আল ফিতন

ما يكون بعد المهدي

পৃষ্ঠা - ১২০৩
বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইব্নে আব্বাস রাযিঃ থেকে বর্ণিত, তিনি এরশাদ করেন, তার কাছে সর্বমোট বারোজন খলীফার নাম উল্লেখ করা হয়েছে। এইসব খলীফার পর শাসক ও বাদশাহ্্রা দেশ পরিচালনা করবেন। হযরত আব্দুল্লাহ ইব্্নে আব্বাস রাযিঃ বলেন, আল্লাহর কসম! এরপর খেলাফতে দায়িত্বপ্রাপ্ত হবেন, সিফাহ্্, মানসুর এবং মাহদি। উক্ত মাহ্দিই খেলাফতের দায়িত্ব হযরত ঈসা ইব্্নে মারইয়াম আঃ এর হাতে দিয়ে যাবেন।
حدثنا الوليد وغيره عن عبد الله بن أبي عتبة عن المنهال ابن عمرو عن
سعيد بن جبير
عن ابن عباس رضى الله عنه أنهم ذكروا عنده إثني عشر خليفة ثم
الأمير
فقال ابن عباس والله إن منا بعد ذلك السفاح والمنصور والمهدي يدفعها إلى
عيسى بن مريم