আল বিদায়া ওয়া আন্নিহায়া

পৃষ্ঠা - ১৮৩৮


ধারণ করব আল্লাহর নির্দেশের জন্যে যতক্ষণ না আল্পাহ্ তাআলা আমাদের ও আপনাদের মাঝে
ফায়সালা করে দেন ৷

এরপর তারা বলল, তুমি তো বলে থাক যে, তোমার প্রতিপালক যা চান তা করেন, তাহলে
তাকে বলে আকাশটাকে ভুপাতিত করে দাও ৷ এরুপ না করলে আমরা কখনো তোমার প্রতি
ঈমান আনব না ৷ রাসুলুল্লাহ্ (সা) বললেন, এটি আল্লাহর ইখতিয়ারাধীনই তিনি চাইলে
তোমাদের জন্যে তা ঘটাবেন ৷

এরপর তারা বলল, হে মুহাম্মদ! আমরা যে তোমার সাথে বৈঠকে বসব, তোমার নিকট
এসব প্রশ্ন করব এবং তোমার নিকট যা দাবী করলাম এগুলো দাবী করব এসব বিষয় কি পুর্ব
থেকেই তোমার প্রতিপালকের জানা ছিল না ’! যদি জানা থাকে, তবে তিনি তো আগে-ভাগে
তোমাকে তা জানিয়ে দিতে পারতেন এবং এমন উত্তর শিখিা:য় দিতে পারতেন যা দ্বারা তুমি
আমাদের যুক্তি খণ্ডন করতে পারতে ৷ তোমার আনীত বিষয়াদি যদি আমরা গ্রহণ না করি, তবে
তিনি আমাদের ব্যাপারে কী করবেন তা তো তোমাকে জানিয়ে দিতে পারতেন ৷ আমরা সংবাদ
পেয়েছি যে, ইয়ামামা অঞ্চলের অধিবাসী রাহমান নামের এক ব্যক্তি তোমাকে এসব শিখিয়ে
দেয় ৷ আল্পাহ্র কসম, আমরা কখনই ওই রাহমানের’ প্ৰতি ঈমান আনব না ৷ হে মুহাম্মদ! এ
সকল বক্তব্য দ্বারা আমরা তোমাকে আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দিয়েছি ৷ আল্লাহর কসম,
তুমি আমাদের ব্যাপারে যা করে যাচ্ছ বিনা বাধড়ায় তা করে যাওয়ার জন্যে আমরা তোমাকে
সুযোগ দিব না ৷ বরং তা প্রতিরোধ করতে গিয়ে হয়ত আমরা তোমাকে ধ্বংস করে দিব নতুবা
তুমি আমাদেরকে ধ্বংস করে দিয়ে ৷

মুশরিকদের কেউ কেউ বলেছিল, আমরা তো ফেরেশতড়াদের উপাসনা করি ৷ তারা আল্লাহ্র
কন্যা ৷ ওদের কেউ কেউ বলেছিল, আমরা কখনই তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না
তুমি আল্লাহ্কে এবং ফোরশতাদেরকে আমাদের সম্মুখে উপস্থিত কর ৷ রাসুলুল্লাহ্ (সা)-কে
এসব কথা বলার পর তিনি ওখান থেকে চলে যান ৷ তার সাথে উঠে এল আবদুল্লাহ ইবন আবী
উমাইয়া ইবন মুপীরা ইবন আবদুল্লাহ ইবন উমর ইবন মাখযুম ৷ সে ছিল রাসুলুল্পাহ্ (না)-এর
ফুফু আবদুল মুত্তালিবের কন্যা আতিকার পুত্র ৷ সে বলল, হে মুহাম্মদ! তোমার সম্প্রদায় তোমার
নিকট এ প্রস্তাবগুলাে পেশ করেছে অথচ তুমি এর কােনটিই গ্রহণ করলে না ৷ এরপর তারা
নিজেদের কল্যাণের জন্যে বেশ কিছু দাবী উত্থাপন করল, যার দ্বারা তারা আল্লাহ্র নিকট
তোমার প্রকৃত মর্যাদা সম্পর্কে অবগত হতে পারত তাও তুমি করলে না ৷ এরপর তারা
তাৎক্ষণিক ও শীঘ্র শাস্তি আনয়নের দাবী জানান, যে শাস্তির ব্যাপারে তুমি তাদেরকে সতর্ক
করছিলে ৷ আল্লাহ্র কসম, আমি তোমার প্রতি কখনই ঈমান আনব না যতক্ষণ না তুমি
আকাশের সাথে একটি সিড়ি স্থাপন কর এবং আমাদের সম্মুখে ওই সিড়ি যেয়ে আকাশে
আরোহণ কর ৷ এরপর সাথে করে একটি উন্মুক্ত কিতাব নিয়ে আসে-আর তোমার সাথে থাকবে
৪জন ফেবেশতা যারা সাক্ষ্য দািব যে, তুমি বা কালো তা যথার্থ ৷ আল্লাহ্র কসম তুমি যদি
এটুকু করতে পার, তবে আমার ধারণা যে, তোমাকে সত্যবাদী বলে মেনে নিতে পারবে! ৷
এরপর সে রাসুলুল্লাহ্ (না)-এর নিকট থেকে চলে যায় ৷ দুঃখ ভারাক্রাত্ত হৃদয়ে রাসুলুল্লাহ্ (সা)