আল ফিতন

الأعماق وفتح القسطنطينية

পৃষ্ঠা - ১২৫৫
হযরত কা’ব রহঃ থেকে বর্ণিত, মুসলমানদের ইমাম বায়তুল মোকাদ্দাসে অবস্থান করাকালীন মিশর ও ইরাকের বাসিন্দাদের নিকট সাহায্য চেয়ে অনেক লোক পাঠাবেন। কিন্তু তারা কেউ সাহায্য করবেনা। বুরাইদা হিম্্সের একটি শহরে পৌঁছলে সেখানে দেখতে পায় যে, অনারব ও রোমানরা সে শহরের নারী-শিশুকে অবরুদ্ধ করে রেখেছে। তার কাছে এটা খুবই মারাত্মক একটা ঘটনা মনে হল। যার ফলে সে উপস্থিত মুসলমানদের সাথে নিয়ে আ’কা নগরীতে কাফেরদের গতিরোধ করে এবং উভয় দলের মাঝে তীব্র যুদ্ধ সংগঠিত হয়। আল্লাহ তাআলা কাফেরদের পরাজিত করবেন। তাদেরকে ধাওয়া করতে করতে তাদের শহর পর্যন্ত নিয়ে যাবে এবং হিম্স পৌঁছে সেটাও কাফেরদের হাত থেকে মুক্ত করবে।
حدثنا الوليد عن الأوزاعي
عن كعب قال يكون
إمام
المسلمين ببيت المقدس
فيبعث إلى مصر وأهل العراق يستمدهم ولا يمدون
ويمر بريده
بمدينة حمص
فيجد عجمها قد أغلقوا
على من فيها من ذراري المسلمين فيعظمه ذلك
فيسير
بمن حضره من المسلمين حتى
يلقاهم بسهلة عكا
فيقاتلهم فيهزمهم الله ويطلبهم المسلمون
حتى يلحقونهم ببلادهم ويسير إلى
حمص
فيفتحها الله على يديه