আল বিদায়া ওয়া আন্নিহায়া

كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم

فصل في ذكر أول من أسلم

পৃষ্ঠা - ১৭৮০


যদি কে ন আস্থাভাজন দীনী ভাইয়ের ব্যথা বেদনা ও দুঃখ-কষ্টের কথা উল্লেখ করতে চাও
তবে তোমার ভাই আবু বকর (রা) এর ভোগ্ করা দুঃখ বেদনার কথা উল্লেখ করো ৷ দীনেব
উন্নয়নে ও প্রসারে তিনি যে ত্যাগ ও কুরবানী করেছেন৩ তা উল্লেখ করো ৷


নবী করীম (সা) এর পর তিনিই জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, বিশ্বস্ততম ও শ্রেষ্ঠ ন্যায়বিচারক ৷
তিনি যা সহ্য করেছেন তার রদৌলতে তিনি সর্বোত্তম ৷

ব্লুাট্রুঠু৷ ৷ ৰুদ্বুক্ট্রছু;ষ্ ট্রুট্রুন্ৰু এ,াট্রুা ৷ ব্ার্টুাএ হু’া’গ্লুৰুন্’ণ্ :fi’,;; ;ং: ৷ পুাট্রু;৷ টু
নবী করীম (সা) এর অব্যবহিত পরেই তার স্থান তিনি দ্বিতীয় স্থান অধিকারী এবং তার
অবস্থান প্রশং সাযোগ্য ৷ মানুষের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি, যিনি রাসুলাণকে সত্য বলে গ্রহণ
করেছেন ৷


ল্লাহ্র নির্দেশ মান্য করে এবং তার দীর্ঘদিনের সাথী মুহাম্মদ (সা ) এর পদাৎ ক অনুসরণ
করে তিনি প্রশংসনীয় জীবন যাপন করেছেন ৷ ওই পথ থেকে তিনি কখনো বিচ্যুত হননি ৷

আবু বকর ইবন আবী শায়বা আমির থেকে বর্ণনা করেন ৷ তিনি বলেন, আামি হযরত
ইবন আব্বাস (রা) কে জিজ্ঞেস করেছি অথবা তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, সর্বপ্রথম
ইসলাম গ্রহণ করেছেন কে ৷ উত্তরে তিনি বলেছিলেন, তুমি কি হাসসানের বক্তব্য শুননি ৷ এ
বলে তিনি উপরোল্লিখিত কবিতাটি আবৃত্তি করলেন ৷ হায়ছাম ইবন আদী হযরত ইবন আব্বাস
(রা) থেকে অনুরুপ বর্ণনা করেছেন ৷ আবুল কাসিম বাগভী বলেন, ইউসুফ ইবন মাজিশুন
বলেছেন, আমি আমাদের অনেক শায়খের সান্নিধ্য পেয়েছি ৷ তন্মধ্যে মুহাম্মদ ইবন মুনকাদির,
রাবীআ ইবন আবু আবদুর রহমান, সালিহ্ ইবন কায়সান এবং উছমান ইবন মুহাম্মদ প্রমুখ
রয়েছেন ৷ হযরত আবু বকর সিদ্দীক (বা) যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, এ বিষয়ে তাদের
কেউই বিন্দমাত্র সন্দেহ পোষণ করতেন না ৷
অমি বলি যে, ইব্রাহীম নাখঈ মুহাম্মাদ ইবন কাআর, মুহাম্মদ ইবন সীরীন এবং সাআদ
ইবন ইবরাহীম প্রমুখ (র) অনুরুপ বলেছেন ৷ আহলুস সুন্নাহ জামাআতের অধিকাৎশের নিকট
মশহুর অভিমত এটিই ৷
সাআদ ইবন আবী ওয়াক্কাস এবং মুহাম্মদ ইবন হানফিয়্যাহ থেকে ইবন আসাকির বর্ণনা
করেছেন যে, র্তারা দু’জনে বলেন, হযরত আবু বকর সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নন, বরং
তিনি সর্বশ্রেষ্ঠ ইসলাম গ্রহণকারী ৷ সাআদ বলেন, হযরত আবু বকর (রা)-এর পুর্বে আরো
পাচজন ইসলাম গ্রহণ করেছিলেন ৷ সহীহ্ বুখারীতে হাম্মাম ইবন হারিছেব বর্ণিত হাদীছে আছে
যে, আমার ইবন ইয়াসির (না) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (সা)-কে দেখেছি
যে, তার সাথে রয়েছেন পাচজন ক্রীতদাস, দু’জন মহিলা এবং আবু বকর (রা) ৷

ইমাম আহমদ ও ইবন মাজাহ আসিম ইবন আবু নুজুদ সুত্রে যির থেকে ইবন মাসউদের
বরাতে হাদীছ বর্ণনা করেছেন যে প্রথম ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন সাতজন ৷


مُرَّةَ عَنْ أَبِي حَمْزَةَ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: أَوَّلُ مَنْ أَسْلَمَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ. قَالَ عَمْرُو بْنُ مُرَّةَ فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ النَّخَعِيِّ فَأَنْكَرَهُ. وَقَالَ: أَوَّلُ مَنْ أَسْلَمَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ. وَرَوَى الْوَاقِدِيُّ بِأَسَانِيدِهِ، عَنْ أَبِي أَرْوَى الدَّوْسِيِّ وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَجَمَاعَةٍ مِنَ السَّلَفِ: أَوَّلُ مَنْ أَسْلَمَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ وَقَالَ يَعْقُوبُ بْنُ سُفْيَانَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ عَنْ رَجُلٍ، قَالَ سُئِلَ ابْنُ عَبَّاسٍ مَنْ أَوَّلُ مَنْ آمَنَ، فَقَالَ: أَبُو بَكْرٍ الصِّدِّيقُ أَمَا سَمِعْتَ قَوْلَ حَسَّانَ إِذَا تَذَكَّرْتَ شَجْوًا مِنْ أَخِي ثِقَةٍ ... فَاذْكُرْ أَخَاكَ أَبَا بَكْرٍ بِمَا فَعَلَا خَيْرَ الْبَرِيَّةِ أَوْفَاهَا وَأَعْدَلَهَا ... بَعْدَ النَّبِيِّ وَأَوْلَاهَا بِمَا حَمَلَا وَالتَّالِيَ الثَّانِيَ الْمَحْمُودَ مَشْهَدُهُ ... وَأَوَّلَ النَّاسِ مِنْهُمْ صَدَّقَ الرُّسُلَا عَاشَ حَمِيدًا لِأَمْرِ اللَّهِ مُتَّبِعًا ... بِأَمْرِ صَاحِبِهِ الْمَاضِي وَمَا انْتَقَلَا وَقَدْ رَوَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا شَيْخٌ لَنَا، عَنْ مُجَالِدٍ عَنْ عَامِرٍ قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ أَوْ سُئِلَ ابْنُ عَبَّاسٍ: أَيُّ النَّاسِ أَوَّلُ إِسْلَامًا؟ قَالَ: