আল ফিতন

ما يكون بعد المهدي

পৃষ্ঠা - ১১৩৭
হযরত কা’ব রহঃ থেকে বর্ণিত, তিনি এরশাদ করেন, দুই নদীর মাঝামাঝি এলকায় ইয়ামানবাসীদের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে। এক পর্যায়ে যে এবং তার সাথে থাকা লোকজনকে আল্লাহ তাআলা পরাজিত করবেন। পশ্চিমাদের মাঝে এক প্রকার হত্যা আতঙ্ক বিরাজ করবে। তারা নদীর কিনারায় চলতে থাকলে পরাজিত হওয়ার সংবাদ প্রাপ্ত হবে। তাদের অশ্বরোহীর ইয়ামানের দিকে গিয়ে দুই নদীর মাঝামাঝি স্থানে ছাউনি ফেলবে। আল্লাহ তাআলা তাকে এবং তার সাথে থাকা লোকজনের প্রসিদ্ধি করাবেন। সকলে এক কালিমার উপর চুক্তি সম্পাদন করতঃ তারা সামনের দিকে এগিয়ে যেতে যেতে শাম নগরীতে গিয়ে উপনীত হবে। সেখানে এক নেককার লোকের নেতৃত্বে কিছুদিন অবস্থান করবে। এরপর কায়স গোত্রের লোকজন তাদের উপর হামলা করলে তাদেরকে ইয়ামানবাসীরা হত্যা করবে। সকলে মনে করবে কায়স গোত্রের আর কেউ যেন বেঁচে নেই। অতঃপর ইয়ামানীদের জনৈক লোক দাড়িয়ে বলবে, আল্লাহ-আল্লাহ তোমাদের ভাই। এভাবে কিছুদিন যাওয়ার পর কায়সগোত্রের অবশিষ্ট লোকজন সফর করতে করতে দুই নদীর মাঝামাঝি এলাকায় পৌঁছে যাবে। সেখানে তাদের স্বগোত্রীয় অনেকে এসে জমায়েত হবে এবং বনু মাখযুসের একজনকে তাদের আমীর নিযুক্ত করা হবে। অন্যদিকে ইয়ামানের সেই আমীর মৃত্যুবরণ করলে কায়স বংশের লোকজন খুব খুশি হবে। কায়স গোত্রের সরদার মাখযুমী তার দলবল নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে ফুরাত নদী পাড়ি দেয়া শেষ হলে সেই মাখযুমী মারা যাবে। যার কারণে ইয়ামানীরা এক এলাকায় অবস্থান করবে এবং কায়স গোত্রের লোকজন অন্যদিকে অবস্থান করবে। এ অবস্থা দেখে মাওয়ালীরা খুবই ক্ষুদ্ধ হবে। অবশ্যই এরা হবে সংখ্যায় অনেক বেশি। তারা বলবে চলুন দ্বীনদার একজনকে আমাদের আমীর নিযুক্ত করি। অতঃপর ইয়ামান, মুজার এবং মাওয়ালীদের একেকটি দল বায়তুল মোকাদ্দাসের দিকে প্রেরণ করবে। অতঃপর তারা কিতাবুল্লাহর তিলাওয়াত করে কল্যান কামনা করতে থাকবে। তারা মাওয়ালীদের একজন তাদের আমীর নিযুক্ত করতঃ ফিরে আসবে। শাম নগরী এবং তাদের লোকজনের জন্য ঐ লোকের রাজত্ব ধ্বংস ডেকে আনবে। অতঃপর তারা যুদ্ধের উদ্দেশ্যে মুজার এলাকার দিকে যেতে থাকবে। তবে পূর্বদিকের জনৈক লোক এগিয়ে আসবে, সে লোক হবে খুবই লম্বা এবং মোটাসোঁটা তার সাথে যার দেখা হবে তাকে হত্যা করবে এক পর্যায়ে বায়তুল মোকাদ্দাসে প্রবেশ করবে। হঠাৎ তার উপর একটি জানোয়ার চড়াও হলে মারা যাবে। যার কারণে পৃথিবী আবারো অনাচারে পরিপূর্ণ হয়ে যাবে। এরপর মুজার গোত্রের আরো একজন লোক আমীর নিযুক্ত হবে, যাকে কতিপয় ভালো লোকজন হত্যা করতে সামর্থ্য হবে। এরপর মুজারী, আম্মানী, কাহতানী গোত্রের জনৈক লোক আমীর হবে। যে মূলতঃ মাহদি চরিত্রে চরিত্রবান হবে এবং তার হাতে রোমানদের শহর জয় হবে। লেখক আবু আব্দুল্লাহ নুআঈম রহঃ বলেন, তিনি এক্্লা নামক এক গ্রাম থেকে বের হয়ে আসবেন, যে গ্রামটি সানা নামক শহর থেকে এক মারহালা পিছনে অবস্থিত, তার পিতা কুরাশি হলেও মাতা হবেন ইয়ামানী।
حدثنا الوليد بن مسلم عمن حدثه
عن كعب قال يقاتل أهل
اليمن قتالا شديدا فيما بين النهرين فيهزمه الله ومن معه فما يروع أهل المشرق ومن
معه إلا بالقتلى يطفون على النهر فيعلمون بهزيمتهم فيقبل راكبهم إلى اليمن وهم نزول
بين النهرين فيظهره الله تعالى ومن معه فيصلح أمر الناس وتجتمع كلمتهم هنية ثم
يسيرون حتى ينزلوا الشام ويمكثون زمانا في ولاية صالحة ثم يثور بهم قيس فيقتلهم أهل
اليمن حتى يظن الظان أن لم يبق من قيس أحد ثم يقوم رجل من أهل اليمن فيقول الله
الله في إخوانكم الله والبقية فتسير قيس فيمن بقى منها حتى ينزلوا بين النهرين
فيجمعوا جمعا عظيما فيولون أمرهم رجلا من بني مخزوم ثم يموت والي اليمن فتفرح قيس
بموته فيسير المخزومي حتى إذا جاز آخرهم الفرات مات المخزومي
فيصير اليمن
على حده وقيس على حده فيغضب الموالي عن ذلك وهم أكثر الناس يومئذ فيقولون هلموا
نولي رجلا من أهل الدين فيبعثون رهطا من أهل اليمن ورهطا من مضر ورهطا من الموالي
إلى بيت المقدس فيتلون
كتاب
الله
تعالى ويسألونه الخيرة فيرجع أولئك الرهط وقد ولوا رجلا من الموالي فويل للناس
بالشام وأرضها من ولايته فيسير إلى مضر يريد قتالهم ثم يسير رجلا من أهل المغرب رجل
طويل جسيم عريض ما بين المنكبين فيقتل من لقي حتى يدخل بيت المقدس فتصيبه الدابة
فيموت موتا فتكون الدنيا شر ما كانت ثم يلي من بعده رجل من [ أهل ] مضر يقتل أهل
الصلاح ملعون مشؤم ثم يلي من بعده
المضري العماني القحطاني يسير بسيرة أخيه المهدي
وعلى يديه تفتح مدينة الروم
قال أبو عبد الله نعيم يخرج من قرية يقال لها يكلا
خلف صنعاء بمرحلة أبوه قرشي وأمه يمانية