আল বিদায়া ওয়া আন্নিহায়া

ثم دخلت سنة سبع وتسعين

الأحداث التي وقعت فيها

পৃষ্ঠা - ৭৫০৯


৯৭ হিজরীর সুচনা
এ বছরেই সুলায়মান ইবন আবদুল মালিক কনট্যান্টিনােপল অভিমুখে মুসলিম বাহিনী
, প্রেরণ করেন এবং এ বছরেই তিনি তার ছেলে দাউদকে সাইফা’-এর আমীর নিয়োগ করলে
তিনি ;ন্,৷ ৷ দুর্গ জয় করেন ৷ ওয়াকিদী বলেন, এ বছরেই মাসলামাহ্ ইবন আবদুল মালিক
আল-ওয়াঘৃযাহিয়াহ্ রাজ্যের ভু-খণ্ডে যুদ্ধাভিযান পরিচালনা করেন এবং ওয়ায্যাহিয়ড়ার শাসক
আলওয়ায্যাহ নির্মিত দুর্গ জয় করেন ৷ এছাড়া মাসলামাহ্ এ বছর বারজামা নামক ভু-ন্খণ্ড
আক্রমণ করে তা জয় করেন এবং তার সাথে আল-হাদীদ ও অন্যান্য কয়েকটি দুর্গ এবং সারার
অঞ্চল জয় করেন এবং রােমক ভু -খণ্ডে শীত যাপন করেন৷ এ বছরে উমর ইবন হুবায়রাহ্
আল-ফাযারী সমুদ্র পথে বোমক ভুখণ্ড আক্রমণ করেন এবং সেখানে শীত যাপন করেন ৷ এ
বছরে মুসা ইবন নুসায়রের ছেলে আবদুল আযীয নিহত হন এবং হাবীব ইবন আবু উবায়দ
আল-ফিহ্রীর সাথে তার কর্ভিত মস্তক আমীরুল মু’মিনীন সুলায়মান ইবন আবদুল মালিকের
সামনে পেশ করা হয় ৷ এছাড়া এ বছর খলীফা সুলায়মান ইয়াযীদ ইবন মুহাল্লাবকে তার ন্
নিজের শাসনাধীন ইরাক অঞ্চলের সাথে থােরাসানের শাসনভার অর্পণ করেন ৷ আর এর কারণ
হল যে কুতায়বাইবন মুসলিম ও তার ছেলেদের হত্যা করে ওয়াকী ইবন আবু সুদ যখন
কুতায়বার মাথা সুলায়মানুের কাছে, পাঠাল, তখন সে তার কাছে বিশেষ স্থান লাভ করল এবং
খলীফা সুলায়মান তাকে থােরাসানের গভর্নর নািয়াগের ফরমান লিখে পাঠালেন ৷ ইয়াযীদ ইবন ,
মুহাল্পাব আবদুর রহমান ইবন আহতামকে খলীফা সুলায়মান ইবন আবদুল মালিকের কাছে
পাঠাল তার কাছে ওয়ার্কী ইবন সুদের সমালোচনা করে থােরাসানের শাসন পরিচালনা করে ৷
থােরাসানের শাসন পরিচালনার ক্ষেত্রে ইয়াযীদ ইবন মুহাল্পাবের যোগ্যতা ও উপযুক্ততা তুলে
ধরতে ৷ তখন দুর্ত ও চতুর ইবন আহতাম সুলায়মান ইবন আবদুল মালিকের সাক্ষাতে
উপস্থিত হল এবং তার সাথে অব্যাহতভাবে তার কৌশল ও চতুরতা প্রয়োগ করতে থাকল ৷
পরিশেষে, খলীফা ওয়াকীকে থােরাসানের গভর্নর পদ হতে অপসারণ করে ইয়াযীদ ইবন
মুহাল্লাবকে ইরাকের সাথে ণ্খারাস্যানরও,গতর্নর নিযুক্ত করলেন এবং ইবন আহ্তামের সাথে
তার ফরমান পাঠালেন ৷ ইবন আহতাম সাতজনের প্রহরায় ইয়াযীদের কাছে এসে উপস্থিত হয়
এবং তাকে ইরাকের সাথে খোরাস্যানর শাসক নিযুক্ত হওয়ার ফরমান অর্পণ করে ৷ ইতিপুর্বে
ইয়াযীদ তাকে এই কর্মেব’ জন্য এক লক্ষ দিরহাম প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কার্য
সিদ্ধির পর সে তার প্রতিশ্রুতি রক্ষা করেনি ৷ এদিকে খলীফার ফরমান পাওয়ার পর ইয়াযীদ,
তার ছেলে মুখাল্লাদকে খােরাসানে পাঠাল আর তার সাথে আমীরুল মু’মিনীনের পত্র যার
বিষয়বস্তু হল যে, কায়স গোত্র দাবী করছে যে কুতায়বা ইবন মুসলিম খলীফার আনুগত্য
প্রত্যাহার করেননি ৷ আর আনুগত্য প্রত্যাহারের অপরাধে যদি ওয়াকী তার পিছু দিয়ে থাকে
এবং তার প্রতি উত্তেজিত হ্য়ে তাকে হত্যা করে থাকে, আর তিনি প্রকৃতপক্ষে আনুগত্য
প্রত্যাহার না করে থাকেন তাহলে ওয়াকীকে বন্দী করে আমার কাছে পাঠিয়ে দাও ৷ তখন
কুতায়বার ছেলে মুখাল্লাদ অগ্রসর হল এবং তার পিতার আগমনের পুবেই ওয়াকীকে
পাকড়াও করে শান্তি প্রদান করে এবং বন্দী করে রাখে ৷ তাই কুতায়বার হআকারী ওয়াফী
ইবন আবু সুদের শাসনকাল ছিল নয় বা দশ মাস ৷৩ তার ইয়াযীদ ইবন মুহাল্লাবের আগমন ঘটে
এবং তিনি থােরাসানের দায়িতু গ্রহণ করে সেখানে অবস্থান করেন ৷ আর বিভিন্ন অঞ্চলে তিনি
একাধিক নইিব বা প্রশাসক নিযুক্ত করেন ইবন জারীর যাদের কথা উল্লেখ করেছেন ৷


[ثُمَّ دَخَلَتْ سَنَةُ سَبْعٍ وَتِسْعِينَ] [الْأَحْدَاثُ الَّتِي وَقَعَتْ فِيهَا] وَفِيهَا جَهَّزَ سُلَيْمَانُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْجُيُوشَ إِلَى الْقُسْطَنْطِينِيَّةِ. وَفِيهَا أَمَّرَ ابْنَهُ دَاوُدَ عَلَى الصَّائِفَةِ، فَفَتَحَ حِصْنَ الْمَرْأَةِ. قَالَ الْوَاقِدِيُّ: وَفِيهَا غَزَا مَسْلَمَةُ بْنُ عَبْدِ الْمَلِكِ أَرْضَ الْوَضَّاحِيَّةِ فَافْتَتَحَ الْحِصْنَ الَّذِي فَتَحَهُ الْوَضَّاحُ صَاحِبُ الْوَضَّاحِيَّةِ. وَفِيهَا غَزَا مَسْلَمَةُ أَيْضًا بَرْجَمَةَ، فَفَتَحَ حُصُونًا، وَبَرْجَمَةَ، وَحِصْنَ الْحَدِيدِ وَسَرْدَوْسَلَ، وَشَتَّى بِأَرْضِ الرُّومِ. وَفِيهَا غَزَا عُمَرُ بْنُ هُبَيْرَةَ الْفَزَارِيُّ فِي الْبَحْرِ أَرْضَ الرُّومِ وَشَتَّى بِهَا. وَفِيهَا قُتِلَ عَبْدُ الْعَزِيزِ بْنُ مُوسَى بْنِ نُصَيْرٍ، وَقَدِمَ بِرَأْسِهِ عَلَى سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ حَبِيبُ بْنُ أَبِي عُبَيْدٍ الْفِهْرِيُّ. وَفِيهَا وَلَّى سُلَيْمَانُ نِيَابَةَ خُرَاسَانَ لِيَزِيدَ بْنِ الْمُهَلَّبِ، مُضَافًا إِلَى مَا بِيَدِهِ مِنْ إِمْرَةِ الْعِرَاقِ، وَكَانَ سَبَبُ ذَلِكَ أَنَّ وَكِيعَ بْنَ أَبِي سُودٍ لَمَّا قُتِلَ قُتَيْبَةُ بْنُ مُسْلِمٍ وَذُرِّيَّتُهُ، بَعَثَ بِرَأْسِ قُتَيْبَةَ إِلَى سُلَيْمَانَ فَحَظِيَ عِنْدَهُ، وَكَتَبَ لَهُ بِإِمْرَةِ خُرَاسَانَ فَبَعَثَ يَزِيدُ بْنُ الْمُهَلَّبِ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْأَهْتَمِ إِلَى سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ; لِيُحَسِّنَ عِنْدَهُ أَمْرَ يَزِيدَ بْنِ الْمُهَلَّبِ فِي إِمْرَةِ خُرَاسَانَ وَيَنْتَقِصُ عِنْدَهُ