আল বিদায়া ওয়া আন্নিহায়া

ثم دخلت سنة ست وتسعين

خلافة سليمان بن عبد الملك

পৃষ্ঠা - ৭৫০১


খলীফা ওয়ালীদ ইবন আবদুল মালিকের খিলাফত কালে আরও যারা মৃত্যুবরণ করেছেন
তাদের মধ্যে অন্যতম হলেন যিয়াদ ইবন হারিছ আত্তামীমী আদ-দিমাশকী ৷ তার বাড়ী ছিল
হাকাকীদেৱ প্রাসাদের পুর্ব পার্শে ৷ তিনি হাবীব ইবন মাসলামা আল ফিহ্রী হতে হাদীস
রিওয়ায়াত করেছেন ৷ তার বিওয়ায়াতকৃত হাদীসের বিষয়বস্তু হলো, যে ব্যক্তির কাছে
সকাল-সন্ধ্য৷ দুই বেলার পর্যাপ্ত আহার রয়েছে তার অন্যের কাছে কিছু চাওয়া নিষেধ এবং
যুদ্ধলবৃধ সম্পদ বা গনীমত বিষয়েও তার রিওয়ায়াত বিদ্যমান ৷ কেউ কেউ দাবী করেছেন যে,
তিনি সাহাবী কিন্তু সঠিক কথা হলো তিনি একজন তাবেঈ ৷ তার থেকে আতিয়াহ্ ইবন
কায়স, মাকহুল এবং ইউনুস ইবন মায়সারাহ্ ইবন হালবাস হাদীস রিওয়ায়াত করােছা ৷ এ
সত্বেও তার ব্যাপারে আবুহাতিম বলেছেন, তিনি অজ্ঞাতপরিচয় শায়খ ৷ তবে ইমাম নসােঈ ও
ইবন হিবৃবান তাকে নির্ভরযোগ্য আখ্যা দিয়েছেন ৷ ইবন আসাকির বর্ণনা করেছেন যে,
জুমুআহ্র কাি দামেশৃকের পাশে মসজ্যিদ প্রবেশ করে তিনি দেখলেন নামায বিলন্বিত হয়েছে ৷
তখন তিনি বললেন, আল্লাহর কসম ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের পর আল্পাহ্
কোন নবী পাঠাননি-যিনি তােমাদেরাক এই জুমুআর নামায এই সময়ে পড়ার নির্দেশ
দিয়েছেন ৷ ইবন আসাকির বলেন, তখন খাযরায় প্রবেশ করিয়ে তার শিরছেদ করা হলো ৷
আর তা হলো ওয়ালীদ ইবন আবদুল ম্ালিফ্তে শাসনামলে ৷

আবদুল্লাহ ইবন উমর ইবন উছমান

তার উপনাম আবু মুহাম্মদ ৷ তিনি ছিলেন পবিত্র মদীনায় কাষী এবং সম্রান্ত, সদাচারী,
বদান্য ও প্রশৎ সাভাজ্জা ৷ আর আল্লাহ অধিক জানেন ৷

সুলায়মান ইবন আবদুল মালিকের খিলাফত
তার ভ্রাতা ওয়ালীদ ইবন আবদুল মালিকের মৃত্যুর দিনই তার অনুকুলে খিলাফতের
বায়আত গৃহীত হয় ৷ আর এটা ছিল ছিয়ানব্বই হিজরীর জুমাদালু উখৃরা মাসের পনের তারিখ
শনিবার ৷ ভইিয়ের মৃত্যুকালে সুলায়মান রামালায় অবস্থানরত ছিল ৷ পিতার ওসিয়ত মুতাবিক
ভইিয়ের মৃত্যুর পর সেই সিৎহাসনের নির্ধারিত উত্তরাধিকারী ছিল ৷
অবশ্য ওয়ালীদ তার মৃত্যুর পুর্বকালে তার ভাই সুলায়মানকে সিৎহাসনের ভাবী
উত্তরাধিকারীয় পদ হতে সরিয়ে পদটি তার ছেলে আবদুল আষীষের জন্য নির্ধারিত করতে
চেয়েছিল ৷ আর তার গভর্নর হাজ্জাজ ইবন ইউসুফ তাকে এ ব্যাপারে প্রন্থরাচনা ও নির্দেশনা
দিয়েছিল ৷ তদ্র্যপ সেনাপতি কুতায়বা ইবন মুসলিম এবং বিশিষ্ট লোকদের একটি দলও তাকে
একই পরামর্শ দিয়েছিল ৷ কবি জারীর ও অন্যরা এ প্রসঙ্গে কবিতাও রচনা করেছে ৷ কিন্তু
বিষয়টি সুসংহত হওয়ার পুকেহ ওয়ালীদ মৃত্যুবরণ করেন৷ তখন সুলায়মানের অনুকুলে
বায়আত গৃহীত হয় ৷ ফলে কুতায়বা ইবন মুসলিম শঙ্কিত হন এবং সুলায়মানের অনুকুলে
বায়আত না করার সিদ্ধান্ত নেন ৷ তখন সুলায়মান তাকে অপসারণ করে ইয়াযীদ ইবন
মুহাল্লাবকে প্রথমে ইরাক তারপর খােরাসানের গভর্নর প্রশাসক নিযুক্ত করেন ৷ এরপর দশ বছর
পর সে তাকে তার পদে পুনর্বহাল করে এবং হাজ্জাজ ইবন ইউসুফের স্বজন পরিজনকে
শাস্তিদানের জন্য তাকে নির্দেশ প্রদান করেন ৷ আর ইতিপুর্বে হাজ্জাজই ইয়াযীদকে খােরাসানের
পভার পদ হতে অপসারণ করেছিল ৷ এবছরের রমযান মাসের তেইশ তারিখে সুলায়মান পবিত্র
মদীনায় গভর্নরের পদ হতে উছুমান ইবন হায়্যানকে অপসারণ করে ৷ এবং আবু বাকৱ ইবন,
মুহাম্মদ ইবন আমর ইবন হায্মকে তার গভর্ণর নিয়োগ করেন যিনি একজ্যা আলিম ছিলেন ৷


عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ عُثْمَانَ أَبُو مُحَمَّدٍ، كَانَ قَاضِيَ الْمَدِينَةِ وَكَانَ شَرِيفًا، كَثِيرَ الْمَعْرُوفِ، جَوَادًا، مُمَدَّحًا، وَاللَّهُ أَعْلَمُ. [خِلَافَةُ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ] بُويِعَ لَهُ بِالْخِلَافَةِ بَعْدَ مَوْتِ أَخِيهِ الْوَلِيدِ يَوْمَ مَاتَ، وَكَانَ يَوْمَ السَّبْتِ لِلنِّصْفِ مِنْ جُمَادَى الْآخِرَةِ سَنَةَ سِتٍّ وَتِسْعِينَ، وَكَانَ سُلَيْمَانُ بِالرَّمْلَةِ، وَكَانَ وَلِيُّ الْعَهْدِ مِنْ بَعْدِ أَخِيهِ عَنْ وَصِيَّةِ أَبِيهِمَا عَبْدِ الْمَلِكِ. وَقَدْ كَانَ الْوَلِيدُ قَدْ عَزَمَ قَبْلَ مَوْتِهِ عَلَى خَلْعِ أَخِيهِ سُلَيْمَانَ، وَأَنْ يَجْعَلَ وِلَايَةَ الْعَهْدِ مِنْ بَعْدِهِ لِوَلَدِهِ عَبْدِ الْعَزِيزِ بْنِ الْوَلِيدِ، وَقَدْ كَانَ الْحَجَّاجُ طَاوَعَهُ عَلَى ذَلِكَ، وَكَذَلِكَ قُتَيْبَةُ بْنُ مُسْلِمٍ، وَجَمَاعَةٌ مِنْ أَهْلِ الشَّامِ وَقَدْ أَنْشَدَ فِي ذَلِكَ جَرِيرٌ وَغَيْرُهُ مِنَ الشُّعَرَاءِ قَصَائِدَ فَلَمْ يَنْتَظِمْ ذَلِكَ لَهُ حَتَّى مَاتَ، وَانْعَقَدَتِ الْبَيْعَةُ إِلَى سُلَيْمَانَ، فَخَافَهُ قُتَيْبَةُ بْنُ مُسْلِمٍ وَعَزَمَ عَلَى أَنْ لَا يُبَايِعَهُ، فَعَزَلَهُ سُلَيْمَانُ، وَوَلَّى عَلَى إِمْرَةِ الْعِرَاقِ ثُمَّ خُرَاسَانَ يَزِيدَ بْنَ الْمُهَلَّبِ; فَأَعَادَهُ إِلَى إِمْرَتِهَا بَعْدَ عَشْرِ سِنِينَ، وَأَمَرَهُ بِمُعَاقَبَةِ آلِ الْحَجَّاجِ بْنِ يُوسُفَ، وَكَانَ الْحَجَّاجُ هُوَ الَّذِي عَزَلَ يَزِيدَ عَنْ خُرَاسَانَ.