আল বিদায়া ওয়া আন্নিহায়া

كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم

فصل في ذكر أول من أسلم

পৃষ্ঠা - ১৭৮৩


যুবায়র ইবন আওয়াম (রা) , উছমান ইবন আফ্ফান (রা) , তালহ৷ ইবন উবায়দুল্লাহ্ (বা) ,
সাআদ ইবন আবু ওয়াক্কাস ও আবদুর রহমান ইবন আওফ (রা) প্রমুখ তার হাতে ইসলাম
গ্রহণ করেন ৷ তারা রাসুলুল্লাহ্ (সা) এর দরবারে হাযির হন ৷ সাথে ছিলেন হযরত আবু বকর
(বা) ৷ রাসুলুল্লাহ্ (সা)৩ তাদের নিকট ইসলাম গ্রহণের দাওয়াত পেশ করেন এবং তাদেরকে
কুরআন পাঠ করে শুনান এবং তাদেরকে জানিয়ে দেন যে, ইসলাম-ই সত্য ও সঠিক ধর্ম ৷ তখন
তারা ঈমান আনয়ন করেন ৷ ইসলাম গ্রহণে অগ্রবর্তী এই আটজন রাসুল (না) যে সত্য নবী
বলে মেনে নেন এবং আল্লাহ্ তা আলার পক্ষ থেকে তার নিকট যা এসেছে তার প্রতি ঈমান
আনয়ন করেন ৷

ওয়াকিদী৩ালহ৷ ইবন উবায়দিল্পাহ্ (রা) সুত্রে বর্ণনা করেন ৷ তিনি বলেন, একদিন আমি
বুসরার১ বাজারে উপস্থিত হই ৷ তখন একজন যাজককে তার উপাসনালয়ে দেখতে পাই ৷ তিনি
বলছিলেন, মওসুমী ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করো তাদের মধ্যে হারম শরীফের অধিবাসী কেউ
আছে কিনা ? তালহ৷ (রা) বললেন, আমি বললাম ই৷ আমি আছি ৷ তিনি বললেন, আহমদ কি
ইং৩ ৷ মধ্যে আবির্ভুত ৩হয়েছেন ? আহমদ কে ? আমি জিজ্ঞেস করলাম-তিনি বললেন,
আবদুল্লাহ্র পুত্র এবং আবদুল মুত্তালিবের দৌহিত্র আহমদ এটিত ৷ ৩র আবিভারৈর মাস ৷ তিনি
সর্বশেষ নবী ৷৩ তার আবির্ভ৷ ৷বের স্থান হল মক্কার হারাম শরীফ ৷ তিনি হিজরত করে যাবেন
খেজুর বৃক্ষশোভিত পাথুরে এবং লবণাক্ত জমিতে ৷ অতএব আপনি সতর্ক থাকুন, তীর থেকে
কল্যাণ লাভে কেউ যেন আপনার চেয়ে অগ্রগামী না হয় ৷ বর্ণনাকারী তালহ৷ (রা) বলেন,
যাজকের কথা আমার মনে দাগ কাটে ৷ আমি দ্রুত ওখান থেকে বেরিয়ে পড়ি এবং মক্কা
উপস্থিত হই ৷

এখানে কোন নতুন ঘটনা ঘটেছে কিনা আমি জানতে চাই ৷ লোকজন বলল, ই৷ ঘটেছে
বৈকি ৷ আবদৃল্লাহ্র পুত্র আল-আমীন মুহাম্মদ নিজেকে নবী বলে দাবী করেছেন ৷ আবু বকর
ইবন আবু কুহাফ৷ তার অনুসরণ করেছেন ৷ আমি হযরত আবু বকরের (রা) নিকট গেলাম এবং
বললাম, আপনি ক্লি ওই লোকের অনুসরণ করেছেন ? তিনি বললেন, হী৷ করেছি ৷ তৃমিও তার
নিকট যাও এবং৩ ব অনুসরণ কর ৷ কারণ তিনি সত্যের প্রতি আহ্বান করছেন ৷ তালহ৷ (রা)
যাজকের বক্তব্য আবু বকরকে জানালেন হযরত আবু বকর (বা) হযরত ত লাহ৷ (রা)-কে নিয়ে
রাসুলুল্লাহ্ (না)-এর নিকট গিয়ে উপস্থিত হলেন ৷ তালহ৷ (রা) ইসলাম গ্রহণ করলেন এবং
যাজকের বক্তব্য রাসুলুল্লাহ্ (না)-কে জানালেন ৷ রাসুলুল্লাহ্ (সা) তাতে খুশী হলেন ৷ আবু বকর
(রা) ও তালহ৷ (রা)-এর ইসলাম গ্রহণের পর নাওফিল ইবন খুওয়ায়লিদ ইবন আদবিয়্যা
তাদের দু’জনকে পাকড়াও করে ৷ সে কুরায়শের সিৎহ বলে পরিচিত ছিল ৷ একটি রশিতে সে
তাদের দু’জনকে বেধে ফেলে ৷ বনুতায়ম গোত্রের কেউই তাদেরকে রক্ষা করতে পারল না ৷ এ
জন্যে আবু বকর (বা) ও তালহ৷ (রা)-কে সাথীদ্বয় নামে আখ্যায়িত করা হয়ে থাকে ৷ রাসুলুল্লাহ্
(সা) এ বলে হে আল্লাহ! ইবন
আদৃবিয়্যা-এর অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুন ৷ এটি বায়হাকীয় বর্ণনা ৷



১ এটা কিন্তু ইরাকের প্রসিদ্ধ বসর৷ নগরী নয় ৷ এটা সিরিয়ার একটি স্থান , যা পরবর্তীতে হুরবান বা হারান
নামে বিখ্যাত হয় ৷ সম্পাদকদ্বয়


رَوَى مِنْ طَرِيقِ الْوَاقِدِيِّ عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ سَأَلْتُ الزُّهْرِيَّ: مَنْ أَوَّلُ مَنْ أَسْلَمَ مِنَ النِّسَاءِ؟ قَالَ: خَدِيجَةُ. قُلْتُ: فَمِنَ الرِّجَالِ؟ قَالَ زَيْدُ بْنُ حَارِثَةَ. وَكَذَا قَالَ عُرْوَةُ وَسُلَيْمَانُ بْنُ يَسَارٍ وَغَيْرُ وَاحِدٍ: أَوَّلُ مَنْ أَسْلَمَ مِنَ الرِّجَالِ زَيْدُ بْنُ حَارِثَةَ. وَقَدْ أَجَابَ أَبُو حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، بِالْجَمْعِ بَيْنَ هَذِهِ الْأَقْوَالِ بِأَنَّ أَوَّلَ مَنْ أَسْلَمَ مِنَ الرِّجَالِ الْأَحْرَارِ أَبُو بَكْرٍ وَمِنَ النِّسَاءِ خَدِيجَةُ، وَمِنَ الْمَوَالِي زَيْدُ بْنُ حَارِثَةَ وَمِنَ الْغِلْمَانِ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ. قَالَ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ: فَلَمَّا أَسْلَمَ أَبُو بَكْرٍ وَأَظْهَرَ إِسْلَامَهُ، دَعَا إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلًا مَأْلَفًا لِقَوْمِهِ، مُحَبَّبًا سَهْلًا، وَكَانَ أَنْسَبَ قُرَيْشٍ لِقُرَيْشٍ، وَأَعْلَمَ قُرَيْشٍ بِمَا كَانَ فِيهَا مِنْ خَيْرٍ وَشَرٍّ، وَكَانَ رَجُلًا تَاجِرًا ذَا خُلُقٍ وَمَعْرُوفٍ، وَكَانَ رِجَالُ قَوْمِهِ يَأْتُونَهُ وَيَأْلَفُونَهُ، لِغَيْرِ وَاحِدٍ مِنَ الْأَمْرِ لِعِلْمِهِ، وَتِجَارَتِهِ، وَحُسْنِ مُجَالَسَتِهِ، فَجَعَلَ يَدْعُو إِلَى الْإِسْلَامِ مَنْ وَثِقَ بِهِ مِنْ قَوْمِهِ مِمَّنْ يَغْشَاهُ وَيَجْلِسُ إِلَيْهِ، فَأَسْلَمَ عَلَى يَدَيْهِ فِيمَا بَلَغَنِي الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ وَعُثْمَانُ بْنُ عَفَّانَ وَطَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ وَسَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، فَانْطَلَقُوا إِلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَمَعَهُمْ أَبُو بَكْرٍ فَعَرَضَ عَلَيْهِمُ الْإِسْلَامَ، وَقَرَأَ عَلَيْهِمُ الْقُرْآنَ، وَأَنْبَأَهُمْ بِحَقِّ الْإِسْلَامِ، فَآمَنُوا، وَكَانَ هَؤُلَاءِ النَّفَرُ الثَّمَانِيَةُ الَّذِينَ سَبَقُوا فِي الْإِسْلَامِ فَصَدَّقُوا رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -