আল বিদায়া ওয়া আন্নিহায়া

سنة خمس من الهجرة النبوية

غزوة الخندق

دعائه عليه السلام على الأحزاب

পৃষ্ঠা - ২৯২৯

( ধ্এো৷ ৷ ,গ্রাৰুপু ৷ ণ্া৷ ৷ প্রু;ষু, মু’মিনদের জন্যে যুদ্ধে আল্লাহ্ই যথেষ্ট) আয়াতে এই
ইঙ্গিত রয়েছে যে, মুসলমানদের মাঝে ও মক্কা র মুশবিকদের মাঝে যুদ্ধাবস্থ৷ শেষ হয়ে গিয়েছে ৷
মুশরিকদের পক্ষ থেকে আক্রমণের দিন শেষ হয়ে গিয়েছে ৷ বাস্তবে তাই ঘটেছে ৷ খন্দকের যুদ্ধ
থেকে পালানাের পর কুরায়শ সম্প্রদায় আর কোন সময় মুসলমান৷ দর উপর আক্রমণ করতে
পারেনি ৷ যুদ্ধ চাপিয়ে দিতে পারেনি ৷ এ প্রসং গে মুহাম্মাদ ইবন ইসহাক (র) বলেছেন যে,

খন্দকের যুদ্ধে উপস্থিত কুরায়শ বাহিনী খন্দক যুদ্ধ ক্ষেত্র থেকে ফিরে যাওয়ার পর র ৷সুলুল্লাহ্ (সা)
বলেছিলেন : এই বছরের পর
কুরায়শরা আর কখনও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না যুদ্ধ আক্রমণ করবে না; বরং
তােমারই ওদের বিরুদ্ধে যুদ্ধ আক্রমণ করবে ৷ বর্ণনাকারী বলেন, বস্তুতঃ এরপর কুরায়শরা আর
কােনদিন মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করতে আসেনি ৷ বরং রাসুলুল্লা হ্ (সা) ও তার সাহাবীগণ

কুরায়শদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ৷ এমন হতে হতে এক পর্যায়ে আল্লাহ তা জানা মক্কা বিজয়
করিয়েছিলেন ৷ এটি ইবন ইসহাকের বর্ণনা ৷

ইমাম আহমদ (র) বলেছেন, ইয়াহ্ইয়া — সুলায়মান ইবন সারদ (রা) থেকে বর্ণিত ৷
তিনি বলেন যে, রাসুলুল্লাহ্ (সা) বলেছেন : এখন আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব, ওরা আমাদের
বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না ৷ ইমাম বৃখারী (র) ইসমাঈল ও সুফিয়ান ছাওরী সুলায়মান
ইবন সারদ সুত্রে এরুপ বর্ণনা করেছেন ৷

ইবন ইসহাক বলেন, খন্দকের যুদ্ধে বনু আবৃদ আশহাল গোত্রের তিনজন লোক শহীদৃ ন্
হয়েছিলেন ৷ তারা হলেন সাদ ইবন মুআয (বা) তার শাহাদত বরণের বিস্তারিত আলােচন রে
আসবে ৷ আনাস ইবন আওফ ইবন আতীক ইবন আমর এবং আব্দুল্লাহ ইবন সাহল ৷ এছাড়া
আরো যারা শহীদ হয়েছিলেন তারা হলেন তৃফায়ল ইবন নুমান , ছালাব৷ ইবন পানামা তারা
দু’জন জুশৃম গোত্রের লোক এবং কাব ইবন যায়দ আল নাজ্জারী একটি অজ্ঞাতনাম৷ তীরের

াঘাতে তিনি শহীদ হন ৷

ইবন ইসহাক বলেন, ওই যুদ্ধে মুশরিক পক্ষে নিহত হয় তিনজন ৷ তারা হল মুনাববিহ ইবন
উছমান ইবন উবায়দ ইবন সাববাক ইবন আবদুদ্দার ৷ সে তীরের আঘাতে আহত হয়েছিল এবং
মক্কা য় পৌছে মারা যায় ৷ নাওফল ইবন আব্দুল্লাহ ইবন মুর্গীরা ৷ সে যে ৷ড়াসহ পরিখার মধ্যে নেমে
পড়েছিল ৷৩ তারপর সেখানে ছুটোছুটি করছিল ৷ সেখানেই সে নিহত হয় ৷ তার লাশে র বিনিময়ে
মোটা অংকের অর্থ দেয়ার প্রস্তাব দিয়েছিল মুশরিক পক্ষ ৷ এ বিষয়টি ইতিপুর্বে আলোচিত
হয়েছে ৷ মুশ ৷রিকদের ততীয় নিহত ব্যক্তি হল আমর ইবন আবৃদ উদ্দ আমিরী ৷ হযরত আলী ইবন
আবু ত ৷লিব (রা) তাকে হত্যা করেন ৷

ইবন হিশাম বলেন, বিশ্বস্ত সুত্রে আমি জেনেছি যে, যুহরী বলেছেন, ওই দিন হযরত
আলী (রা) আমর ইবন আবৃদ উদ্দ এবং তারপুত্র হাস্ল ইবন আমর দু’জনকেই হত্যা
করেছিলেন ৷ ইবন হিশাম বলেন, কেউ বলেছেন, ওর নাম আমর ইবন আবৃদ উদ্দ আর কেউ
বলেছেন আমর ইবন আবৃদ ৷


يَحْتَاجُوا إِلَى مُنَازَلَتِهِمْ وَمُبَارَزَتِهِمْ، بَلْ صَرَفَ الْقَوِيُّ الْعَزِيزُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ» . لِهَذَا ثَبَتَ فِي " الصَّحِيحَيْنِ " عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ، صَدَقَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَأَعَزَّ جُنْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ، فَلَا شَيْءَ بَعْدَهُ ".» وَفِي قَوْلِهِ {وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ} [الأحزاب: 25] إِشَارَةٌ إِلَى وَضْعِ الْحَرْبِ بَيْنَهُمْ وَبَيْنَهُمْ. وَهَكَذَا وَقَعَ، وَلَمْ تَرْجِعْ قُرَيْشٌ بَعْدَهَا إِلَى حَرْبِ الْمُسْلِمِينَ كَمَا قَالَ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، رَحِمَهُ اللَّهُ: فَلَمَّا انْصَرَفَ أَهْلُ الْخَنْدَقِ عَنِ الْخَنْدَقِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا بَلَغَنَا: " «لَنْ تَغْزُوَكُمْ قُرَيْشٌ بَعْدَ عَامِكُمْ هَذَا، وَلَكِنَّكُمْ تَغْزُونَهُمْ» " قَالَ: فَلَمْ تَغْزُهُمْ قُرَيْشٌ بَعْدَ ذَلِكَ وَكَانَ يَغْزُوهُمْ بَعْدَ ذَلِكَ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ مَكَّةَ. وَهَذَا بَلَاغٌ مِنِ ابْنِ إِسْحَاقَ وَقَدْ قَالَ الْإِمَامُ أَحْمَدُ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ صُرَدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: «قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الْآنَ نَغْزُوهُمْ وَلَا يَغْزُونَا» وَهَكَذَا رَوَاهُ الْبُخَارِيُّ مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ وَسُفْيَانَ الثَّوْرِيِّ كِلَاهُمَا عَنْ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، بِهِ.