আল বিদায়া ওয়া আন্নিহায়া

سنة ثمان من الهجرة النبوية

عمرة الجعرانة

পৃষ্ঠা - ৩৫৯১

এমন সময় এক রেদুঈন তার কাছে আসে ৷ তার পরিধানে ছিল একটি জুব্বা ও শরীরে থােশবু
মাখানাে ৷ (সে বললো , “ইয়া রাসুলাল্লাহ্ ৷ এ ব্যক্তি সম্পর্কে আপনার ফায়সালা কি , যে থােশবু
যেখে , জুব্বা পরে উমরার জন্যে ইহরড়াম বীধে” ? তখন উমর ইবন খাত্তার (রা) হাত দিয়ে ইশারা
করে ইয়ালাকে আসতে বললেন ৷ ইয়ালা আসলেন ৷ উমর (রা) তাকে ঐ টাৎপানাে কাপড়ের
নিচে ঢুকিয়ে দিলেন ৷ তিনি দেখলেন, নবী করীম (সা) এর চেহারা লাল হয়ে আছে ৷ শ্বাস-প্রশ্বাস
দ্রুত বইছে ৷ এ অবস্থা কিছুক্ষণ থাকার পর তার স্বাভাবিক অবস্থা ফিরে এলো ৷ তিনি বললেন,
“সেই লোকটি কোথায়, যে এইমাত্র আমাকে উমরা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাে” ? লোকটিকে
খুজে তার কাছে নিয়ে আসা হলো ৷ তিনি তাকে বললেন, তোমার শবীরে যে খােশবু মাখড়ানাে
আছে তা তিনবার ধুয়ে ফেল ৷ তারপর জুব্বাটি খুলে ফেলো ৷ পরে হরুজ্জ যেসব কাজ করে থাকো
উমরাতেও সেসব কাজ করো ” ৷ ইমাম মুসলিম এ হাদীছটি ইবন জুরায়জের সুত্রে বর্ণনা
করেছেন ৷ বুখারী ও মুসলিম অন্য সুত্রে এ হাদীছ আতা থেকে তারপর আতা ও ইবন জুরায়জ
সাফওয়ান ইবন ইয়া’লা ইবন উমইিয়া থেকে অনুরুপ বর্ণনা করেছেন ৷

ইমাম আহমদ বলেন : আবু উসামা হিশাম তার পিতার সুত্রে আইশা থেকে বর্ণিত যে,
আয়িশা (রা) বলেছেন, মক্কা বিজয়ের বছর রাসুলুল্লাহ্ (সা) মক্কার উচ্চভুমি কুদার দিক থেকে
প্রবেশ করেন এবং উমরা পালনের জ্যন্যও তিনি কুদ৷ হয়ে মক্কায় প্রবেশ করেন ৷ আবু দাউদ
বলেন : মুসা আবুসালমা ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, তিনি বল্যেছন, রাসুলুল্লাহ্
(মা) ও তার সাহাবীগণ জিইররানা থেকে উমরা পালন করেন ৷ বায়তুল্লাহ্ তাওয়াফ কালে তিনবার
রমল করেন ও চারবার হেটে চলেন ৷ এ সময় তারা তাদের চাদর বগলের নীচ থেকে উঠিয়ে বাম
র্কাধেব উপর ছেড়ে দেন ৷ এ ছাড়াও আবু দাউদ ও ইবন মাজা এ হাদীছ ইবন খায়ছাম আবৃত
তুফায়ল ইবন আব্বাস (রা) সুত্রে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন ৷

ইমাম আহমদ বলেন : ইয়াহ্য়া ইবন সাঈদ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে,
তিনি বলেছেন, মুআবিয়া তাকে জানিয়েছেন যে, আমি (মুআবিয়া ) রাসুলুল্লাহ্ (না) — এর চুল চ্যাপ্টা
ছুরি (র্কাচি) দিয়ে কেটে ছোট করে দিয়েছিলাম ৷ অথবা তিনি বলেন, (বর্ণনাকারীব সন্দেহ) আমি
দেখেছি, মারওয়া পাহাড়ের কাছে রাসুলুল্লাহ্ (সা) এর চুল চওড়া ফলাযুক্ত র্কাচি দিয়ে ছোট করে
দেওয়া হচ্ছে ৷ সহীহ্ বুখারী ও মুসলিমে ইবন জুরায়জের সুত্রে এ হাদীছ বর্ণিত হয়েছে ৷ এ ছাড়া

ইমাম মুসলিম সুফিয়ান ইবন উয়ায়নার সুত্রে মুআবিয়া থেকে অনুরুপ বর্ণনা করেছেন ৷
আবু দাউদ ও নাসাঈ আবদুর রাবৃযাকের সুত্রে তাউস থেকে অনুরুপ বর্ণনা করেছেন ৷
আবদুল্লাহ ইবন ইমাম আহমাদ বলেন : আমর ইবন মুহাম্মাদ আন-নাকিদ ইবন আব্বাস

(রা) সুত্রে মুআবিয়া থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, মারওয়া পাহাড়ের কাছে আমি রাসুলুল্লাহ্
(সা)-এর মাথার চুল ছেটে দিয়েছিলাম ৷ এ সব উদ্ধৃতির উদ্দেশ্য হল, চুল ছোট করার কাজটি
উমরাতুল জিইবরানায় হয়েছিল ৷ কেননা, উমরাতুল হুদায়বিয়ায় রাসুলুল্লাহ্ (সা) মক্কায় প্রবেশ
করেননি; বরং মক্কায় যেতে তাকে বাধা দেওয়া হয়েছিল যেমনটি পুর্বে এ বিষয়ে আলোচনা করা
হয়েছে ৷ আর উমরাতুল কাযায় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেনি (সুতরাং মুআবিয়ার চুল ভুাটার
প্রশ্নই ওঠে না ) ৷ এ সময় রাসুলুল্লাহ্ (সা ) যখন মক্কায় প্রবেশ করেন তখন মক্কার কোন বাসিন্দা


وَقَالَ الْإِمَامُ أَحْمَدُ: ثَنَا يَحْيَى بْنُ آدَمَ ثَنَا مُفَضَّلٌ عَنْ مَنْصُورٍ عَنْ مُجَاهِدٍ قَالَ: «دَخَلْتُ مَعَ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ الْمَسْجِدَ، فَإِذَا ابْنُ عُمَرَ مُسْتَنِدٌ إِلَى حُجْرَةِ عَائِشَةَ وَأُنَاسٌ يُصَلُّونَ الضُّحَى، فَقَالَ عُرْوَةُ: أَبَا عَبْدِ الرَّحْمَنِ مَا هَذِهِ الصَّلَاةُ؟ قَالَ: بِدْعَةٌ. فَقَالَ لَهُ عُرْوَةُ: أَبَا عَبْدِ الرَّحْمَنِ كَمِ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ؟ فَقَالَ: أَرْبَعًا، إِحْدَاهُنَّ فِي رَجَبٍ. قَالَ: وَسَمِعْنَا اسْتِنَانَ عَائِشَةَ فِي الْحُجْرَةِ. فَقَالَ لَهَا عُرْوَةُ: إِنَّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ يَزْعُمُ أَنَّ رَسُولَ اللَّهِ اعْتَمَرَ أَرْبَعًا، إِحْدَاهُنَّ فِي رَجَبٍ. فَقَالَتْ: يَرْحَمُ اللَّهُ أَبَا عَبْدَ الرَّحْمَنِ مَا اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا وَهُوَ مَعَهُ، وَمَا اعْتَمَرَ فِي رَجَبٍ قَطُّ» وَهَكَذَا رَوَاهُ التِّرْمِذِيُّ عَنْ أَحْمَدَ بْنِ مَنِيعٍ عَنِ الْحَسَنِ بْنِ مُوسَى عَنْ شَيْبَانَ عَنْ مَنْصُورٍ بِهِ، وَقَالَ: حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ. وَقَالَ الْإِمَامُ أَحْمَدُ: ثَنَا رَوْحٌ ثَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي مُزَاحِمُ بْنُ أَبِي مُزَاحِمٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ مُخَرِّشٍ الْكَعْبِيِّ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنَ الْجِعْرَانَةِ لَيْلًا حِينَ أَمْسَى مُعْتَمِرًا، فَدَخَلَ مَكَّةَ لَيْلًا يَقْضِي عُمْرَتَهُ، ثُمَّ خَرَجَ مِنْ تَحْتِ لَيْلَتِهِ فَأَصْبَحَ بِالْجِعْرَانَةِ كَبَائِتٍ، حَتَّى إِذَا زَالَتِ الشَّمْسُ خَرَجَ مِنَ الْجِعْرَانَةِ فِي بَطْنِ سَرِفٍ، حَتَّى جَامَعَ الطَّرِيقَ طَرِيقَ الْمَدِينَةِ بِسَرِفٍ. قَالَ مُخَرِّشٌ: فَلِذَلِكَ خَفِيَتْ عُمْرَتُهُ عَلَى كَثِيرٍ مِنَ النَّاسِ» وَرَوَاهُ الْإِمَامُ أَحْمَدُ عَنْ