আল ফিতন

ما يكون بحمص في ولاية القحطاني وبين قضاعة واليمن وبعد المهدي

পৃষ্ঠা - ১২৪০
হযরত কা’ব রাযিঃ থেকে বর্ণিত, তিনি বলেন, কাহতানীর রাজত্বকালীন হিমইয়ার ও হিম্স নগরীতে তীব্র যুদ্ধ সংগঠিত হবে। তখন হিম্্স এলাকার গভর্নর থাকবে কিন্দাহ এলাকার একজন লোক। তাকে কুজাআহ নামক একলোক হত্যা করবে এবং তার কর্তিত মাথাটি মসজিদের পার্শ্বে একটি গাছের সাথে লটকিয়ে রাখা হবে। এ কাজটি দেখে হিমইয়ারবাসীরা খুবই রাগান্বীত হবে এবং তাদের মাঝে এত মারাত্মক যুদ্ধ হবে যার কারণে প্রত্যেকে মসজিদের পার্শ্বে থাকা ঘরের দেয়াল ভেঙ্গে ফেলবে, যাতে করে যুদ্ধের কাতার প্রসস্থ করা যায়। ঐ সময় পশ্চিমাদের জন্য ধ্বংস ডেকে আনবে। তখনই তারা হিম্স নগরীতে গিয়ে পৌছঁবে। অতঃপর ইয়ামানের নিকৃষ্টতম গোত্রের মাঝে আশ্বস্থতা নেমে আসবে, কেননা তারা হবে এদের প্রতিবেশি।
حدثنا ابو المغيرة عن ابن عياش قال حدثني المشيخة
عن
كعب قال في ولاية القحطاني تقتتل قضاعة
بحمص
وحمير وعليها يومئذ
رجل من كنده
فتقتله
قضاعة وتعلق رأسه في شجرة في المسجد فتغضب له حمير فيقتتلون بينهم قتالا شديدا حتى
تهدم كل دار عند المسجد كي تتسع صفوفهم للقتال فعند ذلك يكون الويل للشرقي من
الغربي وعند ذلك بحمص فتكون أشقى قبائل اليمن بهم السكون لأنهم جيرانهم