আল বিদায়া ওয়া আন্নিহায়া

ثم دخلت سنة سبع وسبعين

من توفي فيها من الأعيان

পৃষ্ঠা - ৭১৬৮


এে

তাহলে আমাদের মধ্যে রয়েছেন হুসায়ন, বাতীন, কা বার এবং আমাদের মধ্যে আছেন
আমীরুল মু ’মিনীন শাবীব ৷

খলীফা আবদুল মালিকের প্রশ্নের উত্তরে লোকটি বলল, কবিতা আমি বলেছি বটে তবে
শেষাৎরু শ বলেছিলাম হে আমীরুল মুমিনীন! আমাদের

মধ্যে শাবীবও রয়েছে’ ৷ তার এই চাতৃর্যপুর্ণ ওমর পেশে খলীফা মুগ্ধ হলেন এবং তাকে ছেড়ে
দিলেন ৷ আল্লাহ্ই ভাল জানেন ৷

এই ৭৭ সনে উমাইয়া সেনাপতি মুহাল্লাব ইবন আবু সুফরাহ এবং আযারিকা সম্প্রদায়ভুক্ত
খাবিজীদের মধ্যে বহু যুদ্ধ সংঘটিত হয় ৷ এই পর্যায়ে খাবিজীদের নেতা ছিল কা৩ ৷রী ইবন
ফুজাআহ ৷ কাতারী নিজেও দুঃসাহসী ও বীর অশ্বারোহীছিল ৷ এই সনে কাতারীর অনুসারিগণ
ছএভঙ্গ হয়ে যায় এবং বিভিন্ন দিকে পালিয়ে যায় ৷ কিংন্নু কাতারী নিজে কোথায় হারিয়ে গিয়েছে
তার কোন হদিস পাওয়া যায়নি ৷ কারণ, সে সবার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ৷ অবশ্য
উমাইয়া বাহিনী এবং কাতারী বাহিনীর মধ্যে বহু যুদ্ধ সংঘটিত হয়েছিল যা উল্লেখ করতে
বিশাল ফিরিস্তির দরকার ৷ ইবন জারীর তার ইতিহাসগ্রন্থে এসবের বিশদ আলোচ্না করেছেন ৷

ইবন জারীর বলেন, এই সনে থােরাসানের শাসনকর্তা বুকায়ব ইবন বিশাহ সেখানকার
অপর প্রশাসক উমাইয়া ইবন আবদুল্লাহ ইবন খালিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ৷ বুকায়ব
বিশ্বাসঘাতক্তা করে জনসাধারণকে উমাইয়ার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে এবং তাকে হত্যা
করে ৷ বুকায়ব ও উমইিয়ার মধ্যে ইতিপুর্বে বহু যুদ্ধ-বিগ্রহ অনুষ্ঠিত হয়েছিল ৷ ইবন জারীর তার
ইতিহাসঃান্থে তা বিস্তারিত আলোচনা করেছেন ৷

এই হিজরীতে খারিজী নেতা শাবীব ইবন ইয়াযীদের মৃত্যু হয়; ইতোপুর্বে আমরা তা
আলোচনা করেছি ৷ শাবীব ছিল একজন দুরদর্শী, সাহসী ও অন্যতম ণ্তজস্বী পুরুষ ৷ সাহারা-ই-
কিরাম (রা) এরপর শাবীব, আশতার, তার পুত্র ইব্রাহীম, মুসআৰ ইবন যুবায়র, তার ভাই
আবদুল্লাহ ইবন যুবায়র, কাতারী ইবন ফুজ৷ আ প্রমুখ ব্যক্তিবর্গ ছাড়া তেমন তেজস্বী পুরুষ খুব
একটা দেখা যায়নি, আল্লাহ্ই ভাল জানেন ৷

এই সনে আরও যে সব বিশিষ্ট ব্যক্তিবর্গ ইনতিকাল করেন তাদের একজন হলেন কাহীর
ইবন সালত ইবন মাদীকারাব আল কিনদী ৷ তিনি একজন বয়ােবৃদ্ধ ব্যক্তি ছিলেন ৷ তার
সম্প্রদায়ের সকলে তাকে মান্য করত ৷ মদীনা শরীফে “আল মুসান্নাহ্” এলাকায় তার একটি
বড় বাড়ী ছিল ৷ কেউ কেউ বলেছেন যে, তিনি খলীফা আবদুল মালিকের যোগাযোগ দপ্তরের
লিপিকার ছিলেন, তিনি সিরিয়াতে ইনতিকাল করেন ৷

মুহাম্মদ ইবন মুসা ইবন তালহা ইবন উবায়দুল্লাহ্ এই ৭৭ সনে ইনতিকাল করেন ৷ খলীকা
আবল্দো মালিক ছিলেন তার ভগ্নিপতি ৩৷ খলীফ৷ আবদুল মালিক তাকে সিজিস্তানের শাসনকর্তা
নিয়োগ করেছিলেন ৷ তিনি কর্মস্থলে যাবার উদ্দেশ্যে যাত্রা করলেন ৷ তাকে জানানো হল যে,
পথে আপনাকে খারিজী নেতা শাবীবের মুখোমুখি হতে হবে ৷ কেউই শাবীবকে পরাজিত
করতে পারেনি ৷ ররৎ সে সবইিকে পরাজিত করেছে ৷ সুতরাং পুর্ণ প্রস্তুতি নিয়ে অগ্রসর হোন ৷
আপনি হয়ত তাকে পরাস্ত করতে পারবেন ৷ যদি তাই হয় তাহলে আপনি হবেন চিবস্মরণীয়
বিজয়ী ব্যক্তিত্ব ৷ পথিমধ্যে শাবীব তার মুখোমুখি হয় ৷ উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয় ৷ এক পর্যায়ে
শাবীব তাকে হত্যা করল ৷ কেউ কেউ অন্য মস্তব্যও করেছেন ৷ আল্লাহ্ই ভাল জানেন ৷


نَائِبِهَا أُمَيَّةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدِ بْنِ أُسَيْدٍ - كَمَا سَيَأْتِي - وَذَلِكَ أَنْ بُكَيْرًا اسْتَجَاشَ عَلَيْهِ النَّاسَ، وَغَدَرَ بِهِ وَقَتَلَهُ، وَقَدْ جَرَتْ بَيْنَهُمَا خُطُوبٌ طَوِيلَةٌ، قَدِ اسْتَقْصَاهَا أَبُو جَعْفَرٍ - رَحِمَهُ اللَّهُ - فِي تَارِيخِهِ. وَفِي هَذِهِ السَّنَةِ كَانَتْ وَفَاةُ شَبِيبِ بْنِ يَزِيدَ الْخَارِجِيِّ - كَمَا قَدَّمْنَا - وَقَدْ كَانَ مِنَ الشَّجَاعَةِ وَالْفُرُوسِيَّةِ عَلَى جَانِبٍ كَبِيرٍ، لَمْ أَرَ بَعْدَ الصَّحَابَةِ مِثْلَهُ، وَمِثْلَ الْأَشْتَرِ وَابْنِهُ إِبْرَاهِيمَ، وَمُصْعَبِ بْنِ الزُّبَيْرِ وَأَخِيهِ عَبْدِ اللَّهِ، وَمِمَّنْ يُنَاطُ بِهَؤُلَاءِ فِي الشَّجَاعَةِ ; مِثْلَ قَطَرِيِّ بْنِ الْفُجَاءَةِ مِنَ الْأَزَارِقَةِ الْخَوَارِجِ، وَاللَّهُ أَعْلَمُ. [مَنْ تُوُفِّيَ فِيهَا مِنَ الْأَعْيَانِ] وَفِيهَا تُوُفِّيَ مِنَ الْأَعْيَانِ: كَثِيرُ بْنُ الصَّلْتِ بْنِ مَعْدِي كَرِبَ الْكِنْدِيُّ كَانَ كَبِيرًا مُطَاعًا فِي قَوْمِهِ، وَلَهُ بِالْمَدِينَةِ دَارٌ كَبِيرَةٌ بِالْمُصَلَّى، وَقِيلَ: إِنَّهُ كَانَ كَاتِبَ عَبْدِ الْمَلِكِ عَلَى الرَّسَائِلِ، تُوُفِّيَ بِالشَّامِ. مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ كَانَتْ أُخْتُهُ تَحْتَ عَبْدِ الْمَلِكِ، وَوَلَّاهُ سِجِسْتَانَ، فَلَمَّا سَارَ إِلَيْهَا قِيلَ لَهُ: إِنَّ شَبِيبًا فِي طَرِيقِكَ، وَقَدْ أَعْيَا النَّاسَ،