আল ফিতন

ما يكون بعد المهدي

পৃষ্ঠা - ১১৪৬
হযরত আব্দুর রহমান ইব্্নে কায়স ইব্নে জাবের আস্্ সাদাফি রহঃ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাঃ এরশদ করেন, অতিসত্ত্বর আহলে বায়তের একজন লোক খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে, তিনি গোটা পৃথিবী ইনসাফে পরিপূর্ণ করে দেন, যেমন ইতিপূর্বে জুলুম-নির্যাতনে পরিপূর্ণ ছিল। এরপর জনৈক কাহতানী আমীর নিযুক্ত হবেন। কসম সে সত্ত্বার যিনি আমাকে হক্ব নিয়ে পাঠিয়েছেন, উক্ত কাহতানী পূর্বের শাসক থেকে খুবই নি¤œ মানের হয়ে থাকে।
حدثنا ابن لهيعة عن عبد الرحمن بن قيس بن جابر الصدفي
أن رسول
الله صلى الله عليه وسلم قال سيكون من أهل بيتي رجل يملأ الأرض عدلا كما ملئت جورا
ثم يجيء بعده القحطاني والذي بعثني بالحق ما هو دونه