আল বিদায়া ওয়া আন্নিহায়া

كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم

فصل في ذكر أول من أسلم

পৃষ্ঠা - ১৭৮১


রাসুলুল্লাহ্ (সা), আবু বকর (রা), আমার (বা) , তার মা সুমাইয়া (রা) , সুহায়ব (বা), বিলাল
(রা) ও মিকদাদ (রা) ৷ বস্তুত আপন চাচার তত্ত্বড়াবধানের মাধ্যমে রাসুলুল্লাহ্ (না)-কে আল্লাহ্
তাআলা নির্যাতন থেকে রক্ষা করেছেন ৷ আর আবু বকরকে রক্ষা করেছেন অন্যান্যদেরকে তার
গোত্রের মাধ্যমে অন্যান্যদেরকে মুশরিকগণ ধরে নিয়ে যায় এবং লোহার পোশাক পরিয়ে প্রখর
রৌদ্রের মধ্যে দগ্ধ করতে থাকে ৷ অবশেষে হযরত বিলাল ব্যতীত অন্যরা মুশরিকদের
ইচ্ছাদ্বুযায়ী১ বক্তব্য দিতে বাধ্য হন ৷ কিন্তু হযরত বিলাল (রা) আল্লাহর সভুষ্টি অর্জনের পথে
নিজের জীবনকে তুচ্ছ এবং নিজের সম্প্রদায়কে গুরুতুহীন জ্ঞান করেন ৷ ফলে, মুশরিকগণ তাকে
নিয়ে বালকদের হাতে তুলে দেয় ৷ তারা র্তাকে রশিতে বেধে নিয়ে অত্যাচার করতে করতে
মক্কার অলিতে-ণলিতে ঘুরতে থাকে ৷ তিনি তখনও বলছিলেন আহাদ’ আহাদ অল্লোহ্ -এক
আল্লাহ এক ৷ ছাওরী (র) থেকে মুরসালরুপে এ হাদীছটি বর্ণিত হয়েছে ৷

ইবন জারীর (র) মুহাম্মদ ইবন সাআদ ইবন আবী ওযাককাস থেকে সুত্র ও বিষয়বস্তুর
দিক থেকে অগ্রহণযোগ্য একটি বর্ণনায় বলেছেন যে, তিনি বলেন, আমি আমার পিতাকে
জিজ্ঞেস করেছিলাম, আবু বকর (বা) কি আপনাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ? উত্তরে
তিনি বলেছিলেন না, তা নয় ৷ তার পুর্বে ৫০ জনের অধিক লোক ইসলাম গ্রহণ করেছিল ৷ তবে
তিনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইসলাম গ্রহণকারী ছিলেন ৷

ইবন জারীর বলেন, অন্য একদল আলিম বলেছেন যে, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন
যায়দ ইবন হারিছা (রা) ৷ অন্যদিকে ইবন আবী যি’ব থেকে ওয়াকিদী বর্ণনা করেন, আমি
যুহরীকে জিজ্ঞেস করেছিলাম মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে ? তিনি
বললেন, খাদীজা (রা) ৷ আমি বললাম পুরুষদের মধ্যে কে ? তিনি বললেন, যায়দ ইবন হারিছা
(রা), অনুরুপভাবে উবওয়া সুলায়মান ইবন ইয়াসার এবং আরো অনেকে বলেছেন যে,
পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন যায়দ ইবন হারিছা (রা) ৷

উপরোক্ত সবগুলো মন্তব্য ও অভিমতের মধ্যে সমন্বয় সাধন করে ইমাম আবু হানীফা (র)
বলেছেন, স্বাধীন বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর
সিদ্দীক (বা) , মহিলাদের মধ্যে হযরত খাদীজা (রা) , ক্রীতদাসদের মধ্যে যায়দ ইবন হারিছা
(বা) এবং বালকদের মধ্যে হযরত আলী ইবন আবু তালিব (রা) ৷

মুহাম্মদ ইবন ইসহাক বলেন, আবু বকর (রা) এর ইসলাম গ্রহণ এবং তা প্রকাশ করার পর
তিনি লোকজনকে আল্লাহর পথে দাওয়াত তে শুরু করলেন ৷ নিজ সম্প্রদায়ের লোকজনের
নিকট তিনি অত্যন্ত জনপ্রিয় ও মিশুকরুপে পরিচিত ছিলেন ৷ কুরায়শ বংশের তিনি সর্বশ্রেষ্ঠ
কুলজী বিশারদ ছিলেন ৷ উক্ত বংশের কল্যাণ-অকল্যাণ সম্পর্কে তিনি ছিলেন সর্বাধিক অবগত ৷
ব্যবসায়ী, চরিত্রবান এবং সর্বজন পরিচিত ব্যক্তি হিসেবে তীর প্রসিদ্ধি ছিল ৷ তার জ্ঞান গরিমা
ব্যবসায়িক সম্পর্ক এবং সুন্দরতম সড়াহচর্য লাভের আশায় লোকজন র্তার নিকট উপস্থিত হত ৷
যারা তীর নিকট আসত , তাদের মধ্য থেকে যাদেরকে তিনি বিশ্বস্ত ও আস্থাভাজন মনে করতেন,
তাদেরকে তিনি ইসলামের দাওয়াত তেন ৷ মুহাম্মদ ইবন ইসহাক বলেন আমার জানা মতে



১ প্রাণরক্ষার জন্য এমনটি করা জাইয ৷ সম্পাদকদ্বয়


أَمَا سَمِعْتَ قَوْلَ حَسَّانَ بْنِ ثَابِتٍ فَذَكَرَهُ. وَهَكَذَا رَوَاهُ الْهَيْثَمُ بْنُ عَدِيٍّ عَنْ مُجَالِدٍ عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ فَذَكَرَهُ. وَقَالَ أَبُو الْقَاسِمِ الْبَغَوِيُّ: حَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ قَالَ: أَدْرَكْتُ مَشْيَخَتَنَا مِنْهُمْ ; مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ وَرَبِيعَةُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ وَصَالِحُ بْنُ كَيْسَانَ وَعُثْمَانُ بْنُ مُحَمَّدٍ لَا يَشُكُّونَ أَنَّ أَوَّلَ الْقَوْمِ إِسْلَامًا أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ. قُلْتُ: وَهَكَذَا قَالَ إِبْرَاهِيمُ النَّخَعِيُّ وَمُحَمَّدُ بْنُ كَعْبٍ وَمُحَمَّدُ بْنُ سِيرِينَ وَسَعْدُ بْنُ إِبْرَاهِيمَ وَهُوَ الْمَشْهُورُ عَنْ جُمْهُورِ أَهْلِ السُّنَّةِ. وَرَوَى ابْنُ عَسَاكِرَ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَمُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ أَنَّهُمَا قَالَا: لَمْ يَكُنْ أَوَّلَهُمْ إِسْلَامًا، وَلَكِنْ كَانَ أَفْضَلَهُمْ إِسْلَامًا، قَالَ سَعْدٌ: وَقَدْ آمَنَ قَبْلَهُ خَمْسَةٌ. وَثَبَتَ فِي صَحِيحِ الْبُخَارِيِّ مِنْ حَدِيثِ هَمَّامِ بْنِ الْحَارِثِ عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَمَا مَعَهُ إِلَّا خَمْسَةُ أَعْبُدٍ، وَامْرَأَتَانِ وَأَبُو بَكْرٍ.