আল বিদায়া ওয়া আন্নিহায়া

পৃষ্ঠা - ৭৬৪৭


(আঘাতের) একটি ক্ষতের চিকিৎসা করতে না করতে অন্য দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়, সে

কীভাবে আশ্বস্ত হতে পারে ৷ নিজেকে আমি যে বিষয় থেকে বিরত রাখি, সে বিষয়ে
তোমাদেরকে নির্দেশ দেওয়া থেকে আমি মহান আল্লাহ্র আশ্রয় গ্রহণ করছি ৷ তাহলে আমার
চুক্তি অলাভজনক প্রমাণিত হবে এবং ঐ দিন আমার নিঃস্বতা প্রকাশ পেয়ে যাবে, যেদিন ন্যায়
ও সত্য ছাড়া কোন কিছু দ্বারা উপকৃত হওয়া যাবে না ৷ এরপর তিনি এমনভাবে কাদলেন যে,
আমাদের মনে হলো এই কান্না তার জীবনাবসান ঘটাবে, আর উপস্থিত সকলের কান্না ও
চিৎকারে মসজিদ ও চারপাশ প্রকম্পিত হলো ৷ কুছায়য়ির বলেন, তখন আমি আমার সঙ্গীদ্বায়র
কাছে গিয়ে বললাম ৷ উমর ও তার পিতৃপুরুষদের সম্পর্কে আমরা যে সকল কবিতা রচনা
করেছি তা ছাড়া অন্য কিছু কবিতা রচনা কর ৷ কেননা, তিনি পাথিং ৷লাক নন, অপার্থিব
ব্যক্তি ৷ তিনি বলেন, এরপর কোন এক জুমুআর দিন মাসলামাহ্ আমাদ্রেয় সাক্ষাতের জন্য তার
অনুমতি গ্রহণ করলেন ৷ এরপর আমরা যখন তার সাক্ষাতে প্রবেশ করলাম, তখন আমি তাকে
সালাম করে বললাম, হে আমীরুল মু’মিনীন! অবস্থান দীঘায়িত হয়েছে ৷ , কিংহু তেমন কোন
উপকার লাভ হয়নি ৷ আর আরব প্রতিনিধি দল বলাবলি করছে যে, আপনি আমাদেরকে উপেক্ষা
করেছেন ৷ তিনি ৷ সাদকা তো কেবল নিঃস্ব
ও অতাবগ্রস্তদের জন্য’ (৯৪ ৬০) ৷ আর তোমরা যদি এদের অন্তভুক্ত হয়ে থাক, তাহলে আমি
তোমাদেরকে প্রদান করব ৷ আর যদি তা না হয়, তাহলে বায়তুল মালে তোমাদের কোন
প্রাপ্যাৎশ-ানই ৷ আমি বললাম, যে আমিরপ্স মু’মিনীন! আমি এক নিঃস্ব পথচারী ৷ তিনি বলেন,
তোমরা কি আবু সাঈদের কাছে অবস্থানরত (অর্থাৎ মাসলামাহ্ ইবন আবদুল মালিক) নও ?
আমরা বললাম, অবশ্যই ৷ তিনি বললেন, যে আবু সাঈদের কাছে রয়েছে তার আর কোন
বিনিময় ৷নই ৷ আমি বললাম, ৷হ আমীরুল মুমিনীন! আমাকে আবৃত্তির অনুমতি দিন ৷ তিনি
বললেন, ঠিক আছে ৷ তবে ভুমি শুধু সত্যই বলবে ৷ আমি তাকে যে কবিতা আবৃত্তি করে
গােনালাম তার একাৎশ০

খিলাফতের দায়িত্ব গ্রহণের পর আপনি হযরত আলীর প্রতি বিরুপ কোন মন্তব্য করেননি,
কোন নিদেষিকে ভীত সন্ত্রস্ত করেননি এবং কোন অপরাধীর ইঙ্গিত গ্রহণ করেননি ৷

ণ্ভ্রুট্রুপ্ এও ১

যে আপনার দ্বারস্থ হয়েছে তার সাথেই আপনি কথামত কাজ করেছেন ৷ ফলে সকল
মুসলমান আপনার প্রতি ৩প্রসন্ন হয়েছে ৷


, দুনিয়া তার পোশাক পরিধান করে তোমাকে হাত ও হাতের ক ৷কন দেখিয়ে তোমার দিকে
অগ্রসরমান ৷

০০ ৷৷া
হু