আল ফিতন

ما يكون بعد المهدي

পৃষ্ঠা - ১১৬৪
হযরত রাযিঃ থেকে বর্ণিত, তিনি বলেন, ঐ শাসক অনেক হায়াত পাবেন এবং জুলুমÑনির্যাতন করতে থাকবেন, শেষ সময়ে এসে তা প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করে নিবেন তার এবং তার সাথে থাকা লোকজন অঢেল সম্পদের মালিক হবে। তাদের পরিত্যক্ত সম্পদ হবে সকল মুসলমানের সম্পদ সমতূল্য। সে প্রসিদ্ধ সুন্নাতগুলোকে রহিত করতঃ নতুন এমন কিছু বেদআতের আহবান জানাবে যা ইতিপূর্বে ছিলনা। যিনা ব্যাপকতা লাভ করবে এবং প্রকাশ্যভাবে শরাব পান করা হবে। ওলামায়ে কেরামের সংখ্যা হ্রাস পেতে থাকবে। এমনকি একলোক ঘোড়ার উপর সওয়ার হয়ে বিভিন্ন শহর ঘুরে এমন কোন লোক পাবেনা যে একটি হাদীস বর্ণনা করতে পারে। ইসলাম তার প্রাথমিক অবস্থার ন্যায় দূর্বল আকার ধারণ করবে। সেদিন দ্বীনের উপর অটল থাকা আগুনের উত্তপ্ত কয়লা হাতে নেয়ার মত কঠিন হবে। তার নির্দেশ মত জনৈকা মহিলাকে স্বাজসজ্জা করানোর পর স্বর্ণের নুপুর পরিধান করানো হবে এবং পেট-পিট খোলা এমন পোশাক পরিধান করিয়ে পুলিশের বেষ্টনিতে শহরে ঘুরানো হবে। এ সম্বন্ধে কেউ মুখ খুললে তার গর্দান উড়িয়ে দেয়া হবে।
قال الوليد وأخبرني جراح
عن أرطاة فيطول عمره ويتجبر ويشتد حجابه في آخر زمانه وتكثر أمواله وأموال من
عنده حتى يصير مهزولهم كسمين سائر المسلمين ويطفىء سننا قد كانت معروفة ويبتدع
أشياء لم تكن ويظهر الزنى وتشرب الخمر علانية يخيف العلماء حتى إن الرجل ليركب
راحلته ثم يشخص إلى مصر من الأمصار لا يجد فيها رجلا يحدثه بحديث علم ويكون الإسلام
في زمانه غريبا كما بدأ غريبا فيومئذ المتمسك بدينه كالقابض على الجمرة وحتى يصير
من أمره أن يرسل بجارية في الأسواق عليها بطيطان من ذهب يعني الخفين ومعها شرط
عليها لباس لا يواريها مقبلة ومدبرة ولو تكلم في ذلك رجل كلمة صربت عنقه