আল বিদায়া ওয়া আন্নিহায়া

سنة ثلاث من الهجرة

غزوة أحد

فصل في أنزل الله نصره على المسلمين

পৃষ্ঠা - ২৬৬০

ইবন জা ৷রীর তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, মুহাম্মাদ ইবন হুসায়ন সুদ্দী সুত্রে বর্ণনা
করেন, ইবন ক ৷সিয়৷ হারেহী ময়দানে উপস্থিত হল এবং রাসুলুল্লাহ্ (সা) ৫ক লক্ষ্য করে একটি
পাথর নিক্ষেপ করল ৷ ফলে৩ তার একটি সম্মুখের র্দাত শহীদ হল তার নাক ফেটে ৫পল এবং
পবিত্র মুখমওল রক্তাক্ত হয়ে গেল ৷ তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করলেন ৷ তার সাহাবীগণ ছত্রতঙ্গ
হয়ে পড়লেন ৷ কেউ কেউ মদীনায় ফিরে গেলেন ৷ কেউ কেউ পাহাড়ের উপর পাথরের আড়ালে
আশ্রয় নিলেন ৷ রাসুলুল্লাহ্ (সা) সাহাবীদের ডেকে ডেকে বলছিলেন ৷৷’ ,এ ৷ @) ছুচু; প্রু’ ৷
থুা৷ আল্লাহর বান্দাগণ, এদিকে আমার নিকটে এসো ৷ আল্লাহর বা দাগণ, ৷ ৷ দবে আমার নিকট
এসো! ৩০ জন মুজাহিদ তার নিকট জমায়েত হলেন ৷ তারা রাসুলুল্লাহ্ ( সা ) এর আগে আগে
চলছি৫লন ৷ ইতিপুর্বে৩ তালহা ও সাহ্ল ইবন হ নীযন্ ছ ৷ড়া ৫কউই৩ার পক্রো ছিলন৷ ৷ হযরত তালহা
রাসুলুল্পাহ্ (সা ) ৫ক নিজ ৫দহদ্বার৷ আড়াল করে ৫রখেছিলেন ৷ হঠাৎ শত্রুপক্ষের একটি তীর এসে
তার হাতে বিদ্ধ হয় ৷ ওই হাত অসাড় হয়ে যায় ৷ উবাই ইবন খালড়াফ জ্বমাহী রাসুলুল্লাহ্ (না)-এর
দিকে অগ্রসর হয় ৷ সে শপথ করেছিল যে, অবশ্যই যে রাসুলুল্লাহ্ (সা ৫ক হত্যা করবে ৷
রাসুলুল্পাহ্ (সা ) বলেছিলেন না, আমিই বরং৩ তাকে হত্যা করব ৷ তিনি বললেন, ও৫হ্ মিথুাক তুই
যাবি কোথায় ? রাসুলুল্লাহ্ (সা) তাকে আক্রমণ করলেন এবং লৌহ বর্মের ফাকে আঘাত
করলেন ৷ যে সামান্য যখমী হল ৷ কিন্তু তার ব্যথায় জর্জরিত হয়ে সে ষাড়ের ম৩ চীৎকার করতে
ল্যাংল ৷ তার সাথীর৷ তাকে তুলে নিয়ে ৫গল ৷ তারা বলল, তোমার দেহে তো তেমন কোন যখম
৫নই,ত তাহলে তুমি এত অস্থির হচ্ছ ৫কন ? সে বলল, মুহাম্মাদ (সা)৫৩ তা বলেছেন যে তিনি
আমাকে অবশ্যই হত্যা করবেন ৷ এক্ষাণ যদি রাবীআ ও মুদার উভয় গোত্রও একত্রিত হত তবে
মুহাম্মাদ (সা) তাদের সকলকে হত্যা করতেন ৷ ওই সামান্য ক্ষ৫৩ র পবিণতিতে একদিন কিৎবা
তারও কম সময়ের ব্যবধানে তার মৃত্যু হয় ৷ ৫লাকজ৫নর মধ্যে গুজব র৫ট যায় যে , রাসুলুল্লাহ্
(সা) শহীদ হয়ে গিয়েছেন ৷ তখন পাহাড়ের উপরে পাথরের আড়ালে লুকিয়ে থাকা সাহাবীগণ
বললেন যে আমরা যদি একজন দুত ৫পতাম তাহলে আবদুল্লাহ ইবন উবাইর মাধ্যমে আবু
সুফিয়ানের নিকট নিরাপত্তা চেয়ে আবেদন পাঠা তাম ৷ যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিত ৷
তারা আরো বললেন হে লোকজন ! মুহাম্মাদ ( সা) ৫তা শহীদ হয়েছেন ৷ মুশরিকর৷ তোমাদের
নিকট এসে ৫তামাদেরকে হত্যা করার পুর্বে ৫তামরা৫ তামাদের সম্প্রদায়ের নিকট ফিরে যাও ৷
আনাস ইবন নযর বললেন, হে লোকজন! মুহাম্মাদ (সা) যদি শহীদ হয়েও থাকেন তবে মুহাম্মা৫দর
(সা) প্ৰতিপালক ৫তা নিহত হননি ৷ সুতরাং মুহাম্মাদ (সা) যে উদ্দেশ্যে যুদ্ধ করেছেন তােমরাও
সে উদ্দেশ্য যুদ্ধ করে যাও ৷ আনাস (বা) আরো বললেন ৫হ আল্লাহ ৷ ওরা যা বলেছে সে বিষয়ে
আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তারা বা করেছেত তার সাথে আমার কোন সম্পর্ক
নেই ৷ এরপর তিনি তরবারি হা৫ত যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন ৷ রাসুলুল্লাহ্ (সা)৩ তা
সাহাবীগণ৫ক আহ্বান করতে করতে পাথরের আড়ালে আশ্রয় গ্রহণকারীদের নিকট পৌছে
গেলেন ৷ তাকে চিনতে না পেরে জনৈক সাহাবী তার প্রতি তীর নিক্ষেপের জন্যে ধনুকে তীর তাক
করেন ৷ তিনি বলেন, আমি আল্লাহর রাসুল! রাসুলুল্লাহ্ (সা) ৫ক পেয়ে তার সকলে পরম
আনন্দিত হন ৷ তিনি যখন দেখলেন যে, তার সাহাবীদের মধ্যে এখনও অনেক লোক আছেন যারা
তার নিরাপত্তা রক্ষা করতে ৩সচেষ্ট রয়েছেন, তখন তিনি আনন্দিত হলেন ৷ তারা সবাই একত্রিত


عَنْهُ أَصْحَابُهُ، وَدَخَلَ بَعْضُهُمُ الْمَدِينَةَ وَانْطَلَقَ طَائِفَةٌ فَوْقَ الْجَبَلِ إِلَى الصَّخْرَةِ، وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو النَّاسَ: إِلَيَّ عِبَادَ اللَّهِ، إِلَيَّ عِبَادَ اللَّهِ. فَاجْتَمَعَ إِلَيْهِ ثَلَاثُونَ رَجُلًا، فَجَعَلُوا يَسِيرُونَ بَيْنَ يَدَيْهِ، فَلَمْ يَقِفْ أَحَدٌ إِلَّا طَلْحَةُ، وَسَهْلُ بْنُ حُنَيْفٍ فَحَمَاهُ طَلْحَةُ فَرُمِيَ بِسَهْمٍ فِي يَدِهِ فَيَبُسَتْ يَدُهُ، وَأَقْبَلَ أُبَيُّ بْنُ خَلَفٍ الْجُمَحِيُّ، وَقَدْ حَلَفَ لَيَقْتُلَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: بَلْ أَنَا أَقْتُلُهُ. فَقَالَ: يَا كَذَّابُ، أَيْنَ تَفِرُّ؟ فَحَمَلَ عَلَيْهِ، فَطَعَنَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَيْبِ الدِّرْعِ، فَجُرِحَ جَرْحًا خَفِيفًا، فَوَقَعَ يَخُورُ خُوَارَ الثَّوْرِ، فَاحْتَمَلُوهُ، وَقَالُوا: لَيْسَ بِكَ جِرَاحَةٌ، فَمَا يُجْزِعُكَ؟ قَالَ: أَلَيْسَ قَالَ: لَأَقْتُلَنَّكَ؟ لَوْ كَانَتْ بِجَمِيعِ رَبِيعَةَ وَمُضَرَ لَقَتَلَتْهُمْ. فَلَمْ يَلْبَثْ إِلَّا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ حَتَّى مَاتَ مِنْ ذَلِكَ الْجُرْحِ، وَفَشَا فِي النَّاسِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قُتِلَ، فَقَالَ: بَعَضُ أَصْحَابِ الصَّخْرَةِ: لَيْتَ لَنَا رَسُولًا إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ فَيَأْخُذُ لَنَا أَمَنَةً مِنْ أَبِي سُفْيَانَ، يَا قَوْمُ، إِنَّ مُحَمَّدًا قَدْ قُتِلَ، فَارْجِعُوا إِلَى قَوْمِكُمْ قَبْلَ أَنْ يَأْتُوكُمْ فَيَقْتُلُوكُمْ. فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ: يَا قَوْمُ، إِنْ كَانَ مُحَمَّدٌ قَدْ قُتِلَ، فَإِنَّ رَبَّ مُحَمَّدٍ لَمْ يُقْتَلْ، فَقَاتِلُوا عَلَى مَا قَاتَلَ عَلَيْهِ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، اللَّهُمَّ إِنِّي أَعْتَذِرُ إِلَيْكَ مِمَّا يَقُولُ هَؤُلَاءِ، وَأَبْرَأُ إِلَيْكَ مِمَّا جَاءَ بِهِ هَؤُلَاءِ. ثُمَّ شَدَّ بِسَيْفِهِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ، وَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو النَّاسَ، حَتَّى انْتَهَى إِلَى أَصْحَابِ الصَّخْرَةِ، فَلَمَّا رَأَوْهُ وَضَعَ رَجُلٌ سَهْمًا فِي قَوْسِهِ، فَأَرَادَ أَنْ يَرْمِيَهُ، فَقَالَ: أَنَا رَسُولُ اللَّهِ