আল ফিতন

سيرة المهدي وعدله وخصب زمانه

পৃষ্ঠা - ১০২২
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন মাহদী আলাইহিস সালাম রোমে যুদ্ধের জন্য সৈন্য পাঠাবেন। সেখানে দশজন বুদ্ধিমান জ্ঞানী দিবেন। যারা আন্তাকিয়ার এক গুহা থেকে তাবুতের সাকীনা খুজে বের করবে। যেটার ভিতর আল্লাহ তা’আলা মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাযিল করেছিলেন। এবং ঈসা আলাইহিস সালামের উপর ইঞ্জিল নাযিল করেছিলেন তা থাকবে। তিনি তাওরাত ওয়ালাদেরকে তাওরাত দ্বারা বিচার করবেন। এবং ইঞ্জিল ওয়ালাদের ইঞ্জিল দিয়ে বিচার করবেন।
حدثنا أبو يوسف المقدسي عن صفوان بن عمرو عن عبد الله بن بشر
الخثعمي
عن كعب قال المهدي يبعث بقتال الروم يعطي فقه عشرة
يستخرج تابوت
السكينة من غار بأنطاكية فيه التوارة
التي أنزل الله تعالى على موسى عليه السلام
والإنجيل
الذي أنزل الله تعالى على عيسى علسه السلام يحكم بين اهل التوراة بتوراتهم
وبين أهل الإنجيل بإنجيلهم