আল ফিতন

ما بقي من الأعماق وفتح القسطنطينية

পৃষ্ঠা - ১৩২৫
বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযিঃ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেছেন, আল্লাহ তা’আলা এ পৃথিবী সৃষ্টি করার পরে আসমানের নিচে সর্বপ্রথম এবং সকলের চেয়ে উত্তম যাকে হত্যা করা হয়েছে, সে হচ্ছে হাবিল ইব্নে আদম, যাকে তার ভাই কাবিল জুলুমের মাধ্যমে হত্যা করেছে। এরপর হচ্ছেন ঐসকল আম্বিয়ায়ে কেরাম যাদেরকে সেসব উম্মতের প্রতি প্রেরণ করা হয়েছিল তারা হত্যা করেছে। যখন তারা তাদের উম্মতকে একথা বলেছেন, আমাদের সকলের প্রভূ হচ্ছেন, আল্লাহ তা’আলা তোমরা সকলে তার ডাকে সাড়া দাও।
এরপর হচ্ছেন, ফেরআউনের পরিবারের মু’মিন লোকজন, এরপর হচ্ছেন, সুরায়ে ইয়াসিনে উল্লেখকৃত হওয়ারী। অতঃপর হযরত হামযা রাযিঃ এরপর বদর যুদ্ধে শহীদ হওয়া সাহাবায়ে কেরাম। অতঃপর ঔহুদ যুদ্ধে শহিদ হওয়া সাহাবায়ে কেরাম। তারপর হুদায়বিয়ার শহীদগণ, অতঃপর আহযাব যুদ্ধের সাহাবাগণ এরপর হুনাইন যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম। এরপর রসূলুল্লাহ সাঃ এর ইন্তিকালের পর যাদেরকে খারেজীগণ হত্যা করবে। যে খারেজীগন মারাত্মক অপরাধের কাজে জড়িত ছিল। এরপর আল্লাহ্র রাস্তায় যুদ্ধরত মুজাহিদগণের যে কেউ হতে পারে। অতঃপর রোম বাহিনীর সাথে যুদ্ধ সংগঠিত হবে। উক্ত যুদ্ধে শহীদ হওয়া লোকজন বদর যুদ্ধে শহীদ হওয়া সাহাবায়ে কেরামের সমতুল্য হবে। এরপর তুর্কীদের সাথে যুদ্ধ হবে, তাদের শহীদগণ ওহুদ যুদ্ধের শহীদগণের সমতূল্য হবে। অতঃপর দাজ্জালের সাথে ব্যাপক যুদ্ধ হবে। সেই যুদ্ধের শহীদগণ হবে হুদাইবিয়ার শহীদগণের সমতুল্য। এরপর হবে ইয়াজুজ-মাজুজের সাথে যুদ্ধ, উক্ত যুদ্ধে যারা শহীদ হবেন তারা আহযাবের শহীদের সমতুল্য হবে। এরপর হবে ব্যাপক যুদ্ধ যার শহীদগণ হবেন হুনাইনের শহীদের সমপরিমান হবে। এসব যুদ্ধের পর মুসলমানদের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো যুদ্ধ আর হবেনা।
حدثنا مسلمة بن علي الدمشقي عن عبد الله بن
السائب عن أبي مدلج
عن عبد الله بن عمرو رضى الله عنهما قال قال رسول الله صلى
الله عليه وسلم
خير قتلى قتلت
تحت ظل السماء مذ خلق الله تعالى خلقه أولهم هابيل
الذي قتله قابيل اللعين ظلما ثم قتلى الأنبياء الذين قتلهم أممهم المبعوثة إليهم
حين قالوا ربنا الله ودعوا إليه ثم مؤمن آل فرعون ثم
صاحب ياسين
ثم حمزة بن عبد
المطلب ثم قتلى بدر ثم قتلى أحد ثم قتلى الحديبية ثم قتلى الأحزاب ثم قتلى حنين ثم
قتلى تكون من بعدي يقتلهم خوارج مارقة فاجرة ثم أرجع يدك إلى ما شاء الله من
المجاهدين في سبيله حتى تكون
ملحمة الروم قتلاهم كقتلى بدر
ثم تكون
ملحمة الترك
قتلاهم كقتلى يوم أحد
ثم
ملحمة الدجال قتلاهم كقتلى يوم الحديبية
ثم
ملحمة يأجوج
ومأجوج قتلاهم كقتلى يوم الأحزاب
ثم
ملحمة الملاحم
قتلاهم كقتلى يوم حنين ثم لا
يكون بعد ذلك ملحمة في الإسلام لأهلها فيها إلى يوم ينفخ في الصور