আল বিদায়া ওয়া আন্নিহায়া

السنة الثانية من الهجرة

ما وقع فيها من الأحداث

كتاب المغازي

غزوة بدر العظمى

فصل في قدوم زينب بنت الرسول صلى الله عليه وسلم مهاجرة بعد وقعة بدر
পৃষ্ঠা - ২৫৫৩


হে পথিক ! যদি তুমি আবু সুফিয়ানের সাক্ষাত পাও , তবে তাকে এ কথাটি পৌছিয়ে দিও
যে, তুমি যদি আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ না কর ,

তা হলে এই সুসংবাদ (?) গ্রহণ কর যে, ইহকালে তুমি হবে লাঞ্ছিত আর আলকাতরার
পেশোক পরিধান করে হবে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা ৷ ”

ইবন ইসহাক বলেন, উপরের কবিতায় আবু সুফিযানের দাস বলে করি যার প্রতি ইংগিত
করেছেন তার নাম আমির ইবন হাযরামী ৷ কিন্তু ইবন হিশাম তার নাম বলেছেন, উক্বা ইবন
আবদুল হারিছ ইবন হাযরামী ৷ তিনি বলেন, আমির ইবন হাযরামী বদর যুদ্ধে নিহত হয় ৷ ইবন
ইসহাক বলেন, আমার নিকট ইযাযীদ ইবন আবু হাবীব আবু হুরায়রা থেকে বর্ণনা করেন ৷
আবু হুরায়রা বলেন ও নবী করীম (সা) একবার এক অভিযান প্রেরণ করেন ৷ আমিও তার
অন্তর্ভুক্ত ছিলাম ৷ যাত্রাকালে রাসুলুল্পাহ্ (সা) আমাদেরকে বলে দেন যে , তোমরা যদি হাব্বার
ইবন আসওয়াদ ও ঐ লোকটিকে ধরতে পায় যে হুবারের সাথে যয়নবের সম্মুখে অগ্রসর হয়ে
গিয়েছিল, তবে উভয়কেই পুড়িয়ে দেবে ৷ পরের দিন তিনি আমাদের নিকট লোক পাঠিয়ে
জানালেন, আমি তোমাদেরকে বলেছিলাম ঐ লোক দু’জনকে ধরতে পারলে আগুনে পুড়িয়ে
দেবে; কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে, আগুনে পুড়িয়ে মারা আল্লাহ ব্যতীত অন্য কারও
জন্যে শোভা পায় না ৷ তাই এখন জানাচ্ছি, যদি তাদেরকে পাকড়াও করতে পায়, তার হত্যা
করে দিও ৷ হাদীছটি এই সুত্রে ইবন ইসহাক একাই বর্ণনা করেছেন ৷ এটি সৃনানের শর্ত অনুযায়ী
বর্ণিত ৷ তবে সুনান সঙ্কলকগণ এ হাদীছ বর্ণনা করেননি ৷ ইমাম বুখারী কুতায়বা আবু
হুরায়রা সুত্রে অনুরুপ বর্ণনা করেছেন ৷

ইবন ইসহাক বলেন, আবুল আস ফিরে গিয়ে মক্কায় কুফরী অবস্থায় জীবন যাপন করতে
থাকেন ৷ অন্যদিকে যয়নব মদীনায় পিতার কাছে অবস্থান করেন ৷ মক্কা বিজয়ের কিছু দিন আগে
আবুল আস কুরায়শদের পক্ষে বাণিজ্য উপলক্ষে বের হন ৷ বাণিজ্য শেষে সিরিয়া থেকে
প্রত্যাবর্তনকালে তিনি একটি মুসলিম সেনাদলের সম্মুখীন হন ৷ সেনাদলটি তার মালপত্র আটক
করেন ৷ কিন্তু আবুল আস আত্মরক্ষার্থে সেখান থেকে পালিয়ে রাত্রে নিজ শ্রী যয়নবের কাছে
এসে আশ্রয় প্রার্থনা করেন ৷ যয়নব তাকে আশ্রয় দেন ৷ ভোর বেলা রাসুলুল্লাহ্ (না) যখন
লোকজন নিয়ে ফজরের সালাত আরম্ভ করেন, তখন যয়নব মহিলাদের সারি থেকে উভৈচ্চ৪স্বরে
বললেন : লোক সকল ৷ শুনে রাখুন, আমি আবুল আস ইবন রবীকে আশ্রয় দিয়েছি ৷ সালাম
ফিরাবার পর রাসুলুল্লাহ্ (সা) মুসল্লীদের দিকে মুখ করে বললেন এবং বললেন, সালাতের মধ্যে
আমি যা শুনেছি তোমরাও কি তা শুনতে পেয়েছ ?’ সবাই বললেন, জী-ছুদ্র৷ ৷ রাসুলুল্লাহ্ (সা)
বললেন ও সেই সত্তার কসম, যার হাতে মুহাম্মদের জীবন, আমি এ বিষয়ে কিছুই জানতাম না ৷
এখনই শুনলাম, যা তোমরাও শুনেছ ৷ যে কোন সাধারণ মুসলমড়ানেরও কাউকে আশ্রয় দেয়ার
অধিকার রয়েছে ৷ এরপর রাসুলুল্লাহ্ (সা) যয়নবের কাছে গিয়ে বললেন : হে প্রিয় কন্যা ! তুমি
তাকে মর্যাদার সংগে থাকতে দাও ৷ তবে সে একান্তে যেন তোমার নিকট না আসে ৷ কেননা,
এখন তুমি তার জন্যে হালাল নও ৷

ইবন ইসহাক বলেন, যায়৷ আবুল আসের মালামাল আটক করেছিলেন তাদেরকে সেসব
মালামাল তাকে ফেরত দেয়ার জন্যে উৎসাহিত করে নবী করীম (না) বার্তা পাঠান্সেন ৷ তারা


وَقَالَ الْبُخَارِيُّ: حَدَّثَنَا قُتَيْبَةُ، ثَنَا اللَّيْثُ، عَنْ بُكَيْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ: «بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْثٍ، فَقَالَ إِنْ وَجَدْتُمْ فُلَانًا وَفُلَانًا فَأَحْرِقُوهُمَا بِالنَّارِ» ثُمَّ قَالَ حِينَ أَرَدْنَا الْخُرُوجَ: «إِنِّي أَمَرْتُكُمْ أَنْ تَحْرِقُوا فُلَانًا وَفُلَانًا، وَإِنَّ النَّارَ لَا يُعَذِّبُ بِهَا إِلَّا اللَّهُ، فَإِنْ وَجَدْتُمُوهُمَا فَاقْتُلُوهُمَا» وَقَدْ ذَكَرَ ابْنُ إِسْحَاقَ «أَنَّ أَبَا الْعَاصِ أَقَامَ بِمَكَّةَ عَلَى كُفْرِهِ، وَاسْتَمَرَّتْ زَيْنَبُ عِنْدَ أَبِيهَا بِالْمَدِينَةِ، حَتَّى إِذَا كَانَ قُبَيْلَ الْفَتْحِ خَرَجَ أَبُو الْعَاصِ فِي تِجَارَةٍ لِقُرَيْشٍ، فَلَمَّا قَفَلَ مِنَ الشَّامِ لَقِيَتْهُ سَرِيَّةٌ، فَأَخَذُوا مَا مَعَهُ، وَأَعْجَزَهُمْ هَرَبًا، وَجَاءَ تَحْتَ اللَّيْلِ إِلَى زَوْجَتِهِ زَيْنَبَ فَاسْتَجَارَ بِهَا فَأَجَارَتْهُ، فَلَمَّا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَلَاةِ الصُّبْحِ، وَكَبَّرَ، وَكَبَّرَ النَّاسُ، صَرَخَتْ مِنْ صُفَّةِ النِّسَاءِ: أَيُّهَا النَّاسُ، إِنِّي قَدْ أَجَرْتُ أَبَا الْعَاصِ بْنَ الرَّبِيعِ. فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ، أَيُّهَا النَّاسُ، هَلْ سَمِعْتُمُ الَّذِي سَمِعْتُ؟ . قَالُوا: نَعَمْ. قَالَ: أَمَا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ مَا عَلِمْتُ بِشَيْءٍ حَتَّى سَمِعْتُ مَا سَمِعْتُمْ، وَإِنَّهُ يُجِيرُ عَلَى الْمُسْلِمِينَ أَدْنَاهُمْ. ثُمَّ انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،