আল বিদায়া ওয়া আন্নিহায়া

ثم دخلت سنة أربع وسبعين

من توفي في هذه السنة من الأعيان

من توفي في هذه السنة من الأعيان

من توفي في هذه السنة من الأعيان

من توفي في هذه السنة من الأعيان

من توفي في هذه السنة من الأعيان

من توفي في هذه السنة من الأعيان

من توفي في هذه السنة من الأعيان

من توفي في هذه السنة من الأعيان

من توفي في هذه السنة من الأعيان

من توفي في هذه السنة من الأعيان

من توفي في هذه السنة من الأعيان

পৃষ্ঠা - ৭১২১

এই সনে খলীফা আবদুল মালিক বুকায়র ইবন বিশাহ তামীমীকে থােরাসানের শাসনকর্তা
পদ থেকে অপসারণ করেন ৷ তার স্থলে উমা ইয়া ইবন আবদুল্লাহ ইবন খালিদ ইবন উসায়দ
কুরাশীকে নিয়োগ করেন ৷ যাতে তার নেতৃত্বে সকল নাগরিক ঐক্যবদ্ধ হয় ৷ কারণ, আবদুল্লাহ
ইবন খুযায়মার পর খােরাসানে ভীষণ বিপর্যয় ও বিশৃৎখলা সৃষ্টি হয়েছিল ৷

উমাইয়া ইবন আবদুল্লাহ্শাসনকর্তার দায়িত্ব গ্রহণ করেন ৷ তিনি বুকায়র ইবন বিশাহকে ’
পুলিশ প্রধানের পদে নিয়ােগের প্রস্তাব দেন ৷ বুকায়র তা প্রত্যাখ্যান করেন ৷ বুকায়র
তুখারিস্তানের শাসনকর্তার পদ চায় ৷ ক্লিন্তু সেখানেষ্ গিয়ে সে আনুগত্য প্রত্যাহার করে নিতে
পারে এই আশংকা প্রকাশ করার তিনি বুকায়রচক নিজের নিকটই রেখে দেন ৷

ইবন জারীর বলেন, এই বছর হ্ভ্রুজ্জর নেতৃর্তৃ দিয়েছে হাজ্জাজ ইবন ইউসুফ ৷ সে তখন
একই সাথে মক্কা, মদীনা, ইয়ামান ও ইয়ামামার শাসনকর্তা পদে অধিষ্ঠিত ছিল ৷ ইবন জারীর
এও বলেছেন যে, খলীফ৷ আবদুল মালিক এই সনে উমরাহ পালন করেন ৷ অবশ্য এই বর্ণনার
বিশুদ্ধত৷ সম্পর্কে আমি জ্ঞাত নই ৷

৭৪ হিজয়ী সনে যাদের ওফাত হয়

রাফি হুব্ান্ৰু খাদীজ (না)

তিনি হলেন রাফি ইবন খাদীজ ইবন রাফি আনস্যরী ৷ একজন উচু পর্যায়ের সাহাৰী ৷
উহুদ বা পরবর্তী যুদ্ধসমুহে তিনি অংশ নিয়েছেন ৷ হযরত আলী; (রা) এর পক্ষে তিনি
সিফ্ফীনেয় যুদ্ধে অংশ নিয়েছেন ৷ কৃষক ও চাষীদেরকে তিনি সাহায্য কঃাতেন ৷ ৮৬ বছর বয়সে
তার ওফাত হয় ৷ অবিচ্ছিন্ন সনঃদযুক্ত ৭৮টি হাদীস তিনি বর্ণনা করেছেন ৷ তার হাদীসগুলো
উন্নত পর্যায়ের ৷ উহুদ যুদ্ধে একটি তীর তার কণ্ঠমুলে বিদ্ধ হয় ৷ রাসুলুল্পাহ্ (সা) তখন তাকে
ইখতিয়ার দিয়েছিলেন যে, তিনি চাইলে ওই তীর বের করে নিতে পারেন আর চাইলে
ক্ষতস্থানে তুলা গুজে দিয়ে ওটা সেখানে রেখে দিতে পারেন ৷ যাষ্ঠে কিয়ামতের দিন আমি ৰু
তোমার পক্ষে সাক্ষী হব’ ৷ তিনি দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলেন ৷ এই সনে অর্থাৎ ৭৪ হিজয়ী সনে
তার ক্ষতস্থানে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি ইনৃতিকাল করেন ৷ আল্লাহ তার প্রতি সদয় হোন ৷ ’
বাৎলায় ইসলামিক বই ডাউনলোড করতেও তিজিট করুণঃ ইসলামি বই ডট ওয়ার্ডপ্রেস ডট কম ৷

আবু সাঈদ খুদরী (না)
৭৪ সনে যাদের ওফাত হয়, তাদ্দের অন্যতম হলেন হযরত আবু সাঈদ খুদরী (রা) ৷ তিনি
হলেন সা দ ইবন মালিক ইবন সিনান আনসারী, খাযরাজী, উচু পর্যায়ের সাহাবী ৷ তিনি
অন্যতম ফিক্হবিদ সাহাবী ৷ অল্পবয়স্ক ছিলেন বলে উহুদ যুদ্ধে অংশ নিতে পারেননি ৷ জীবনের
প্রথম যুদ্ধে অংশ নেন খন্দকে ৷ রাসুলুল্পাহ্ (সা) এর সাথী হয়েও তিনি ১২টি যুদ্ধে অংশ নেন ৷
তিনি রাসুলুল্লাহ্ (সা) থেকে এবং সাহাবীদের থেকে বহু হাদীস বর্ণনা করেছেন ৷ বহু সাহাবী ও
তাবিঈ তার থেকে হাদীস বর্ণনা করেছেন ৷ তিনি একজন উচ্চ মর্যাদাসম্পন্ন, শ্রদ্ধাউাজন এবং
জ্ঞান সমৃদ্ধ সাহাবী ছিলেন ৷
ওয়াকিদী প্রমুখ ঐতিহাসিৰুগণ বলেছেন যে, ৭৪ সনে তার ওফাত হয় ৷ কেউ কেউ

বলেছেন, তারও দশ বছর পুর্বে অর্থাৎ ৬৪ হিজয়ী সনে তার ওফাত হয় ৷

তাবারানী বলেন, মিকদাম আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন,
আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ্! কোন; প্রকারের মানুষ কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন


وَفِي هَذِهِ السَّنَةِ عَزَلَ عَبْدُ الْمَلِكِ بُكَيْرَ بْنَ وِشَاحٍ التَّمِيمِيَّ عَنْ إِمْرَةِ خُرَاسَانَ، وَوَلَّاهَا أُمَيَّةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدِ بْنِ أُسَيْدٍ الْقُرَشِيَّ ; لِيَجْتَمِعَ عَلَيْهِ النَّاسُ، فَإِنَّهُ قَدْ كَادَتِ الْفِتْنَةُ تَتَفَاقَمُ بِخُرَاسَانَ بَعْدَ عَبْدِ اللَّهِ بْنِ خَازِمٍ، فَلَمَّا قَدِمَ أُمَيَّةُ بْنُ عَبْدِ اللَّهِ خُرَاسَانَ عَرَضَ عَلَى بُكَيْرِ بْنِ وِشَاحٍ أَنْ يَكُونَ عَلَى شُرْطَتِهِ، فَأَبَى، وَطَلَبَ مِنْهُ أَنْ يُوَلِّيَهُ طُخَارِسْتَانَ، فَخَوَّفُوهُ مِنْهُ أَنْ يَخْلَعَهُ هُنَالِكَ، فَتَرَكَهُ مُقِيمًا عِنْدَهُ. قَالَ ابْنُ جَرِيرٍ: وَحَجَّ بِالنَّاسِ فِيهَا الْحَجَّاجُ، وَهُوَ عَلَى إِمْرَةِ الْمَدِينَةِ وَمَكَّةَ وَالْيَمَنِ وَالْيَمَامَةِ. قَالَ ابْنُ جَرِيرٍ: وَقَدْ قِيلَ: إِنَّ عَبْدَ الْمَلِكِ اعْتَمَرَ فِي هَذِهِ السَّنَةِ، وَلَا نَعْلَمُ صِحَّةَ ذَلِكَ. [مَنْ تُوُفِّيَ فِي هَذِهِ السَّنَةِ مِنَ الْأَعْيَانِ] ذِكْرُ مَنْ تُوُفِّيَ فِي هَذِهِ السَّنَةِ مِنَ الْأَعْيَانِ رَافِعُ بْنُ خَدِيجِ بْنِ رَافِعٍ الْأَنْصَارِيُّ صَحَابِيٌّ جَلِيلٌ، شَهِدَ أُحُدًا وَمَا بَعْدَهَا، وَصِفِّينَ مَعَ عَلِيٍّ، وَكَانَ يَتَعَانَى الْمَزَارِعَ وَالْفِلَاحَةَ، تُوُفِّيَ وَهُوَ ابْنُ سِتٍّ وَثَمَانِينَ سَنَةً، وَأَسْنَدَ ثَمَانِيَةً وَسَبْعِينَ حَدِيثًا، وَأَحَادِيثُهُ جَيِّدَةٌ، وَقَدْ أَصَابَهُ يَوْمَ أُحُدٍ سَهْمٌ فِي تَرْقُوَتِهِ، فَخَيَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَنْ يَنْزِعَهُ مِنْهُ وَبَيْنَ أَنْ