আল ফিতন

خروج المهدي من مكة إلى بيت المقدس والشام بعدما يبايع له وما يكون في

পৃষ্ঠা - ১০১১
হযরত যার ইবনে হাবস হতে বর্ণিত যে, তিনি হযরত আলী রাযিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছেন যে, আল্লাহ তা’আলা আমাদের থেকে এক ব্যক্তির মাধ্যমে যুদ্ধ বিগ্রহ বিদীর্ণ করবেন। সে তাদের উপর ধস চাপিয়ে দিবে। সে তাদেরকে একমাত্র তরবারীই দিবে। সে নাশকতার জন্য তার কাধে নয় মাস তরবারী রাখবে। এমনকি লোকজন বলাবলি করবে যে, আল্লাহ তা’আলার কসম! এ ব্যক্তি হযরত ফাতেমা রাযিয়াল্লাহু আনহার বংশধর হতেই পারে না; যদি সে তার বংশধর হত তাহলে সে আমাদের উপর দয়াবান হত। আল্লাহ তা’আলা বনী আব্বাস ও বনী উমাইয়া দ্বারা তাকে লাগিয়ে দিবেন। (তার পতন ঘটাবেন।)
حدثنا أبو هارون عن عمرو بن قيس الملائي عن المنهال عن زر بن حبيش
سمع عليا رضى الله عنه يقول يفرج الله
الفتن
برجل منا يسومهم خسفا لا يعطيهم إلا السيف يضع السيف
على عاتقه ثمانية أشهر هرجا
حتى يقولوا والله ما هذا من ولد فاطمة
لو كان من ولدها
لرحمنا يغريه الله ببني العباس وبني أمية