আল ফিতন

نسبة المهدي

পৃষ্ঠা - ১০৯৭
হযরত আব্দুল্লাহ ইব্্নে ওমর রাযিঃ থেকে বর্ণিত, তিনি একদিন ইবনুল হানাফিয়াকে বললেন, তোমরা যে ভাবে মাহদি বলে থাক সেটা কেমন? জবাবে তিনি বলেন, কোনো মানুষ ভালো হলে এবং তার স্বভাব-চরিত্র উন্নত মানের হলে তাকে ‘মাহদি’ বলা হয়। একথা শুনে হযরত ইবনে ওমর রাযিঃ খুবই নারাজ ও অসন্তুষ্ট হলেন।
حدثنا
ابن إدريس عن الأعمش عمن حدثه
عن ابن عمر أنه قال لابن الحنفية ما المهدي الذي
تقولون
قال كما يقول الرجل الصالح إذا كان الرجل صالحا قيل المهدي
فقال ابن
عمر قبح الله الحماقة كأنه أنكر قوله