুসাইর এবং আযাজ ইব্্নে উকরা রহঃ এক স্থানে জমায়েত হয়ে কুস্তুনতিনিয়া এবং সেখানে স্থাপিত মসজিদ সম্বন্ধে আলোচনা করেছেন। হযরত মুসা ইব্নে নূসাইর বলেন, নিঃ সন্দেহে আমি সে স্থান সম্বন্ধে অবগত। হযরত আযাজ ইব্নে উকরা রহঃ বলেন, উভয় দলের প্রত্যেকে আমাকে কথাটির কথা বলেছে, অতঃপর তিনি বলেন তোমরা উভয়দলই সঠিক কাজ করবে। হাদীস বর্ণনাকারী আবু ফাররাস বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আ’মকে বলতে শুনেছি, নিশ্চয় তোমরা কুস্তুনতুনিয়া এলাকাটিতে মোট তিনবার যুদ্ধ করবে। প্রথমবার হবে বিভিন্ন ধরনের বালা-মসিবতের মাধ্যমে, দ্বিতীয় দফা হবে চুক্তির মাধ্যমে। এমনকি সেখানে মুসলমানরা একটি মসজিদও প্রতিষ্ঠা করবে এবং অন্য এলাকায় যুদ্ধ করে নিরাপদে কুস্তুনতুনিয়া ফিরে আসবে। তৃতীয় দফা যুদ্ধের মাধ্যমে যেটা আল্লাহ তাআলা জয় করার ব্যবস্থা করবেন। মূলতঃ কুস্তুনতুনিয়া জয় হবে তাকবীরের মাধ্যমে। অতঃপর তার এক তৃতাংশ ধুলিস্যাৎ হয়ে যাবে, আরেক তৃতাংশ আল্লাহ তাআলাা জ্বালিয়ে-পুড়িয়ে দিবেন, অন্য এক তৃতাংশের সম্পদকে তোমরা নিজেদের মাঝে সমান ভাগে বন্টন করবে।
حدثنا ابن وهب عن ابن
لهيعة عن أبي قبيل
قال اجتمع أبو فراس مولى عمرو بن العاص وموسى بن نصير وعياض
بن عقبة وذكروا فتح القسطنطينية وذكروا المسجد الذي يبنى فيها
فقال أبو فراس
إني لأعرف الموضع الذي يبنى فيه
وقال موسى بن نصير إني لأعرف ذلك الموضع
فقال عياض بن عقبة يضع كل واحد منكما حديثه في أذني فأخبراه
فقال أصبتما
كلاكما
قال أبو فراس سمعت عبد الله بن عمرو بن العاص يقول إنكم
ستغزون
القسطنطينية ثلاث
غزوات
فأما أول غزوة فتكون بلاء
وأما الثانية فتكون صلحا حتى
يبني المسلمون فيها مسجدا ويغزون من وراء القسطنطينية ثم يرجعون إلى القسطنطينية
وأما الثالثة فيفتحها الله عليكم بالتكبير فيخرب ثلثها ويحرق الله ثلثها
وتقسمون الثلث الباقي كيلا