আল বিদায়া ওয়া আন্নিহায়া

ثم دخلت سنة ثلاث وثمانين

بناء واسط

وممن توفي فيها من الأعيان

وممن توفي فيها من الأعيان

وممن توفي فيها من الأعيان

وممن توفي فيها من الأعيان

وممن توفي فيها من الأعيان

وممن توفي فيها من الأعيان

পৃষ্ঠা - ৭২৩৫

ওয়াসিত নগরী প্রতিষ্ঠা :;ন্ৰুঙ্কু

ইবন জারীর (র) বলেছেন, এই সনে হ জ্জাজ ওয়াসিত শহর প্রতিষ্ঠা করে ৷ এর প্রেক্ষাপট

ছিল এই যে, একদিন হাজ্জাজ দেখল এক যাজককে যে, তার গর্দডীর পিঠে চড়ে সে দজলা
নদী অতিক্রম করল ৷ সে ওয়াসিত নামক স্থানে যাবার, পর তার গর্দডী ওখানে পেশার করে
দেয় ৷ যাজক সাথে সাথে গর্দভীর পিঠ ছেড়ে নীচে নেমে যায় ৷ এবং ও পেশাবের স্থানের মাটি
খুড়ে দজলা নদীতে ফেলে দেয় ৷ হাজ্জাজ বলল, ওই যাজককে আমার নিকট নিয়ে আস ৷ তাকে
নিয়ে আসা হল ৷ সে যাজককে বলল, তুমি এরুপ করলে ণ্কন ? উত্তরে যাজক বলল, আমরা
আমাদের কিতায়ে পেয়েছি যে, এই স্থানে একটি মসজিদ নির্মিত হয়ে এবং এই পৃথিবীতে
যতদিন একজন তাওহীদপন্থীও জীবিত থাকবেত তদিন এই মসজিদে আল্লাহর ইবাদত করা
হবে ৷ অতংপর হাজ্জাজ ওয়াসিত নগরীর প্রতিষ্ঠা করে এবং সেখানে একটি মসজিদ

করে ৷বাৎনায় ইসলামিক বই ডাউনলোড করতেও তিজিট বরুণঃ ইসলামি ব্ইডট ওয়ার্ডপ্রেস কম

এই ৮৩ সনে আতা ইবন রাফিয় নেতৃত্বে সিসিলির যুদ্ধ সংঘটিত হয় ৷

৮৩ হিজরী সনে যাদের ওফাত হয়

আবদুর রহমান ইবন জুহয়েরা (র)

৮৩ সনে যীদের ওফাত হয় তাদের একজন হলেন আবদুর রহমান ইবন জুহায়রা খাওলানী
মিসরী ৷ বহু সাহাবী থেকে তিনি হাদীস বর্ণনা করেছেন ৷ মিসরের শাসনকর্তা আবদুল আযীয
ইবন মারওয়ান র্তাকে একই সালে বিচারক, নসীহতকারী এবং রান্থীয় ণ্কাষাগ্যারর দায়িত্বশীল
হিসেবে নিয়োগ দান করেন ৷ তার বাৎসরিক সম্মানী নির্ধারিত হয় এক হাজার দীনড়ার স্বর্ণমুদ্রা ৷
তিনি ওই অর্থের কিছুই সঞ্চিত করতেন না ৷

তারিক ইবন শিহাৰ (বা)
৮৩ সনে যে সব বিশিষ্ট ব্যজিং ইনতিকাল হয় তাদের একজন হলেন তারিক ইবন শিহড়াব

ইবন আবৃদ শামৃস আহমাসী ৷ তিনি রাসুলুল্লাহ্ (সা) ণ্ক দেখতে পেয়েছিলেন ৷ প্রথম খলীফা

হযরত আবু বকর সিদ্দীক (বা) এবং দ্বিতীয় খলীফা হযরত উমার (রা)-এর খিলাফতকালে
তিনি চল্পিশোর্ধ যুদ্ধে অংশ নেন ৷ ৮৩ সনে তিনি মদীনাতে ইনতিকাল করেন ৷

উবায়দৃল্লাহ্ ইবন আদী (বা)

এই সনে ইনতিকাল হয় এমন বিশিষ্ট ব্যক্তিদের অন্যতম হলেন হযরত উবায়দুল্লাহ্ ইবন

আদী (র) ৷ তিনি রাসুলুল্লাহ্ (না)-এর যুগ’ পেয়েছিলেন ৷ বহু সাহাবী থেকে তিনি হাদীস বর্ণনা
করেছেন ৷ তিনি মদীনা শরীফে কাযী বা বিচারক পদে দায়িত্ব পা ৷লন করেছেন ৷ তিনি কুরায়শ
বংশের অন্যতম ফকীহ ও আলিম ছিলেন ৷ তার পিতা আদী বদর যুদ্ধে ক৷ ৷ফির অবস্থায় নিহত
হয়েছিল ৷

৮৩ সনে ওফাত হয়েছে মারছাদ ইবন আবদুল্লাহ আবু খায়ব মুযানীর ৷ ইবনুল আশআছের
দলভুক্ত বহু কারী ও আলিম ব্যক্তি এই সনে হারিয়ে নিয়েছেন ৷ তাদের মধ্যে কতক পলায়ন

করেছেন ৷ কতক যুদ্ধ ক্ষেত্রে নিহত হয়েছেন এবং কতককে বন্দী অবস্থায় হ জ্জাজেব নিকট

পাঠিয়ে দেয়৷ হয় ৷ অতংপর হাজ্জাজ তাদেরকে হত্যা করে ৷ ওদের কতককে হাজ্জাজ খুজে
খুজে ধরে এনে হত্যা করে ৷ ইতিহাসবিদ খলীফা ইবন খাইয ত তাদের কয়েকজনের নাম
উল্লেখ করেছেন ৷ যেমন মুসলিম ইবন ইয়াসার মুযানী৷ আবু মুরানাহ্ আজালী ৷ ইনি নিহত


وَفُرَادَى، حَتَّى قِيلَ: إِنَّهُ قَتَلَ مِنْهُمْ بَيْنَ يَدَيْهِ صَبْرًا مِائَةَ أَلْفٍ وَثَلَاثِينَ أَلْفًا. قَالَهُ النَّضِرُ بْنُ شُمَيْلٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ. مِنْهُمْ مُحَمَّدُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَاصٍّ، وَجَمَاعَاتٌ مِنَ السَّادَاتِ، حَتَّى كَانَ آخِرُهُمْ سَعِيدَ بْنَ جُبَيْرٍ رَحِمَهُمُ اللَّهُ وَرَضِيَ عَنْهُمْ، كَمَا سَيَأْتِي ذَلِكَ فِي مَوْضِعِهِ. [بِنَاءُ وَاسِطٍ] قَالَ ابْنُ جَرِيرٍ: وَفِي هَذِهِ السَّنَةِ بَنَى الْحَجَّاجُ وَاسِطًا، وَكَانَ سَبَبَ بِنَائِهِ لَهَا أَنَّهُ رَأَى رَاهِبًا عَلَى أَتَانٍ قَدْ أَجَازَ دِجْلَةَ، فَلَمَّا مَرَّ بِمَوْضِعِ وَاسِطٍ وَقَفَتْ أَتَانُهُ فَبَالَتْ، فَنَزَلَ عَنْهَا وَعَمَدَ إِلَى مَوْضِعِ بَوْلِهَا فَاحْتَفَرَهُ، وَرَمَى بِهِ فِي دِجْلَةَ، فَقَالَ الْحَجَّاجُ: عَلَيَّ بِهِ. فَأُتِيَ بِهِ، فَقَالَ لَهُ: لِمَ صَنَعْتَ هَذَا؟ قَالَ: إِنَّا نَجِدُ فِي كُتُبِنَا أَنَّهُ يُبْنَى فِي هَذَا الْمَوْضِعِ مَسْجِدٌ يُعْبَدُ اللَّهُ فِيهِ مَا دَامَ فِي الْأَرْضِ أَحَدٌ يُوَحِّدُهُ. فَعِنْدَ ذَلِكَ اخْتَطَّ الْحَجَّاجُ مَدِينَةَ وَاسِطٍ فِي ذَلِكَ الْمَكَانِ، وَبَنَى الْمَسْجِدَ فِي ذَلِكَ الْمَوْضِعِ. وَفِيهَا كَانَتْ غَزْوَةُ عَطَاءِ بْنِ رَافِعٍ صَقَلِّيَةَ. [وَمِمَّنْ تُوُفِّيَ فِيهَا مِنَ الْأَعْيَانِ] عَبْدُ الرَّحْمَنِ بْنُ حُجَيْرَةَ الْخَوْلَانِيُّ الْمِصْرِيُّ رَوَى عَنْ جَمَاعَةٍ مِنَ الصَّحَابَةِ، وَكَانَ عَبْدُ الْعَزِيزِ بْنُ مَرْوَانَ أَمِيرُ مِصْرَ قَدْ جَمَعَ لَهُ
পৃষ্ঠা - ৭২৩৬


হয়েছিলেন ৷ উকবাহ্ ইবন আবদুল গাফফার ৷ তিনি নিহত হয়েছিলেন ৷ উকবা ইবন বিশাহ্ ৷
তিনি নিহত হয়েছিলেন ৷ আবদুল্লাহ ইবন খালিদ জাহদামী ৷ তিনি নিহত হয়েছিলেন ৷ আবু
জাওযাহ বিরঈ ৷ তিনি নিহত হম্নেহিঃপ্সন ৷ নাদর ইবন আনাস (রা) আবু হামযা দাবাঈ-এর
পিতা ইমরান ৷ আবু মিনহাল সাইয়ড়াব ইবন সালামাহ রিয়াহী ৷ মালিক ইবন দীনাব ৷ মুররাহ
ইবন যুবাব হাদ্দাদী আবু নুজায়দ জাহদামী ৷ আবু সুবায়জ হিনাঈ ৷ সাঈদ ইবন আবু হাসান
বংতার ভাই হাসান বসরী (র) ৷
আইয়ুব বর্ণনা করেন যে, ইবনুল আশআছকে বলা হয়েছিল যে, উন্থষ্ট্ৰর যুদ্ধে হযরত
আইশার (রা) সওয়ারীর চারিদিকে সমবেত হয়ে জনগণ যেমন তার পক্ষে যুদ্ধ করেছিল আপনি
যদি চান যে, আপনার পাশে জনগণ সেভাবে যুদ্ধ করুক তাহলে হাসান বসরী (র)-কে আপনার
সাথে নিয়ে নিন ৷ অতঃপর ইবনুল আশআছ তাকে সাথে নিয়ে নেন ৷
ওই সময়ে কুফাবাসী যারা নিহত হন তাদের মধ্যে আছেন হযরত সাঈদ ইবন জুবায়র,
আবদুর রহমান ইবন আবু লায়লা, আবদুল্লাহ ইবন শাদ্দাদ, শ্বা ৰী-, আবু উবায়দা ইবন
আবদুল্লাহ ইবন মাসউদ মা রুর ইবন সুত্তয়াইদ, মুহম্মেদ ইব্দ সা দ ইবন আবু ওয়াক্কাস,
ন্ আবুল বুখতারী, ত লহা ইবন যুসাররিফ্ল, যুৰায়দ ইবন হাবিস ইন্নামিখাং এবং আ তা ইবন
সইিব (র) ৷
আইয়ুব বলেন যে, ইবনুল আশঅস্কেছয় সাথে যারা সেদিন ধ্রা পড়েছিস্ফো তারা তাতে
অনাগ্রহ প্রকাশ করেছিলেন ৷ আর যারা সেদিন আল্লাহর ইচ্ছায় মুক্তি পেয়েছিলেন তারা
মুক্তিদাতা মহান আল্লাহর প্রশংসা করেছিলেন ৷ ওই যাত্রার হাজ্জাজ ঠাণ্ডা মাথায় যে সব বিশিষ্ট
ব্যক্তিকে হত্যা করেছিল তাদের মধ্যে ছিলেন ইমরান ইবন ইসামা দাবাঈ (রা) ৷ তিনি আবু
হুজাযাহ-এব পিতা ৷ তিনি বসরার প্রখ্যাত উলামা-ই-কিরামের একজন ছিলেন ৷ খুব
ইবাদতকারী ও নামাযী মানুষ ছিলেন ৷ বন্দী অবস্থায় তাকে হাজ্জাজের নিকট উপস্থিত করা হয়,
হাজ্জাজ তাকে বলেছিল, “তুমি নিজে কুফয়ী করেছ এ কথার সাক্ষ্য দাও” তাহলে আমি
তোমাকে ছেড়ে দিব ৷ তিনি উত্তরে বললেন, আল্লাহর কসম আমি ঈমান আনয়নের পর থেকে
আল্লাহর প্রতি সামান্য কুফরীও করিনি ৷ অতং পর হাজ্জাজ তাকে হত্যা করার নির্দো৷ দেয় ৷
তাকে হত্যা করা হয় ৷

হাজ্জাজের হাতে নিহত অপর বিশিষ্ট ব্যক্তি হলেন আবদুর রহমান ইবন আবু লায়লা (র) ৷
বহু সাহাবীর বরাতে তিনি হাদীস বর্ণনা করেছেন ৷ তার পিতা আবু লায়লা (বা) প্রিয়নবী
(না)-এর সাহাবী ছিলেন ৷ আবদুর রহমান কুরআন শিক্ষা করেন হযরত আলী (রা) থেকে ৷
তিনি ইবনুল আশআছের সমর্থনে কেশ্ৰীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দিয়েছিলেন ৷
অতঃপর তাকে বন্দী অবস্থায় হাজ্জাজের নিকট আনয়ন করা হয় ৷ নিষ্ঠুর হাজ্জাজ সজ্ঞানে ঠাণ্ডা
মাথায় এই মহান ব্যক্তিকে হত্যা করে ৷

তড়ারিক ইবন শিহাব (বা)

তার পুর্ণনাম তাবিক ইবন শিহাব হীৰ্৷ আবৃদ শামস আলআহমাসী (বা) ৷ তিনি ঐসব
ব্যক্তির অন্তর্ভুক্ত হার৷ রাসুল (সা) কে দেখেছেন এবং হযরত আবু বাকর সিদ্দীক (রা) ও
হযরত উমর (রা) এর আমলে সং ঘটিত ৪০ঢির অধিক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ৷ এ
বছরেই তিনি পবিত্র মদীনায় ইনতিকা ৷ল করেন ৷


بَيْنَ الْقَضَاءِ وَالْقَصَصِ وَبَيْتِ الْمَالِ، وَكَانَ رِزْقُهُ فِي الْعَامِ أَلْفَ دِينَارٍ، وَكَانَ لَا يَدَّخِرُ مِنْهَا شَيْئًا. طَارِقُ بْنُ شِهَابِ بْنِ عَبْدِ شَمْسٍ الْأَحْمَسِيُّ مِمَّنْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَغَزَا فِي خِلَافَةِ الصِّدِّيقِ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا بِضْعًا وَأَرْبَعِينَ غَزَاةً، تُوُفِّيَ بِالْمَدِينَةِ هَذِهِ السَّنَةَ. عُبَيْدُ اللَّهِ بْنُ عَدِيِّ بْنِ الْخِيَارِ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَدَّثَ عَنْ جَمَاعَةٍ مِنَ الصَّحَابَةِ، وَكَانَ مِنْ فُقَهَاءِ قُرَيْشٍ وَعُلَمَائِهِمْ، وَأَبُوهُ عَدِيٌّ مِمَّنْ قُتِلَ يَوْمَ بَدْرٍ كَافِرًا. عَبْدُ اللَّهِ بْنُ قَيْسِ بْنِ مَخْرَمَةَ كَانَ قَاضِي الْمَدِينَةِ، وَتُوُفِّيَ بِهَا فِي هَذِهِ السَّنَةِ. مَرْثَدُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو الْخَيْرِ، الْيَزْنِيُّ وَفِيهَا فُقِدَ جَمَاعَةٌ مِنَ الْقُرَّاءِ وَالْعُلَمَاءِ الَّذِينَ كَانُوا مَعَ ابْنِ الْأَشْعَثِ ; مِنْهُمْ
পৃষ্ঠা - ৭২৩৭
مَنْ هَرَبَ، وَمِنْهُمْ مَنْ قُتِلَ فِي الْمَعْرَكَةِ، وَمِنْهُمْ مَنْ أُسِرَ فَضَرَبَ الْحَجَّاجُ عُنُقَهُ، وَمِنْهُمْ مَنْ تَتَبَّعَهُ الْحَجَّاجُ حَتَّى قَتَلَهُ. وَقَدْ سَمَّى مِنْهُمْ خَلِيفَةُ بْنُ خَيَّاطٍ طَائِفَةً مِنَ الْأَعْيَانِ ; فَمِنْهُمْ مُسْلِمُ بْنُ يَسَارٍ الْمُزَنِيُّ، وَأَبُو مَرَّانَةَ الْعِجْلِيُّ قُتِلَ، وَعُقْبَةُ بْنُ عَبْدِ الْغَافِرِ قُتِلَ، وَعُقْبَةُ بْنُ وَسَّاجٍ قُتِلَ، وَعَبْدُ اللَّهِ بْنُ غَالِبٍ الْجَهْضَمِيُّ قُتِلَ، وَأَبُو الْجَوْزَاءِ الرَّبَعِيُّ قُتِلَ، وَالنَّضِرُ بْنُ أَنَسٍ، وَعِمْرَانُ وَالِدُ أَبِي جَمْرَةَ الضُّبَعِيُّ، وَأَبُو الْمِنْهَالِ سَيَّارُ بْنُ سَلَامَةَ الرِّيَاحِيُّ، وَمَالِكُ بْنُ دِينَارٍ، وَمُرَّةُ بْنُ دِبَابٍ الْهَدَادِيُّ، وَأَبُو نُجَيْدٍ الْجَهْضَمِيُّ، وَأَبُو شَيْخٍ الْهَنَائِيُّ، وَسَعِيدُ بْنُ أَبِي الْحَسَنِ، وَأَخُوهُ الْحَسَنُ الْبَصْرِيُّ. قَالَ أَيُّوبُ: قِيلَ لِابْنِ الْأَشْعَثِ: إِنْ أَحْبَبْتَ أَنْ يُقْتَلَ النَّاسُ حَوْلَكَ كَمَا
পৃষ্ঠা - ৭২৩৮

উৰায়দুস্লাহ্ ইবন আদী (বা)

তার পুর্ণনড়াম উবায়দুল্পাহ্ ইবন আদী ইবনুল খিয়ার (রা) ৷ তিনি রাসুলুল্লাহ্ (সা)-কে
পেয়েছিলেন এবং আবদুল্লাহ ইবন কায়স ইবন মাখরামাহ (রা)-এর মত এক জমাআত্ত
সাহাবায়ে কিরাম হতে তিনি হাদীস বর্ণনা করেন ৷ তিনি মদীনায় কাষী ছিলেন ৷ তিনি কুরায়শ
বংশীয় ফিকাহ্ বিশারদ ও উলমােয়ে কিরামের অন্তর্ভুক্ত ছিলেন ৷ তার পিতা আদী বদর যুদ্ধের
দিন কাফির অবস্থায় নিহত হয় ৷

এ বছরেই পবিত্র মদীনা শরীফে আবুল খায়ের মিরসাদ ইবন আবদুল্লাহ আল-ইয়ামড়ানী
ইনতিকাল করেন ৷ এ বছরেই কারীউল কুরআন ও উলাযায়ে কিরামের একটি বিরাট জামাআত
হারিয়ে যান যাৱাআল-অড়াশআহু-এর সঙ্গী ছিলেন ৷ তাদের মধ্য থেকে কেউ কেউ পালিয়ে যান;
কেউ কেউ যুদ্ধক্ষেত্রে নিহত হন ৷ আবার কেউ কেউ বন্দী হন ৷ যিনি বন্দী হন তাকে হাজ্জাজ
নৃশংসভাবে হত্যা করে ৷ তাদের মধ্যে কাউকে কাউকে হাজ্জাজ খুজে বের করে এবং হত্যা
করে ৷ খালীফাহ ইবন খইিয়াত এমন ধরনের একদল ব্যক্তিবর্পের নাম উল্লেখ করেছেন তাদের
মধ্যে নিহতরা হলেন; মুসলিম ইবন আল ইয়াসার আল-মুযানী, আবুমারানা আল-আজালী,
উকবাহ্ ইবন আবদুল ণাফফার, উকবাহ্ ইবন বিশাহ, আব্দুল্লাহ ইবন খড়ালিদ আল-জাহদামী,
আবুল জাওযা আর রাবঈ, আন-নদর ইবন আনাস, আবু হামযাহ আদদাবয়ীর পিতা ইমরান,
আবুল মিনহাল, সায়্যার ইবন সালামাহ আররাইয়াহী, মালিক ইবন দীনার, মুৰ্বাজ ইবন যুবাব
আল-হাদাদী, আবু নুজায়দ আলজাহদামী, আবু সাবীজ আল-হানায়ী, সায়ীদ ইবন আবুল
হাসান এবং তার ভাই আলহাসান আল-বসরী ৷

ইতিহাসবিদ আযুবে বলেন, “ইবনুল আসআছকে বলা হল, যদি প্তৃমি চাও যে, তোমার
চভুদািক সােকজনকে হত্যা করা হোক যেমনভাবে উৰ্ষ্ট্রর যুদ্ধের দিন হযরত আইশা (না)-এর
উটের পিঠের হড়াওদারৰুচতম্পাস্থ:র্শ্ব লোকজন নিহত হয়েছিল তাহলে আল-হাসানকে তোমার
সাথে সগ্রোমে অন্তর্ভুক্ত করে নাও ৷ সে তাকে সগ্রোমে অন্তর্ভুক্ত করেছিল ৷

কুফাবাসীদের মধ্যে যারা নিহত হয়েছিলেন তারা হলেন : সাঈদ ইবন জুবায়র, আবদুর
রহমান ইবন আবুলাইলা,আবদুল্লাহ্ ইবন শাদ্দাদ, আশ-শাবী, আবু উবায়দা ইবন আবদুল্লাহ্
ইবন মাসউদ, মা’রুর ইবন সাওয়ীদ, মুহাম্মদ ইবন সাদ ইবন আবু ওযাক্কাস, আবুল বুখতারী,
তালহা ইবন মসেরাফ, ষুবায়দ ইবন আল-হারিস আলী ইয়ামিয়ান এবং আতা ইবন
আস-সায়িব ৷
ইতিহাসবিদ আয়ুবে বলেন ও তাদের মধ্য হতে যারা ইবনুল আশআছের সাথে নিহত
, হয়েছিলেন, তারা ইবনুল আশআছের প্রতি নারায ছিলেন ৷ আর ইবনুল আশআছের অনুসারীদের
যারা নিহত হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন তারা তাদের রক্ষাকারী আল্লাহ তাআলার প্রতি
প্রাণৎসা জ্ঞাপন করেছিলেন ৷ হাজ্জাজ যাদেরকে হত্যা করেছিল তাদের মধ্যে একজন ছিলেন
ইমরান ইবন ইসাম আদ দাবয়ী, আবু হাজমাহ এর পিতা ৷ তিনি বসরার উলামায়ে কিরামের
অন্তর্ভুক্ত ছিলেন ৷ তিনি ছিলেন ইৰাদতগুযার ও সত্লোক ৷ তাকে বন্দী অবস্থায় হাজ্জাজের কাছে
প্রেরণ করা হলে হাজ্জাজ তাকে বলে, তুমি তোমার জন্যে কুফরীর সাক্ষ্য দাও তাহলে আমি
তোমাকে ছেড়ে দিব ৷ ’ তিনি বললেন, আল্লাহ্র শপথ, আমি যেদিন আল্পাহ্ তাআলার প্রতি
বিশ্বাস স্থাপন করেছি, সেদিন থেকে আর কোন দিনও মহান আল্লাহর প্রতি কুফরী করি নাই ৷ ’
তারপর তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হল এবং তাকে হত্যা করা হল ৷ নিহত ব্যক্তিদের
মধ্যে অন্য একজন হলেন, আবদুর রহমান ইবন আবু লায়লা ৷ এক জামাআত সাহাবায়ে কিরাম

০ তো
হু

قُتِلُوا حَوْلَ هَوْدَجِ عَائِشَةَ يَوْمَ الْجَمَلِ فَأَخْرِجِ الْحَسَنَ مَعَكَ، فَأَخْرَجَهُ. وَمِنْ أَهْلِ الْكُوفَةِ سَعِيدُ بْنُ جُبَيْرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى، وَعَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ، وَالشَّعْبِيُّ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَالْمَعْرُورُ بْنُ سُوَيْدٍ، وَمُحَمَّدُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَاصٍّ، وَأَبُو الْبَخْتَرِيِّ، وَطَلْحَةُ بْنُ مُصَرِّفِ، وَزُبَيْدُ بْنُ الْحَارِثِ الْيَامِيَّانِ، وَعَطَاءُ بْنُ السَّائِبِ. قَالَ أَيُّوبُ: فَمَا مِنْهُمْ مِنْ أَحَدٍ صُرِعَ مَعَ ابْنِ الْأَشْعَثِ إِلَّا رَغِبَ عَنْ مَصْرَعِهِ، وَلَا نَجَا أَحَدٌ مِنْهُمْ إِلَّا حَمِدَ اللَّهَ الَّذِي سَلَّمَهُ. وَمِنْ أَعْيَانِ مَنْ قَتَلَ الْحَجَّاجُ عِمْرَانُ بْنُ عِصَامٍ الضُّبَعِيُّ وَالِدُ أَبِي جَمْرَةَ، كَانَ مِنْ عُلَمَاءِ أَهْلِ الْبَصْرَةِ، وَكَانَ صَالِحًا عَابِدًا، أُتِيَ بِهِ أَسِيرًا إِلَى الْحَجَّاجِ، فَقَالَ لَهُ: اشْهَدْ عَلَى نَفْسِكَ بِالْكُفْرِ حَتَّى أُطْلِقَكَ. فَقَالَ: وَاللَّهِ إِنِّي مَا كَفَرْتُ بِاللَّهِ مُنْذُ آمَنْتُ بِهِ. فَأَمَرَ فَضُرِبَتْ عُنُقُهُ. عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى رَوَى عَنْ جَمَاعَةٍ مِنَ الصَّحَابَةِ، وَلِأَبِيهِ
পৃষ্ঠা - ৭২৩৯
أَبِي لَيْلَى صُحْبَةٌ، أَخَذَ عَبْدُ الرَّحْمَنِ الْقُرْآنَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ. خَرَجَ مَعَ ابْنِ الْأَشْعَثِ فَأُتِيَ بِهِ الْحَجَّاجُ أَسِيرًا، فَضُرِبَ عُنُقُهُ بَيْنَ يَدَيْهِ صَبْرًا.