আল বিদায়া ওয়া আন্নিহায়া

পৃষ্ঠা - ৭৩৩৪


আল-আনসারী, ইবন আওফের মাধ্যমে মুহা ষ্মদ (র) হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন,
একদিন কোন এক আমীর আনাস (রা)-এর কাছে গনীমতের কিছু সম্পদ প্রেরণ করেন ৷ তখন
তিনি বললেন, এটা কি খুমুসের অন্তর্ভুক্ত ৷ প্রেরিত ব্যক্তি বললেন, না’ তখন তিনি তা গ্রহণ
করলেন না ৷ ৰু
আন-নযর ইবন শাদ্দাদ তার পিতা হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন, একবার হযরত
আনাস (রা) পীড়িত হয়ে পড়লেন ৷ তখন তাকে বলা হলো, আপনার জন্যে কি আমরা একজন
চিকিৎসক ডেকে আনব না ? তিনি বললেন, চিকিৎসকই তাে আমাকে পীড়িত করেছেন ৷
হাম্বল ইবন ইসহাক বলেন : আবু আবদুল্পাহ্ আর-রম্ফাশী, জাফর ইবন সুলায়মানের
মাধ্যমে আলী ইবন ইয়াযীদ হতে বর্ণনা করেন ৷ তিনি বলেন আমি হাজ্জাজের সাথে একবার
রাজপ্রাসাদে ছিলাম ৷ সে বেশ কিছুদিন ধরে ইবনুল আশআছের সম্পর্কে জনগৰ্ণর অভিযোগ
শ্রবণ করছিলেন ৷ তারপর আনাস ইবন মালিক (বা) আগমন করলেন ৷ তখন হাজ্জাজ বলল,
“হে খাবীস! বিভ্রাস্তি সৃষ্টিকারী, একবার আলীর পক্ষ অবলম্বন, আরেকবার আবদুল্পাহ্
, ইবনুয-যুবায়রের পক্ষ অবলম্বন, আরেকবার ইবনুল আশআছের পক্ষ অবলম্বন ৷ ঐ সভার শপথ,
যার হাতে হাজ্জাজের প্রাণ, আমি ভোমাকে উচ্ছেদ করব যেমনভাবে গাছের আঠ৷ জমাবার
জন্যে আঠা উচ্ছেদ করে সংগ্রহ করা হয় ৷ আমি তোমার শরীরের চামড়া এমনভাবে উঠিয়ে
ণ্নব যেমনভাবে গুই সাপের চামড়া উণ্ঠানাে হয় ৷ বণ্নািকারী বলেন : হযরত আনাস (রা)
বলছিলেন, হে আমীর ! এর থেকে আমি মুক্ত ৷ হাজ্জাজ বলল, আমাকে সাহায্য করা থেকে
ভুমি দুরে থাক ৷ আল্লাহ্ তোমাকে বধির করুন ৷ বর্ণনাকারী বলেন, হযরত আনাস (রা) ইন্না
লিল্লাহে ওয়া ইন্ন৷ ইলাহি রাজিউন’ পড়লেন ৷ হাজ্জাজ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল ৷ হযরত
আনাস (রা) বের হয়ে পড়লেন ৷ আমরা তার পিছনে পিছনে প্রশস্ত জায়গায় বের হয়ে
আসলাম ৷ তখন তিনি বললেন, যদি আমার সন্তানদের কথা চিন্তায় না আসত, অন্য বর্ণনায়
আছে, যদি আমার ছোট ছোট সন্তানদের কথা চিন্তায় না আসত এবং তাদের উপর তার
অত্যাচারের কথা ধারণার না আসত তাহলে আমি কিভাবে নিহত হব তার কোন চিন্তাই আমি
করতাম না ৷ আর আমি এখানে তার সাথে এমনভাবে কথা বল৩ যে সে যেন কোনদিন এরপর
আমাকে হালকা মনে না করতে পারে ৷

আবু বকর ইবন আইয়াশ উল্লেখ করেন যে, একদিন আনাস (রা) খলীফ৷ আবদুল
মালিকের কাছে হাজ্জাজের বিরুদ্ধে অভিযোগ পেশ করে বলেন, আল্লাহ্র শপথ, যদি ইয়াহ্রদী
ও থ্রিন্টানরা কাউকে তাদের নবীর খিদমত করতে দেখত তারা নিশ্চয়ই তার সম্মান করত ৷
আর আমি দশ বছর যাবত রাসুলুল্লাহ্ (না)-এর খিদমত করেছি ৷ আবদুল মালিক হাজ্জাজের
কাছে কঠোর ভাষায় পত্র লিখলেন এবং পত্রের শেষে লিখলেন, আমার এ পত্রটি তোমার কাছে
পৌছার পর তুমি আবু হামযার নিকট গমন করবে, তাকে সন্তুষ্ট করবে এবং তার হাত-পা চুম্বন
করবে ৷ অন্যথায় আমার তরফ থেকে তোমার কাছে এমন শান্তি পৌছবে যার তুমি যোগ্য ৷
আবদুল মালিকের কঠোর ভাষার পত্র যখন হাজ্জাজের কাছে পৌছা, তখন সে ক্ষমা প্রার্থনার
জন্যে তার কাছে যাবার মনন্থ করল ৷ কিন্তু, যে ব্যক্তি পত্রটি নিয়ে এসেছিল, সে তাকে আনাস
(রা)-এর নিকট না যেতে ইঙ্গিত করল এবং হযরত আনাস (রা)-কে হাজ্জাজেয় কাছে সন্ধি
করার জন্যে যেতে ইঙ্গিত করল ৷ যে ব্যক্তি পত্রটি বহন করেছিল তার নাম ছিল ইসমাঈল ইবন
’ আবদৃল্পাহ্ ইবন আবুল মুহাজির ৷ সে ছিল হাজ্জাজের বন্ধু ৷ তারপর হাজ্জাজের কাছে হযরত
আনাস (রা) আগমন করলেন ৷ তখন হাজ্জাজ বসা থেকে উঠে হযরত আনাস (রা) এর সাথে