আল বিদায়া ওয়া আন্নিহায়া

سنة أربع عشرة من الهجرة

من توفي في هذا العام من المشاهير والأعيان

من توفي في هذا العام من المشاهير والأعيان

পৃষ্ঠা - ৫৪৬৯


খালফও শাস্তি ভোগ করেন ৷ এই বছরেই সা দ ইবন আবী ওয়াক্কাস কুফ্৷ নগরীতে পদার্পণ
করেন ৷ হযরত উমর ইবন খাত্তাব (রা) এই বছর জনসাধারণকে সাথে নিয়ে নিজে আমীরুল
হজ্জ হয়ে হজ্জ সম্পাদন করেন ৷ তখন মক্কার শাসনকর্তা ছিলেন আত্তাব ইবন আসীদ, সিরিয়ায়
আবুউবায়দা, বাহরায়নে উসমান ইবন আরিল আস, মতান্তার সেখানে আলি ইবন হাষরামী,
ইরাকে সাল এবং ওমানে শাসনকর্তা ছিলেন হুযায়ফা ইবন হাসান ৷

১৪ র্মুইজৰী সালে যে সকল প্রুসিদ্ধ লোক ইন্তিকাল করেন

এক বর্ণনায় আছে যে, ১ সা দ ইবন উৰাদ৷ (রা) এই হিজরী সালে ইন্তিকাল করেন ৷
বিশুদ্ধ ম৩ ৷নুযায়ী তার ওফাত হয়েছে ১৩ হিজরী সালে ৷ ২ উতবা ইবন গাযওয়ান ইবন জাবিব
ইবন হাযৱ আল মুযানী (রা) ৷ তিনি আব্দ শামস গোত্রের মিত্র ছিলেন ৷ বদর যুদ্ধে উপস্থিত
ছিলেন ৷ রাসুলুল্লাহ্মোঃ , এর সাহাবী ছিলেন ৷ রাসুলুল্লাহ্ , এর নবুওয়াত প্রাপ্তির এক বছর
পর তিনি ইসলাম গ্রহণ করেন ৷ যে ইিস্যেব তিনি প্রথম ধাপে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ৷
তিনি আৰিসিনিয়ায় হিজরত করেন ৷ হযরত উমরের শাসনামলে তার নির্দেশে তিনি সর্বপ্রথম
বসরায় গমন করেন ৷ তার বহু মর্যাদা ও সম্মানজনক অবস্থানের স্বীকৃতি রয়েছে ৷ ১৪ হিজরী
সনে তার ওফাত হয় ৷ কারো মতে, ১৫ হিজরী, কারো মতে ১ ৭ হিজরী এবং কারো মতে ২০
হিজরী সনে তার ওফাত হয় ৷ আল্লাহ্ই ভাল জানেন ৷ তার বয়স ৫০ বছর অতিক্রম করেছিল ৷
কেউ বলেছেন, তিনি ৬০ বছর বয়সে পৌছেছিলেন ৷ ৩ আমর ইবন উম্মে মাকতৃম (রা) অন্ধ
সাহাবী ৷ কারো মতে তার নাম ছিল আবদুল্লাহ ৷

মুহাজির সাহাবী, মুস আর ইবন উমায়রের পর রাসুলুল্লাহ্:নোং , এর পুর্বে তিনি মক্কা থেকে
মদীনায় হিজরত করেন ৷ তিনি লোকদেরকে কুরআন শিক্ষা দিতেন ৷ রাসুলুল্লাহ্ ন্ধুষ্ন্শ্ ট্রু
একাধিকবার তড়াকে মদীনায় শাসনকর্তা নিয়োগ করেছিলেন ৷ কেউ বলেছেন, ১৩ বার তিনি এই
দায়িত্ব পেয়েছিলেন ৷ হযরত উমর (রা)-এর শাসনামলে সেনাপতি সাদ-এর সাথে তিনি
কাদেসিয়৷ যুদ্ধে অংশ্যাহণ করেছিলেন ৷ কথিত আছে যে, তিনি ওই যুদ্ধে শহীদ হয়েছেন ৷
কারো মতে, তিনি মদীনা ফিরে এসেছিলেন এবং সেখানে তার ওফাত হয় ৷ আল্লাহ্ ভাল
জানেন ৷ : মুছান্ন৷ ইবন হারিছা ইবন সালামা ইবন দামদাম ইবন সাদ ইবন মুররাহ ইবন
ষুহল ইবন শায়বান শায়বানী (রা) ৷ তিনি ইরাকে হযরত খালিদের উপ-প্রধান প্রশাসক ছিলেন ৷
সেতু যুদ্ধে আবু উবায়দের নিহত হবার পর তিনি সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন ৷ তিনি
মুসলিম সৈনিকঃদর, ব্যাপারে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করেন:এবংতাদেরাক সেদিন পারসিকদের ,
কাল থেকে উদ্ধার করে আনেন ৷ তিনি অন্যতম দক্ষ ঘোড়-সওয়ার নেতা ছিলেন ৷ তিনি হযরত
ৰ্াবু বকর সিদ্দীক (রা)-এর নিকট গিয়ে তাকে ইরাক আক্রমণে উদ্বুদ্ধ করেন ৷ তার
ইঃতিকালের পর সা দ ইবন আবী ওয়াক্কাস (রা) তার বিধবা ত্রীকে বিয়ে করেন ৷ (মহান
ন্:ষ্ ষ্ৱাহ্ তাদের দুজনের প্রতি সত্তুষ্ট হোন) ৷ ইবন আহীর তার আর গাবাহ গ্রন্থে সাহাবীদের

-ৰুন্ষ্ৰ্র তালিকায় তার নাম উল্লেখ করেছেন ৷

৫ আবুযায়দ আনসারী আল নাজ্বজারী (রা) ৷ রাসুলুল্লাহ্ন্;ণ্শ্ষ্,ষ্টুএর যুগে যে ৪জন আনসারী

গ্হেরীি ক্যুআন মব্জীদ সংরক্ষণ করেছিলেন তিনি ণ্র্তীদের অন্যতম ৷ হযরত আনাস ইবন


أُعِيذُكَ بِاللَّهِ وَنَفْسِي مِنْ ذَلِكَ، إِنَّ النَّاسَ أَسْرَعُوا إِلَى اللَّهِ حَتَّى رُفِعَتْ لَهُمُ الدُّنْيَا فَأَرَادُوهَا، فَأَرِدِ اللَّهَ وَلَا تُرِدِ الدُّنْيَا، وَاتَّقِ مَصَارِعَ الظَّالِمِينَ. وَقَدْ فَتَحَ عُتْبَةُ الْأُبُلَّةَ فِي رَجَبٍ أَوْ شَعْبَانَ مِنْ هَذِهِ السَّنَةِ، وَلَمَّا مَاتَ عُتْبَةُ بْنُ غَزْوَانَ فِي هَذِهِ السَّنَةِ اسْتَعْمَلَ عُمَرُ عَلَى الْبَصْرَةِ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ سَنَتَيْنِ، فَلَمَّا رُمِيَ بِمَا رُمِيَ بِهِ عَزَلَهُ وَوَلَّى عَلَيْهَا أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ، رَضِيَ اللَّهُ عَنْهُمْ. وَفِي هَذِهِ السَّنَةِ ضَرَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ابْنَهُ عُبَيْدَ اللَّهِ فِي الشَّرَابِ هُوَ وَجَمَاعَةٌ مَعَهُ، وَفِيهَا ضَرَبَ أَبَا مِحْجَنٍ الثَّقَفِيَّ فِي الشَّرَابِ أَيْضًا سَبْعَ مَرَّاتٍ، وَضَرَبَ مَعَهُ رَبِيعَةَ بْنَ أُمَيَّةَ بْنِ خَلَفٍ. وَفِيهَا نَزَلَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ بِ الْكُوفَةِ. وَحَجَّ بِالنَّاسِ فِي هَذِهِ السَّنَةِ عُمَرُ بْنُ الْخَطَّابِ. قَالَ: وَكَانَ بِمَكَّةَ عَتَّابُ بْنُ أَسِيدٍ، وَبِالشَّامِ أَبُو عُبَيْدَةَ، وَبِالْبَحْرَيْنِ عُثْمَانُ بْنُ أَبِي الْعَاصِ، وَقِيلَ: الْعَلَاءُ بْنُ الْحَضْرَمِيِّ. وَعَلَى الْعِرَاقِ سَعْدٌ، وَعَلَى عُمَانَ حُذَيْفَةُ بْنُ مِحْصَنٍ. [مَنْ تُوُفِّيَ فِي هَذَا الْعَامِ مِنَ الْمَشَاهِيرِ وَالْأَعْيَانِ] ذِكْرُ مَنْ تُوُفِّيَ فِي هَذَا الْعَامِ مِنَ الْمَشَاهِيرِ وَالْأَعْيَانِ. فَفِيهَا تُوُفِّيَ سَعْدُ بْنُ عُبَادَةَ فِي قَوْلٍ، وَالصَّحِيحُ فِي الَّتِي قَبْلَهَا. وَاللَّهُ أَعْلَمُ. وَفِيهَا تُوُفِّيَ عُتْبَةُ بْنُ غَزْوَانَ بْنِ جَابِرِ بْنِ وُهَيْبٍ الْمَازِنِيُّ، حَلِيفُ بَنِي عَبْدِ شَمْسٍ، صَحَابِيٌّ بَدْرِيٌّ، وَأَسْلَمَ قَدِيمًا بَعْدَ سَنَةٍ، وَهَاجَرَ إِلَى أَرْضِ الْحَبَشَةِ، وَهُوَ أَوَّلُ مَنِ اخْتَطَّ الْبَصْرَةَ عَنْ أَمْرِ عُمَرَ، وَإِمْرَتُهُ لَهُ عَلَى ذَلِكَ كَمَا تَقَدَّمَ، وَلَهُ فَضَائِلُ
পৃষ্ঠা - ৫৪৭০


মালিকের হাদীস দ্বারা তা প্রমাণিত হয় ৷ ৪জন আনসারী সাহাবী হলেন মুআয ইবন জ্যবাল
(রা) , উবইি ইবন কাব (বা) , যায়দ ইবন ছড়াবিত (রা) ও আবু যায়দ (রা) ৷ আনাস (রা)
বলেছেন যে, আবু যায়দ আমার চাচা হন ৷ কালবী বলেছেন যে, এই আবু যায়দ-এর নাম কায়স
ইবন সাকান ইবন কায়স ইবন যাউরা ইবন হাযম ইবন জুনদৃব ইবন পানাম ইবন আদী ইবন
নাজ্বজার ৷ তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ৷ মুসা ইবন উকবা বলেন, আবু যায়দ (রা)
, আবুউবায়দের সেতুর যুদ্ধে শহীদ হন ৷ মুসা ইবন উকবার মতে, সেতুর যুদ্ধ সংঘটিত হয়েছিল
১৪ হিজরী সালে ৷ কেউ কেউ বলেছেন যে, আবু যায়দ নামে যিনি কুরআন সংরক্ষণ করেছিলেন
তিনি হলেন সাদ ইবন উবায়দ (রা) ৷ আনাস ইবন মালিক (রা) থেকে কাতদাের বর্ণিত হাদীস
দ্বারা ওদের বক্তব্য প্রত্যাথ্যাত হয় ৷
আনাস ইবন মালিক বলেছেন, আওস ও খাযরাজ গেত্রে একদিন নিজ নিজ গোত্রের গৌবর
ও সম্মান বর্ণনা করতে বসেছিল ৷ আওস গোত্র বসেছিল, আমাদের মধ্যে ছিলেন পাসীলুল
মালাইকা’ বা ফিরিশতাদের গোসল পাওয়ার অধিকারী হানযালাহ্ ইবন আবী আমির ৷ আমাদের
মধ্যে ছিলেন আসীন ইবন ছাবিত ইবন আবু আফলাহ্ বিশেষ ভ্রমর এসে যার লাশ রক্ষা
করেছিল ৷ আমাদের মধ্যে ছিলেন সাদ ইবন মুআয (রা) যার মৃত্যুতে আল্লাহর আরশ
কেপেছিল ৷ আমাদের মধ্যে আছেন খুযায়মা ইবন ছাবিত যার একার সাক্ষ্য দৃ’জনের সাক্ষেব্লর
সমান ৷
উত্তরে খাযরাজ গোত্র বসেছিল, আমাদের মধ্যে আছেন সেই চার ব্যক্তি যারা রাসুলুল্লাহ্
মোঃ এর যুগে কুরআন সংরক্ষণ করেছিলেন ৷ তারা হলেন উবাই (রা), যায়দ ইবন ছাবিত
(বা) , মুঅড়ায (রা) ও আবুযায়দ (রা) ৷
৬ আবু উবায়দ ইবন মাসউদ ইবন আমর ছাকাফী (রা) ৷ তিনি ইরাকের সেনাপতি
মুখতাব ইবন আবু উবায়দ-এর পিতা ৷ তিনি আবদুল্লাহ ইবন উমর (রা)-এর শ্রী সাফিয়্যার
পিতা ৷ রড়াসুলুল্লাহ্হ্রশুহুনুদ্বুএ্যায় জীবদ্দশায় তিনি ইসলাম গ্রহণ কারন ৷ শায়খ আবু উমর ইবন
আবদুল বার র্তাকে সাহাবী তালিকায় অন্তর্ভুক্ত করেছেন ৷ শায়খ হাফিজ আবদুল্লাহ যাহাবী
বলেছেন যে, আবু উবায়দের বর্ণিত দৃ’একটি হাদীস থাকতেও পারে তা অসম্ভব নয় ৷
৭ আবু কুহাফা (রা) ৷ তিনি প্রথম খলীফা হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর পিতা ৷
হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর বংশ পরিচয় হলো আবদুল্লাহ ইবন আবী কুহড়াফা উসমান
ইবন আমির ইবন সাখর ইবন কাব ইবন সাদ ইবন তায়ম ইবন মুররাহ্ ইবন কাব ইবন
লুওয়াই ইবন গালিব ৷ হযরত আবু কুহাফা (রা) ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের বছর ৷
ইসলাম গ্রহণ করার পর হযরত আবু বকর সিদ্দীক (রা) তাকে ধরে ধরে রাসুলুল্লাহ্মোঃ এর
দরবারে এসে হাজির করেন ৷ রাসুলুল্লাহ্দ্বুআে ’ বললেন, “আহ্ ৷ বৃদ্ধ ণ্লাকটিকে নিজ গৃহে রেখে
দিলেন না ফেন৷ প্রয়োজনে আমরা তার নিকট যেতাম ৷ হযরত আবু বকর সিদ্দীক (রা)এর
সষ্মানার্থে তিনি একথা বলেছিলেন ৷ উত্তরে আবু বকর (রা) বললেন, ইয়া রাসুলাল্লাহ্ড়াে !
বরং আপনার নিকট আসাটা তার অধিক জরুরী ৷ রাসুলুল্লাহ্সাঃআবু কুহাফা (রা)-কে তার
সম্মুখে বসালেন ৷ আবু কুহাফা (রা)-এর চুল থেকে শনের ন্যায় সাদা হয়ে গিয়েছিল ৷
রাসুলুল্পাহ্ড়োতার জন্যে দুআ করলেন এবং বললেন যে, কোন কিছু ব্যবহার করে সাদা চুল


وَمَآثِرُ، وَتُوُفِّيَ سَنَةَ أَرْبَعَ عَشْرَةَ، وَقِيلَ: سَنَةَ خَمْسَ عَشْرَةَ. وَقِيلَ: سَنَةَ سَبْعَ عَشْرَةَ. وَقِيلَ: سَنَةَ عِشْرِينَ. فَاللَّهُ أَعْلَمُ. وَقَدْ جَاوَزَ الْخَمْسِينَ. وَقِيلَ: بَلَغَ سِتِّينَ سَنَةً، رَضِيَ اللَّهُ عَنْهُ. عَمْرُو بْنُ أُمِّ مَكْتُومٍ الْأَعْمَى، وَيُقَالُ: اسْمُهُ عَبْدُ اللَّهِ. صَحَابِيٌّ مُهَاجِرٌ، هَاجَرَ بَعْدَ مُصْعَبِ بْنِ عُمَيْرٍ قَبْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ يُقْرِئُ النَّاسَ الْقُرْآنَ، وَقَدِ اسْتَخْلَفَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمَدِينَةِ غَيْرَ مَرَّةٍ، فَيُقَالُ: ثَلَاثَ عَشْرَةَ مَرَّةً. وَشَهِدَ الْقَادِسِيَّةَ مَعَ سَعْدٍ زَمَنَ عُمَرَ، فَيُقَالُ: إِنَّهُ قُتِلَ بِهَا شَهِيدًا. وَيُقَالُ: إِنَّهُ رَجَعَ إِلَى الْمَدِينَةِ وَتُوفِي بِهَا. فَاللَّهُ أَعْلَمُ. الْمُثَنَّى بْنُ حَارِثَةَ بْنِ سَلَمَةَ بْنِ ضَمْضَمِ بْنِ سَعْدِ بْنِ مُرَّةَ بْنِ ذُهْلِ بْنِ شَيْبَانَ الشَّيْبَانِيُّ، نَائِبُ خَالِدٍ عَلَى الْعِرَاقِ، وَهُوَ الَّذِي صَارَتْ إِلَيْهِ الْإِمْرَةُ بَعْدَ أَبِي عُبَيْدٍ يَوْمَ الْجِسْرِ، فَدَارَى بِالْمُسْلِمِينَ حَتَّى خَلَّصَهُمْ مِنَ الْفُرْسِ يَوْمَئِذٍ، وَكَانَ أَحَدَ الْفُرْسَانِ الْأَبْطَالِ، وَهُوَ الَّذِي رَكِبَ إِلَى الصِّدِّيقِ فَحَرَّضَهُ عَلَى غَزْوِ الْعِرَاقِ، وَلَمَّا تُوُفِّيَ تَزَوَّجَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ بِامْرَأَتِهِ سَلْمَى بِنْتِ حَفْصٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَأَرْضَاهُمَا وَقَدْ ذَكَرَهُ ابْنُ الْأَثِيرِ فِي كِتَابِهِ " الْغَابَةِ فِي أَسْمَاءِ الصَّحَابَةِ ". أَبُو زَيْدٍ الْأَنْصَارِيُّ النَّجَّارِيُّ، أَحَدُ الْقُرَّاءِ الْأَرْبَعَةِ الَّذِينَ حَفِظُوا الْقُرْآنَ مَنِ الْأَنْصَارِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَمَا ثَبَتَ ذَلِكَ فِي حَدِيثِ أَنَسِ بْنِ مَالِكٍ، وَهُمْ: مُعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ. قَالَ أَنَسٌ:
পৃষ্ঠা - ৫৪৭১
শো

০০ না প্রায় :

আল-বিদায়া ওয়ান নিহয়ো ৯ ৭

পরিবর্তন করে ফেলবেন ৷ তবে কালো করবেন না ৷ রাসুলুল্লাহ্ড্রা এর ইনতিকাণের পর
হযরত আবু বকর (বা) খলীফা হলেন ৷ তখন আবু কুহাফা (রা) মক্কায় অবস্থান করছিলেন ৷
পুত্রের খলীফা হবার কথা তাকে জানানো হলো ৷ তিনি বললেন, ৰানু হাশিম ও ৰানু মাখবুম
গোত্র কি তা মেনে নিয়েছে ? বলা হলো, হ্যা তারা মােন নিয়েছে ৷ তিনি বললেন-

ছুাট্া
এটি মহান আল্লাহর অনুগ্রহ ৷ যাকে ইচ্ছা তাকে তিনি তা দান করেন ৷ ’ এরপর পিতার
জীবদ্দশায় হযরর্ত আবু বকর (রা)-এর ইনতিকাল হয় ৷ তারপর ১৪ হিজরী সালের রজব মাসে
মতান্তার মুহাররম মাসে মক্কায় আবু কুহাফা (রা)-এর ওফাত হয় ৷ তার বয়স হয়েছিল ৭৪
বছর ৷ মহান আল্লাহ র্তাকে দয়া করুন এবং তাকে মর্যাদাপুর্ণ বাসস্থান দান করুন ৷

১৪ হিজরী সালে শহোদতবরণকারী

শায়খ আবু আবদুল্লাহ সাহাবী ১ : হিজরী সালে শাহাদাত বরণকারী লোকদের নাম আরবী
অক্ষরের ক্রমানুসারে লিপিবদ্ধ করেছেন ৷ আর তা হলো : ১ আওস ইবন আওস ইবন
আতীক ৷ তিনি সেতুর যুদ্ধে শহীদ হন ৷ ২ বাশীর ইবন আব্বাস ইবন ইয়াযীদ যাফারী উহুদী
(রা) ৷ তিনি কাতড়াদা ইবন নুমড়ানের চাচাত ভইি ৷ তিনি প্রখ্যাত ঘোড়সওয়ারী হিসেবে পরিচিত
ছিলেন ৷ তার ঘোড়ার নাম ছিল হাওয়া’ ৷ ৩ ছাবিত ইবন আতীক (বা) তিনি ৰানু আমর ইবন
মাবয়ুল গোত্রের লোক ৷ তিনি রাসুলুল্লাহ্ত্দ্বুদ্বু এর সাহাবী ছিলেন ৷ তিনি সেতুর যুদ্ধে শহীদ
হন ৷ : ছালাবাহ ইবন আমর ইবন মুহসিন নাজ্জারী বদরী (রা) ৷ তিনি সেতুর যুদ্ধে শহীদ
হন ৷ ৫ হারিছ ইবন আতীক ইবন নুমান নাজ্জারী (বা) ৷ তিনি উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন ৷
সেতুর যুদ্ধে শহীদ হন ৷ ৬ হারিছ ইবন মাসউদ ইবন আবদাহ্ আনসারী সাহাবী (রা) ৷ তিনিও
সেতুর যুদ্ধে শহীদ হন ৷ ৭ হারিছ ইবন আদী ইবন মালিক আনসারী (রা) ৷ তিনি উহুদ যুদ্ধে

অংশ নিয়েছিলেন ৷ সেতুর যুদ্ধে শহীদ হন ৷ ৮ খালিদ ইবন সাঈদ ইবন আস (রা) ৷ কথিত

আছে যে, মারজুয সাফর যুদ্ধে তিনি নিহত হন ৷ এক বর্ণনা অনুযায়ী মারজুয সাফর যুদ্ধ
সংঘটিত হয়েছিল ১৪ হিজরী সনে ৷ ৯ খুযায়মা ইবনআওস আশাহালী ৷ তিনি সেতুর যুদ্ধে
শহীদ হন ৷ ১ : রাবীআ ইবন হারিছ ইবন আবদুস মুত্তালিব ৷ ইবন কানি র্তারা ওফাতের
তারিখ ১৪ হিজরীতে বলে মন্তব্য করেছেন ৷ ১ ১ যায়দ ইবন সৃরাকা, তিনি সেতুর যুদ্ধে শহীদ
হন ৷ ১ ২ সাদ ইবন সালামা ইবন ওয়াক্স আশহালী ৷ ১৩ এক বর্ণনা অনুযায়ী সাদ ইবন
রৈাদা (রা) ৷ ১ : সালমা ইবন আসলাম ইবন হুরায়শ ৷ তিনি সেতুর যুদ্ধে শহীদ হন ৷ ১ ৫
দামর৷ ইবন পাবয়াহ ৷ তিনি শহীদ হয়েছেন সেতুর যুদ্ধে ৷ ১৬ আব্বাদ, ১ ৭ আবদুল্লাহ ১৮
ৰ্বদুর রহমান ৷ র্তারা সকলের মুরী ইবন কায়যী-এর পুত্র ৷ তারা সেতুর যুদ্ধে শহীদ
ম্নো ৷ ১৯ আবদুল্লাহ ইবন সা-সাআহ ইবন ওয়াহ্ব আনসারী নাজ্জারী ৷ ’ তিনি উহুদ এবং
ধ্া৷ পরবর্তী যুদ্ধসমুহে অংশগ্রহণ করেছেন ৷ আল গাবাহ’ গ্রন্থে ইবনুল আহীর উল্লেখ করেছেন
গুধ্, তিনি সেতুর যুদ্ধে শহীদ হয়েছেন ৷ ২০ উতৰা ইবন গাযওয়ান (রা) ৷ ইতিপুর্বে তার
স্পর্কে আলোচনা হয়েছে ৷ ২ ১ উকৰা ২২ আবদুল্লাহ ৷ র্তারা দৃজনে ভাই ৷ তাদের পিতা

ৰ্া!ৰী ইবন কায়সের সাথে তারা সেতুর যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং দৃ’ভইি সেদিন শহীদ

১৩


أَحَدُ عُمُومَتِي. قَالَ الْكَلْبِيُّ: وَاسْمُ أَبِي زَيْدٍ هَذَا قَيْسُ بْنُ السَّكَنِ بْنِ قَيْسِ بْنِ زَعُورَاءَ بْنِ حَرَامِ بْنِ جُنْدُبِ بْنِ غَنْمِ بْنِ عَدِيِّ بْنِ النَّجَّارِ، شَهِدَ بَدْرًا. قَالَ مُوسَى بْنُ عُقْبَةَ: وَاسْتُشْهِدَ يَوْمَ جِسْرِ أَبِي عُبَيْدٍ. وَهِيَ عِنْدَهُ فِي سَنَةِ أَرْبَعَ عَشْرَةَ. وَقَالَ بَعْضُ النَّاسِ: أَبُو زَيْدٍ الَّذِي جَمَعَ الْقُرْآنَ سَعْدُ بْنُ عُبَيْدٍ. وَرَدُّوا هَذَا بِرِوَايَةِ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: افْتَخَرَتِ الْأَوْسُ وَالْخَزْرَجُ. فَقَالَتِ الْأَوْسُ: مِنَّا غَسِيلُ الْمَلَائِكَةِ حَنْظَلَةُ بْنُ أَبِي عَامِرٍ، وَمِنَّا الَّذِي حَمَتْهُ الدَّبْرُ عَاصِمُ بْنُ ثَابِتِ بْنِ أَبِي الْأَقْلَحِ، وَمِنَّا الَّذِي اهْتَزَّ لَهُ عَرْشُ الرَّحْمَنِ سَعْدُ بْنُ مُعَاذٍ، وَمِنَّا الَّذِي جُعِلَتْ شَهَادَتُهُ شَهَادَةَ رَجُلَيْنِ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ. فَقَالَتِ الْخَزْرَجُ: مِنَّا أَرْبَعَةٌ جَمَعُوا الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ; أُبَيٌّ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَمُعَاذٌ، وَأَبُو زَيْدٍ. رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ. أَبُو عُبَيْدِ بْنُ مَسْعُودِ بْنِ عَمْرٍو الثَّقَفِيُّ، وَالِدُ الْمُخْتَارِ بْنِ أَبِي عُبَيْدٍ أَمِيرِ الْعِرَاقِ، وَوَالِدُ صَفِيَّةَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَسْلَمَ أَبُو عُبَيْدٍ فِي حَيَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَكَرَهُ الشَّيْخُ أَبُو عُمَرَ بْنُ عَبْدِ الْبَرِّ فِي الصَّحَابَةِ. قَالَ شَيْخُنَا الْحَافِظُ أَبُو عَبْدِ اللَّهِ الذَّهَبِيُّ: وَلَا يَبْعُدُ أَنْ يَكُونَ لَهُ رِوَايَةٌ. وَاللَّهُ أَعْلَمُ.
পৃষ্ঠা - ৫৪৭২
أَبُو قُحَافَةَ وَالِدُ الصِّدِّيقِ، وَاسْمُ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قُحَافَةَ عُثْمَانَ بْنِ عَامِرِ بْنِ صَخْرِ بْنِ كَعْبِ بْنِ سَعْدِ بْنِ تَيْمِ بْنِ مُرَّةَ بْنِ كَعْبِ بْنِ لُؤَيِّ بْنِ غَالِبٍ، أَسْلَمَ أَبُو قُحَافَةَ عَامَ الْفَتْحِ، فَجَاءَ بِهِ الصِّدِّيقُ يَقُودُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَلَّا أَقْرَرْتُمُ الشَّيْخَ فِي بَيْتِهِ حَتَّى كُنَّا نَحْنُ نَأْتِيهِ» . تَكْرِمَةً لِأَبِي بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: بَلْ هُوَ أَحَقُّ بِالسَّعْيِ إِلَيْكَ يَا رَسُولَ اللَّهِ، فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْهِ، وَرَأْسُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا، وَدَعَا لَهُ، وَقَالَ: «غَيِّرُوا هَذَا الشَّيْبَ بِشَيْءٍ، وَجَنِّبُوهُ السَّوَادَ» . وَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَارَتِ الْخِلَافَةُ إِلَى الصِّدِّيقِ، أَخْبَرَهُ الْمُسْلِمُونَ بِذَلِكَ وَهُوَ بِمَكَّةَ، فَقَالَ: وَأَقَرَّتْ بِذَلِكَ بَنُو هَاشِمٍ وَبَنُو مَخْزُومٍ؟ قَالُوا: نَعَمْ. قَالَ: ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ. ثُمَّ أُصِيبَ بِابْنِهِ الصِّدِّيقِ، رَضِيَ اللَّهُ عَنْهُ، ثُمَّ تُوُفِّيَ أَبُو قُحَافَةَ فِي مُحَرَّمٍ، وَقِيلَ: فِي رَجَبٍ سَنَةَ أَرْبَعَ عَشْرَةَ بِمَكَّةَ. عَنْ أَرْبَعٍ وَتِسْعِينَ سَنَةً، رَحِمَهُ اللَّهُ وَأَكْرَمَ مَثْوَاهُ. وَمِمَّنْ ذَكَرَ شَيْخُنَا أَبُو عَبْدِ اللَّهِ الذَّهَبِيُّ مِنَ الْمُسْتَشْهَدِينَ فِي هَذِهِ السَّنَةِ مُرَتَّبِينَ عَلَى الْحُرُوفِ: أَوْسُ بْنُ أَوْسِ بْنِ عَتِيكٍ. قُتِلَ يَوْمَ الْجِسْرِ. بَشِيرُ بْنُ عَنْبَسِ بْنِ يَزِيدَ الظُّفَرِيُّ أُحُدِيٌّ، وَهُوَ ابْنُ عَمِّ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ، وَيُعْرَفُ بِفَارِسِ الْحَوَّاءِ ; اسْمِ فَرَسِهِ. ثَابِتُ بْنُ عَتِيكٍ، مِنْ بَنِي عَمْرِو بْنِ مَبْذُولٍ، صَحَابِيٌّ، قُتِلَ يَوْمَ الْجِسْرِ. ثَعْلَبَةُ بْنُ عَمْرِو
পৃষ্ঠা - ৫৪৭৩


হয়েছেন ৷ ২৩ আল৷ ইবন হাযরামী ৷ এক বর্ণনা অনুযায়ী তিনি এই সনে ইনতিকাল
করেছেন ৷ কেউ কেউ বলেছেন, বরং এর পরবর্তী বছর অর্থাৎ ১৫ হিজরী সনে তিনি ইনতিকাল
করেছেন ৷ এ বিষয়ের আলোচনা পরে আসবে ৷ ২৪ আমর ইবন আবু য়ুসর ৷ তিনি সেতুর
যুদ্ধের শহীদ হন ৷ ২৫ কায়স ইবন সাকান আবু যায়দ আনসারী (রা) ৷ ইতিপুর্বে তার সম্পর্কে
আলোচনা হয়েছে ৷ ২৬ মুছান্ন৷ ইবন হারিছ৷ শায়ৰানী ৷ এই বছরেই তার ওফাত হয় ৷ ২৭
নাফি ইবন গায়লান, সেতুর যুদ্ধে তিনি শহীদ; হন ৷ ২৮ নাওফল ইবন হারিছ ইবন আবদুল
যুত্তালিব (রা) ৷ তিনি তার চাচা আব্বাস (রা)-এর চাইতে বয়সে বড় ছিলেন ৷ কেউ বলেছেন;
তিনি এই বছর ইনতিকাল করেছেন ৷ কিন্তু প্রসিদ্ধ অভিমত হলো তিনি পুর্বে ইনতিকাল
করেছেন ৷ ২৯ ওয়াজিদ ইবন আবদৃল্পাহ্ তিনি শহীদ১ হয়েছেন ৷

৩০ ইয়াযীদ ইবন কায়স ইবন খাতীম আনসারী যাফারী (রা) ৷ তিনি উহুদ ও পরবর্তী
যুদ্ধসমুহে অ শ নিয়েছেন ৷ সেতুর যুদ্ধে শহীদ হয়েছেন ৷ উহুদ যুদ্ধে তার দেহে বহু আঘাত
লেগেছিল ৷ বহু ক্ষরু তর সৃষ্টি হয়েছিল ৷ তার পি৩ ৷ প্রসিদ্ধ কবি ছিলেন ৷ ৩ ১ আবু উবায়দ ইবন
মাসউদ ছাকাফী ৷ সেতু যুদ্ধের প্রধান সেনাপতি ৩৷ ওই সেতুর নিকট তিনি শহীদ হয়েছিলেন
বলে তার নামে ওই সেতু পরিচিত হয়েছে এবং ওই যুদ্ধকে আবু উবায়দের সেতুর যুদ্ধ বলা
হয়ে থাকে ৷ শত্রুপক্ষের হাতি তাকে পা দিয়ে ঘিরে ফেলে ৷ প্রথমে তিনি নিজ তরবারি দ্বারা ওই
হাতির ৎ: ড় কোট ফেলেছিলেন ৷ ৩২ আবু কুহাফা তায়মী (রা)-হযরত আবু বকর সিদ্দীক
(রা)-এর পিতা ৷ এই বছর তার ওফাত হয় ৷ ৩৩ হিনদা বিনত উতবা ইবন রাবীআ ইবন
আবদ শামস ইবন উমাইয়া আল উমাবিয়্যাহ ৷ মুআবিয়া ইবন আবী সুফয়ানের মাতা ৷ তিনি
কুরায়শী নেত্রীস্থুানীয় মহিলাদের একজন ছিলেন ৷ বুদ্ধি বিবেচনা ও নেতৃতৃগুণে৩ তিনি মহিলাদের
মধ্যে বিশেষ স্থান দখল করেখ্ন্নিয়েছিলেন ৷৩ তার স্বামী আবুসুফয়ানের সাথে যুশরিকদের পক্ষে
তিনি উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন ৷ মুসলিম হত্যার সেদিন তিনি ছিলেন অতি উৎসাহী ৷ হযরত
হামযা (বা) শহীদ হওয়ার পর হিনৃদা তার নাক, কান ও অন্যান্য অঙ্গ কর্তন করে ৷ তার কলিজা
মুখে পুরে চিবাতে থাকে ৷ কিত্তু গিলতে পারেনি ৷ হযরত হামযা (বা) বদর যুদ্ধে ইিনৃদার বাবা
ও ভাইকে হত্যা করেছিলেন ৷ সব কিছুর পর মক্কা বিজয়ের বছর হিনদা ইসলাম গ্রহণ করেন
এবং পরবর্তীতে সুন্দরভাবে ইসলামের বিধি-বিধান পালন করেন ৷ তার স্বামী আবু সুফয়ানের
ইসলাম গ্রহণের এক রাত পর তিনি ইসলাম গ্রহণ করেন ৷

বায়আত করার জন্যে রাসুলুল্লাহ্ন্দ্বুন্হৃএর দরবারে যাবার পুর্বে তিনি স্বামীর অনুমতি
চাইলেন ৷ আবু সুফয়ান বললেন, তুমি তো গতকালও এটি অস্বীকার করতে, প্রত্যাখ্যান
করতে ৷ হিনদা বললেন, এ রাতের পুর্বে অন্য কোন রাতে এই মসজিদে এমন পরিপুর্ণতাবে
আল্লাহ্র ইবাদত করতে আমি কাউকে দেখিনি ৷ আল্লাহ্র কসম ! ওরা সারা রাত নামায পড়ে
পড়ে কাটিয়েছে ৷ আবু সুফয়ান বললেন, তুমি তাে অনেক দোষ ত্রুটি করেছ, সুতরাং রাসুলুল্লাহ্

ন্:;ন্শু এর দরবারে একা যেত না ৷ হিনদা তখন হযরত উসমান ইবন আফ্ফান (রা) কিংবা
আপন সহােদর আবু হুযায়ফা ইবন উতবাকে সাথে নিয়ে রাসুলুল্লাহ্মোঃ -এর দরবারে উপস্থিত



১ মুল গ্রন্থে র্ফাকা রয়েছে ৷ ইসাৰা গ্রন্থে আছে, তিনি উমর (রা)এর খিলাফতকালের প্রথম দিকে ইনতিকাল
করেন ৷


بْنِ مِحْصَنٍ النَّجَّارِيُّ بَدْرِيٌّ، قَتِلَ يَوْمَئِذٍ. الْحَارِثُ بْنُ عَتِيكِ بْنِ النُّعْمَانِ النَّجَّارِيُّ، شَهِدَ أُحُدًا، قُتِلَ يَوْمَئِذٍ. الْحَارِثُ بْنُ مَسْعُودِ بْنِ عَبْدَةَ، صَحَابِيٌّ أَنْصَارِيٌّ، قُتِلَ يَوْمَئِذٍ. الْحَارِثُ بْنُ عَدِيِّ بْنِ مَالِكٍ، أَنْصَارِيُّ أُحُدِيُّ، قُتِلَ يَوْمَئِذٍ. خَالِدُ بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ، قِيلَ: إِنَّهُ اسْتُشْهِدَ يَوْمَ مَرْجِ الصُّفَّرِ، وَكَانَ فِي سَنَةِ أَرْبَعَ عَشْرَةَ فِي قَوْلٍ. خُزَيْمَةُ بْنُ أَوْسٍ الْأَشْهَلِيُّ، قُتِلَ يَوْمَ الْجِسْرِ. رَبِيعَةُ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَرَّخَ وَفَاتَهُ فِي هَذِهِ السَّنَةِ ابْنُ قَانِعٍ. زَيْدُ بْنُ سُرَاقَةَ، يَوْمَ الْجِسْرِ. سَعْدُ بْنُ سَلَامَةَ بْنِ وَقْشٍ الْأَشْهَلِيُّ. سَعْدُ بْنُ عُبَادَةَ، فِي قَوْلٍ. سَلَمَةُ بْنُ أَسْلَمَ بْنِ حَرِيشٍ، يَوْمَ الْجِسْرِ. سَلَمَةُ بْنُ هِشَامٍ، يَوْمَ مَرْجِ الصُّفَّرِ وَقَدْ كَانَ فِي سَنَةِ أَرْبَعَ عَشْرَةَ فِي قَوْلٍ. سَلِيطُ بْنُ قَيْسِ بْنِ عَمْرٍو الْأَنْصَارِيُّ، يَوْمَ الْجِسْرِ. ضَمْرَةُ بْنُ غَزِيَّةَ، يَوْمَ الْجِسْرِ. عَبَّادٌ وَعَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ بَنُو مِرْبَعِ بْنِ قَيْظِيِّ، قُتِلُوا يَوْمَئِذٍ. عَبْدُ اللَّهِ بْنُ صَعْصَعَةَ بْنِ وَهْبٍ الْأَنْصَارِيُّ النَّجَّارِيُّ، شَهِدَ أُحُدًا وَمَا بَعْدَهَا. قَالَ ابْنُ الْأَثِيرِ فِي " الْغَابَةِ ": وَقُتِلَ يَوْمَ الْجِسْرِ. عُتْبَةُ بْنُ غَزْوَانَ، تَقَدَّمَ. عُقْبَةُ وَأَخُوهُ عَبْدُ اللَّهِ، حَضَرَا الْجِسْرَ مَعَ أَبِيهِمَا قِيظِيِّ بْنِ قَيْسٍ، وَقُتِلَا يَوْمَئِذٍ. الْعَلَاءُ بْنُ الْحَضْرَمِيِّ، تُوُفِّيَ فِي هَذِهِ السَّنَةِ فِي قَوْلٍ، وَقِيلَ: بَعْدَهَا. وَسَيَأْتِي. عُمَرُ بْنُ أَبِي الْيَسَرِ، قُتِلَ يَوْمَ الْجِسْرِ. قَيْسُ بْنُ السَّكَنِ أَبُو زَيْدٍ الْأَنْصَارِيُّ، رَضِيَ اللَّهُ عَنْهُ، تَقَدَّمَ. الْمُثَنَّى بْنُ حَارِثَةَ الشَّيْبَانِيُّ، تُوُفِّيَ فِي هَذِهِ السَّنَةِ،
পৃষ্ঠা - ৫৪৭৪


হলো নেকাব পরিধান করে, মুখ ঢেকে ৷ অন্যান্য মহিলার সাথে যখন রত্বসুলুল্লড়াহ্ন্”শু র্তাকেও
বায়আত করছিলেন, রদ্বসুলুল্লাহ্ঙ্কঠুক্ষ্ণবে বলছিরুলন যে, অঙ্গীকার কর যে, আল্লাহ র সাথে কোন
বস্তুকে শরীক করবে না , চুরি করবে না এবং ব্যভিচার করবে না ৷ হঠাৎ হিনৃদা বলে উঠল যে,
স্বাধীন মহিলা কি কোন সময় ব্যভিচার করো রাসুলুল্পাহ্ হৃহুঢুস্র: যখন বললেন, “তোমরা
তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না ৷” তখন হিনৃদা বলে উঠল, তড়াদেরকে আমরা ছোট
বেলায় লালন-পালন করেছি এখন বড় হবার পর কি হত্যা করতে পারিঃ’ একথা শুনে রাসুলুল্লাহ্
স্রমুচকি হাসলেন ৷

বায়আত প্রসঙ্গে আল্লাহ্র বাণী উদ্ধৃত করে রাসুলুল্লাহ্মোঃবলছিলেন যে, “তারা সজ্ঞানে
কোন অপবাদ রচনা করে রটাবে না এবং আপনার অবাধ্য হবে না ৷” এতটুকু বলার পর হিনৃদা
বলে উঠলেন, অবাধ্য হবে না সৎকার্যে ৷ ’ রাসুলুল্লাহমোঃ বললেন০ ং হ্যা, সৎকার্যে ৷ হিনদার
এই সকল বক্তব্য তার বাগাি৩ ড়া ও বুদ্ধিমত্তার সাক্ষ্য বহন করে ৷ তিনি রাসুলুল্লাহ্খ্যাঃ এর
উদ্দেশ্যে বললেন, আল্লাহর কলম হে মুহাম্মদমোঃ ! দুনিয়াতে র্তাবুবাসীদের মধ্যে আপনার
জ বাসী ধ্বংস ও লাঞ্ছিত হোক তার চাইতে প্রিয় কিছু আমার নিকট ছিল না ৷ আর এখন
দুনিয়ার র্তাবুবাসীদের মধ্যে আপনার র্তাবুবাসীগণ সম্মানী, মর্যাদাবান ও ণ্ন্নত হোক তার
চাইতে প্রিয় কিছু আমার নিকট :নই ৷ ” বাসুলুল্লাহফাং ষ্ বললেন মহান আল্লাহ র কসম ব্যাপার
সে রকমই হয় ৷

হিনৃদা ভরংাপোষণে জ্জি স্বামীর কাপণ্য সম্পর্কে রাসুলুল্লাহ্ব্লুৰুন্ড্রু এর নিকট ৩৷ ৷ ৩যােগ পেশ
করেছিলেন ৷ রাসুলুল্লাহ:;রুষ্টুহুউত্যাক সততার সাথে তার নিজের এবং সন্তানদের ভরণ-পােষণের
সমপবিমাণ অর্থ স্বামীর অনুমড়াত ব্য৩ ঠীত তার সম্পদ থেকে নিয়ে নেয়ার অনুমতি দিয়েছিলেন ৷
ফ্যাকহ্ ইবন মুগীরার সাথে সংঘটিত তার ঘটনা অত্যন্ত প্রসিদ্ধ ৷

হিন্দা পরব৩ ত ইয়ারমৃকের যুদ্ধে অংশ্যাহণ করেছিলেন তার স্বামী আবু সুফয়ানের
সঙ্গে ৷ ১৪ হিজরী সনের যে দিনে হযরত আবু কুহাফা (রা) ইনতিকাল করেন সেদিনই হিনদার
ইনতিকাল হয় ৷ তিনি আবুসুকুয়ানের পুত্র মুআৰিয়া (রা)-এর মাতা ৷


رَحِمَهُ اللَّهُ، وَقَدْ تَقَدَّمَ. نَافِعُ بْنُ غَيْلَانَ قُتِلَ يَوْمَئِذٍ. نَوْفَلُ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، وَكَانَ أَسَنَّ مِنْ عَمِّهِ الْعَبَّاسِ، قِيلَ: إِنَّهُ تُوُفِّيَ فِي هَذِهِ السَّنَةِ. وَالْمَشْهُورُ قَبْلَهَا كَمَا تَقَدَّمَ. وَاقَدُ بْنُ عَبْدِ اللَّهِ، قُتِلَ يَوْمَ. . . يَزِيدُ بْنُ قَيْسِ بْنِ الْخَطِيمِ الْأَنْصَارِيُّ الظُّفَرِيُّ، شَهِدَ أُحُدًا وَمَا بَعْدَهَا، قُتِلَ يَوْمَ الْجِسْرِ. وَقَدْ أَصَابَهُ يَوْمَ أُحُدٍ جِرَاحَاتٌ كَثِيرَةٌ، وَكَانَ أَبُوهُ شَاعِرًا مَشْهُورًا. أَبُو عُبَيْدِ بْنُ مَسْعُودٍ الثَّقَفِيُّ، أَمِيرُ يَوْمِ الْجِسْرِ، وَبِهِ عُرِفَ ; لِقَتْلِهِ عِنْدَهُ، تَخَبَّطَهُ الْفِيلُ حَتَّى قَتَلَهُ، رَضِيَ اللَّهُ عَنْهُ، بَعْدَمَا قَطَعَ بِسَيْفِهِ خُرْطُومَهُ كَمَا تَقَدَّمَ. أَبُو قُحَافَةَ التَّيْمِيُّ وَالِدُ أَبِي بَكْرٍ الصِّدِّيقُ، تُوُفِّيَ فِي هَذِهِ السَّنَةِ، رَضِيَ اللَّهُ عَنْهُ. هِنْدُ بِنْتُ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسِ بْنِ أُمَيَّةَ الْأُمَوِيَّةُ، وَالِدَةُ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، وَكَانَتْ مِنْ سَيِّدَاتِ نِسَاءِ قُرَيْشٍ، ذَاتَ رَأْيٍ وَدَهَاءٍ وَرِيَاسَةٍ فِي قَوْمِهَا، وَقَدْ شَهِدَتْ يَوْمَ أُحُدٍ مَعَ زَوْجِهَا، وَكَانَ لَهَا تَحْرِيضٌ عَلَى قَتْلِ الْمُسْلِمِينَ يَوْمَئِذٍ، وَلَمَّا قُتِلَ حَمْزَةُ مَثَّلَتْ بِهِ، وَأَخَذَتْ مِنْ كَبِدِهِ فَلَاكَتْهَا، فَلَمْ تَسْتَطِعْ إِسَاغَتَهَا ; لِأَنَّهُ كَانَ قَدْ قَتَلَ أَبَاهَا وَأَخَاهَا يَوْمَ بَدْرٍ، ثُمَّ بَعْدَ ذَلِكَ كُلِّهِ أَسَلَمَتْ - وَحَسُنَ إِسْلَامُهَا - عَامَ الْفَتْحِ بَعْدَ زَوْجِهَا بِلَيْلَةٍ، وَلَمَّا أَرَادَتِ الذَّهَابَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِتُبَايِعَهُ اسْتَأْذَنَتْ أَبَا سُفْيَانَ، فَقَالَ لَهَا: قَدْ كُنْتِ بِالْأَمْسِ مُكَذِّبَةً بِهَذَا الْأَمْرِ. فَقَالَتْ: وَاللَّهِ مَا رَأَيْتُ اللَّهَ عُبِدَ حَقَّ عِبَادَتِهِ بِهَذَا الْمَسْجِدِ قَبْلَ هَذِهِ اللَّيْلَةِ، وَاللَّهِ لَقَدْ بَاتُوا لَيْلَهُمْ كُلُّهُمْ يُصَلُّونَ فِيهِ. فَقَالَ لَهَا: إِنَّكِ قَدْ فَعَلْتِ مَا فَعَلْتِ فَلَا تَذْهَبِي وَحْدَكِ. فَذَهَبَتْ إِلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ - وَيُقَالُ:
পৃষ্ঠা - ৫৪৭৫
إِلَى أَخِيهَا أَبِي حُذَيْفَةَ بْنِ عُتْبَةَ - فَذَهَبَ مَعَهَا، فَدَخَلَتْ وَهِيَ مُتَنَقِّبَةً، فَلَمَّا بَايَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ غَيْرِهَا مِنَ النِّسَاءِ قَالَ: «عَلَى أَنْ لَا تُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا تَسْرِقْنَ وَلَا تَزْنِينَ " فَقَالَتْ: أَوَتَزْنِي الْحُرَّةُ؟ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ قَالَتْ: قَدْ رَبَّيْنَاهُمْ صِغَارًا فَقَتَلْتَهُمْ كِبَارًا. فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فَبَادَرَتْ وَقَالَتْ: فِي مَعْرُوفٍ. فَقَالَ: فِي مَعْرُوفٍ» . وَهَذَا مِنْ فَصَاحَتِهَا وَحَزْمِهَا، وَقَدْ قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَاللَّهِ يَا مُحَمَّدُ مَا كَانَ عَلَى ظَهْرِ الْأَرْضِ أَهْلُ خِبَاءٍ أَحَبَّ إِلَيَّ مِنْ أَنْ يَذِلُّوا مِنْ أَهْلِ خِبَاءِكَ، فَقَدْ وَاللَّهِ أَصْبَحَ الْيَوْمَ وَمَا عَلَى ظَهْرِ الْأَرْضِ مِنْ أَهْلِ خِبَاءٍ أَحَبَّ إِلَيَّ مِنْ أَنْ يَعِزُّوا مِنْ أَهْلِ خِبَاءِكَ. فَقَالَ: وَكَذَلِكَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ. وَشَكَتْ مِنْ شُحِّ أَبِي سُفْيَانَ، فَأَمَرَهَا أَنْ تَأْخُذَ مَا يَكْفِيهَا وَيَكْفِي بَنِيهَا بِالْمَعْرُوفِ. وَقِصَّتُهَا مَعَ الْفَاكِهِ بْنِ الْمُغِيرَةِ مَشْهُورَةٌ، وَقَدْ شَهِدَتِ الْيَرْمُوكَ مَعَ زَوْجِهَا، وَمَاتَتْ يَوْمَ مَاتَ أَبُو قُحَافَةَ فِي سَنَةِ أَرْبَعَ عَشْرَةَ.